নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun (DEV DULAL GUHO)

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

হাসনাত আব্দুল্লাহকে কিছু পরামর্শ দিলাম। না মানলে নাই!

১৩ ই আগস্ট, ২০২৫ রাত ১১:৫২


NCP ও হাসনাতের রাজনৈতিক ক্যারিয়ার কি শুরুর আগেই শেষ হতে চলেছে? না, মানে এভাবে সবাইকে ক্ষেপিয়ে তুলে নিজেদেরকে দেশের রাজা ভাবলে তো হবে না। আপনাদের কথাতেই যদি প্রশাসন চলবে, পুলিশ চলবে, সেনাবাহিনী চলবে, রাষ্ট্রীয় গোয়েন্দারা চলবে, এমনকি মিডিয়াও চলবে, তাহলে আপনাদের আর ঐ একাত্তর পরবর্তী বাকশালী সরকারের মাঝে পার্থক্য থাকলো কই? বাকশাল আর শেখ মুজিবে না আপনাদের এত এ্যালার্জি?!
.
আপনি সরকারের ১ বছরের কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করলেন। অথচ আপনি ভুলে গেলেন আপনার দলের প্রধান নাহিদ ইসলাম নিজেই দীর্ঘ সময় এই সরকারের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। আপনি হয়তো ভুলে গেছেন আপনার দুজন সহযোদ্ধা এখনও সরকারের মহাগুরুত্বপূর্ণ তিনটি মিনিস্ট্রির দায়িত্বে মন্ত্রীর পদমর্যাদায় আসীন আছেন, যারা কিছুদিনের মাঝেই হয়তো পদত্যাগ করে নির্বাচনেও লড়বেন! আপনি নোবেল বিজয়ী বৃদ্ধ মানুষটাকেও ছাড় দিলেন না! তাঁকে ঐ পদে কি শুধু আপনারাই নিয়োগ দিয়েছেন? নিয়োগ দিয়ে কি মাথা কিনে নিয়েছেন? তাঁকে কি আন্তর্জাতিক অঙ্গনে জবাব দিতে হয় না? শেষ বয়সে এসে তিনি এমন কিছু চাপে পড়ে কেন করবেন যার জন্য সারাবিশ্ব তাঁকে ভিলেইন হিসেবে দেখে আর নোবেল পুরস্কার প্রশ্নবিদ্ধ হয়?
.
আপনি DGFI কে তীব্র ভাষায় আক্রমণ করলেন! ভুলে গেলেন এই DGFI সহ সমগ্র সেনাবাহিনী আপনাদের দিকে গত বছর গুলি ছোঁড়ে নাই বলেই আপনাদের অভ্যুত্থান সফল হয়েছিলো! আপনি ভুলে যাচ্ছেন তাঁরা কতটা পাওয়ারফুল! আপনি ভুলে যাচ্ছেন তাঁদের হাতে কত অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে গেছেন খোদ শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায়! আপনারা তাঁদের অডিট চাইছেন, তাঁরা কী কাজ করবেন কীভাবে করবেন তাও শিখিয়ে দিতে চাচ্ছেন! আপনারা রাষ্ট্রের এমন মহাগুরুত্বপূর্ণ এজেন্সিটিকে ব্যান করার দাবি করছেন? আগুন দিতে, সংস্কার করতে চাইছেন? আপনার মাথা ঠিক আছে তো?
.
এক বছর আগে সেনাবাহিনী যদি কঠোর হতো, আকাশ থেকে যদি মার্কিন স্যাটেলাইট তাক করা না থাকতো, যদি সরাসরি শান্তিমিশনে স্যাংশান আসার ইঙ্গিত না আসতো, আপনার কি মনে হয় ১৫ বছর রাষ্ট্রক্ষমতায় থাকা এত বড় দলের সর্বোচ্চবার দেশের সরকারপ্রধান থাকা দেশের প্রথম প্রেসিডেন্টের ও সংবিধান মতে এখনও আমাদের জাতির পিতার কন্যাকে আপনারা এত সহজেই ভারতের স্থানান্তর করতে পারতেন? আপনি কি গত মাসের কথাও ভুলে গেলেন? সেনার এপিসিতে না উঠলে কি এক পিসে ফিরতে পারতেন গোপালগঞ্জ থেকে?
.
আপনি বলছেন মিডিয়ার অনেকে বেতন পায় না। এটা সত্যি। আমি নিজেও পাইনি, পে স্কেল দূরের কথা! আপনাদের যারা পেছন থেকে সাহস ও শক্তি জুগিয়েছে, আপনাদের 'বীরত্বগাঁথা' ছেপেছে ও ছাপছে, তারাও কি পে স্কেল পুরোপুরি মেনে চলে? না। প্রদায়ক হিসেবে বছরের পর বছর খেটে যোগ্য মূল্যায়ন না পেয়ে অনেকেই জুতার তলা ক্ষয় করে ও চোখের জল ফেলে। আপনারা সবই জানেন, কিন্তু বলবেন না। তাহলে কোন মিডিয়ার কথা বলছেন আপনি? কোন মিডিয়াকর্মীদের পক্ষে থাকছেন আর কাদেরই বা সমালোচনা করছেন? সাংবাদিক কী লিখবে কী বলবে তাও যদি আপনারা ঠিক করে দেন, তবে আপনার আর ফ্যাসিবাদের/বাকশালের পার্থক্য থাকলো কোথায়? হাজারো ছাত্র-জনতা আপনাদের ডাকে রাস্তায় নেমে তাহলে কী জন্য রক্ত দিলো?
.
আপনি বিএনপির একজন বড় নেতাকে সামনে রেখে বিএনপিকেই তুলোধুনা করলেন! রুট লেভেলে বিএনপির জনসমর্থন সম্পর্কে ধারণা আছে আপনাদের? ১৫ বছর শেখ হাসিনা অনেক চেষ্টা করেও যাদেরকে দাবিয়ে রাখতে পারে নাই, তাদেরকেও আপনারা ক্ষেপিয়ে তুলছেন! কেন?
.
এভাবে লাগামহীনভাবে বলতে থাকলে মামলা একটা না, আরও হবে। প্রস্তুত থাকেন। নির্বাচন বিএনপি আদায় করেই ছাড়বে। বি টিম না, লীগের এ টিমই সক্রিয় আছে। তারাও হয়তো নির্বাচিনে আসবে। দেখে নিয়েন! আপনাদের এমন বক্তব্যর কারণেই আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ সৃষ্টি হচ্ছে।
.
ক্যাম্পাসের বড়ভাই হিসেবে আমি চাই না আপনাদের রাজনৈতিক ক্যারিয়ার শুরুর আগেই শেষ হয়ে যাক। তাই এতোকিছু বললাম। আপনার সহযোদ্ধাদের দ্বারা অপমানিত ও হামলার শিকার হয়েও বললাম। কারণ আমিও পরিবর্তন চেয়েছি এবং তখন চেয়েছি ও সে অনুযায়ী শেখ হাসিনার বেয়াইকেই নির্বাসনে পাঠিয়েছি যখন আপনারা কলেজে পড়তেন।
.
তবে, আপনারা যদি সাম্প্রতিক দূতাবাস ভ্রমণগুলো থেকে ইতিবাচক কোনো সমর্থন পেয়ে থাকেন, তার বলে বলীয়ান হয়েই যদি এমন বক্তব্য দিয়ে থাকেন, তাহলে আলাদা কথা। চালিয়ে যান ছোটভাই। শউভকামনা রইলো। তবে আঞ্চলিক শক্তিকেও এতটা দুর্বল ভাইবেন না। আরেকটু ভেবেচিন্তে আগান, প্রতিভা আছে আপনার, অনেক দূর যাবেন। [আমাকে ভুল বুঝবেন না। আমি আপনার শুভাকাঙ্ক্ষী। ]
দেব দুলাল গুহ -- দেবু ফরিদী

ফেসবুক লিংক: https://www.facebook.com/share/v/16kB6BYF68/

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০২৫ রাত ১২:০৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: ভালো বলেছেন।

২| ১৪ ই আগস্ট, ২০২৫ রাত ১২:২৭

সৈয়দ কুতুব বলেছেন: হাসনাত আপনার কথা শুনবে আশা করি ফিউচারে । :)

৩| ১৪ ই আগস্ট, ২০২৫ রাত ১:৫৩

নতুন মেসাইয়া বলেছেন:



হাসনাত আবদুল্লারা জল্লাদ, তাদেরকে মানুষ মারার জন্য দায়িত্ব দেয়া হয়েছিলো।

৪| ১৪ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:৩৫

রাজীব নুর বলেছেন: এনসিপির কপালে ভয়ানক দুঃখ আছে।

৫| ১৪ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:১১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: পরামর্শ খারাপ না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.