নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

রনি কি পারবে বরিশালকে স্বাধীন করতে? নাকি আবারও মার খাবে?

১১ ই আগস্ট, ২০২৫ রাত ১১:৫৩


বরিশালকে সারাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেয়ার হুমকি জুলাইযোদ্ধা মহউদ্দিন রনির!
.
আমি বুঝলাম না, সরকার তোমাদের, তোমরাই এই সরকারকে ক্ষমতায় বসিয়েছো; তাহলে সরকারের উপর কেন ভরসা রাখতে পারছো না? সরাকারই তো স্বাস্থ্য সংস্কার কমিশন করে দিয়েছেন! একজন বয়ষ্ক স্বাস্থ্য উপদেষ্টা আছেন দায়িত্বে, যিনি মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গেও সুদীর্ঘকাল একসঙ্গে কাজের দুর্লভ অভিজ্ঞতাপ্রাপ্ত। তাঁর প্রতি তোমাদের আস্থা নেই কেন? দেখা যাচ্ছে, তাঁর প্রতিও অসম্মানজনক ভাষণ তুমি দিয়েছো।
.
আস্থা তো রাখোইনি, অত্যন্ত কড়া ভাষায় একজন মুরুব্বিকে তোমরা আক্রমণ করে মিডিয়ায় বক্তব্য দিয়েছো গতকাল, তাঁকে ২৪ ঘন্টার মধ্যে বরিশাল যেতে পরোক্ষভাবে নির্দেশ দিয়েছো! সে আশা পূরণ তো হয়ইনি, পাত্তা তো পাওইনি, উলটো নিজের ছোটভাইদের কাছেই মার খেয়েছো। এরপর সুর নরম করেছো। এখন নরম স্বরে সরকারের সাথে কথা বলছো। কিন্তু তোমাদের ডাকে আর এক বছর আগের মতো জনতা রাজপথে নেমে আসছে না। কেন? তোমাদের উপর কি তাহলে জনগণ আস্থা হারিয়েছে?
.
স্বাস্থ্যের সিন্ডিকেট ভাঙবা বলেছো-- এটা যদি সত্যিই চাও, যদি লীগের ও বিএনপির সিন্ডিকেট ভেঙে নিজের সিন্ডিকেট বসাতে না চাও, যদি এটা তোমার স্থানীয় প্রভাব বৃদ্ধির প্রচেষ্টা না হয়ে থাকে, যদি সত্যিই চাও সরকারি হাসপাতালে সবাই কাঙ্খিত সেবা সরকার নির্ধারিত ফিতে পাক-- তাহলে খুবই ভালো কথা। আমাদের সমর্থন থাকবে। সকল দুর্নীতি বন্ধ করে দাও। মানুষ যেন ভালো সেবা পায় সরকারি হাসপাতালগুলোতে, সেটা তো আমরাও চাই। চা বিক্রেতা থেকে বড় নেতা হয়েছো, বঙ্গবন্ধুর মতো 'দুর্গ গড়ে তোলা'-র আহবান জানিয়ে ভাষণ দিচ্ছো, একদিন নরেন্দ্র মোদিও হয়ে যাও-- আমাদের আপত্তি নাই।
.
কিন্তু মহাসড়ক আটকাতে গিয়ে গতকাল সেনার মার একবার খেয়েছো, মার খেয়েছো নিজেদের দলের ছোটভাইদের থেকেও, দেখো আগামীকাল আবারও সেনা-পুলিশ-বিএনপির থেকে একযোগে মার না খাও। সেদিকে খেয়াল রেখো ভাই। শুভকামনা রইলো।
.
দেব দুলাল গুহ'র নিপুণ কথন
১১ অগাস্ট, ২০২৫
#barisal #mohiuddinrony #medical #sbmc #ncp #barisalblocked

রনির ভাইরাল বক্তব্যর ভিডিও দেখুন: https://www.facebook.com/share/r/172RMyRDJy/

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০২৫ রাত ১২:১৯

সৈয়দ কুতুব বলেছেন: রনিকে এডভাইজার করা উচিত ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.