নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun (DEV DULAL GUHO)

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

দোভাল কি হাসিনাকে ফেরাতে সক্রিয়? চীনের বিজয় দিবসে মোদি নেই কেন?

০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:০২


আচ্ছা, এই যে এত শক্তির প্রদর্শনী চীনে, সেখানে মোদি নেই কেন? তাঁকে কি আমন্ত্রণ জানায়নি চীন? অজিত দোভালকে দেখলাম না কেন চীনে সেভাবে?
.
মোদি আসলে চীনে গিয়েছিলেন ট্রাম্পের সাথে দর কষাকষির সুযোগ নিতে। 'বিছানায় শোয়া'র কাছাকাছি এতোটা হৃদ্যতা তিনি দেখিয়েছেন সেজন্যই। তিনি দেখালেন, দক্ষিণ এশিয়ার মিত্র হলেও এটা ঠিক নয় যে ভারতকে কিনে নিয়েছে আমেরিকা। তারা চাইলেই মিত্র বদলানোর সক্ষমতা এখন রাখে।
.
কেন বললাম এমন কথা? দেখুন, চীনের আজ সামরিক শক্তিমত্তার বিশাল প্রদর্শনী ছিলো। তাদের বিজয় দিবস উদযাপন আর কি! নিজেদের বিশাল ও গোপনীয় অত্যাধুনিক সব সমরাস্ত্রের প্রদর্শনী ছিলো চীনের। সারা বিশ্বকে তাক লাগানো সে প্যারেড। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানকে হারিয়ে আজ ৩ সেপ্টেম্বর যে বিজয় তারা (ও আমেরিকাসহ মিত্ররা) অর্জন করেছিলো, সেই বিজয় উদযাপনের দিন ছিলো আজ। কিন্তু চীন থেকে সবেমাত্র সামিটে যোগদান করে এলেও আমন্ত্রিত হয়েও এই প্যারেডে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ছিলেন না। তবে থাকলে তাঁর অবস্থান হতো সামনের সারিতে চীনের প্রেসিডেন্টের বাম পাশে। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে দ্বিতীয় সারিতে রাখা হয়েছে। বিশ্বাস নাহলে নিজেই দেখুন ভিডিওতে!
.
মোদি আসলে প্যারেডেও থেকে নিজেকে দুর্বল হিসেবে দেখাতে চাননি। চীনের সাথে যতই হাত মেলান না কেন, চীন ভারতের প্রতিদ্বন্দ্বী প্রতিবেশী, সীমানা নিয়ে দ্বন্দ্ব এখনও আছে। প্যারেডে থাকা মানে অনেকটা চীনের বশ্যতা স্বীকার করে নেয়া। চীন জোটের অংশ হিসেবে নিজেদেরকে পরিচিত করে তোলা। তিনি এসেছিলেন সামিটে, সামিট শেষ করে চলে গেছেন। আবার মোদি জাপানকেও রাগাতে চাননি। তিনি চীনে যাওয়ার আগে জাপান হয়ে গেছেন। জাপান নিশ্চয়ই বুলেট ট্রেনসহ অন্যান্য ক্ষেত্রে ভারতকে আরও সহযোগিতার প্রস্তাব দিয়েছে। পাশাপাশি আমরা দেখলাম মোদির জাপান সফরের পরেই আমাদের ঢাকা বিমানবন্দরে থার্ড টার্মিনালে জাপানের সহায়তা আপাতত বন্ধ হয়ে গেলো। তারা জানিয়ে দিয়েছে এই সরকারের আমলে আর ঐ কাজে তাঁরা থাকছেন না। ভারত বয়কটের আরও এমন অনেক মাশুল হয়তো আমাদেরকে দিতে হবে।
.
চীনের প্যারেডে মোদির না থাকার আরেকটা কারণ হলো, তিনি আসলে আমারিকাকেও আর রাগাতে চাইছিলেন না। দর কষাকষির জন্য যেটুকু দরকার ছিলো, সেটুকু 'অবাধ্যতা' তিনি দেখিয়েছেন। আর দরকার নেই। এতেই ট্রাম্প ট্যারিফ কমাবেন বলে আশা করি। এখন ভারত মধ্যপন্থায় হাঁটবে। জাপান-আমেরিকা-ইউরোপ-অস্ট্রেলিয়াকেও আর ক্ষেপাবে না, আবার চীন-রাশিয়া-উত্তর কোরিয়ার মতো প্রতিপক্ষ শিবিরের সাথেও সুসম্পর্ক রাখবেন। এভাবেই ভারত এগিয়ে যাবে। এখানেই নরেন্দ্র মোদী ও এস জয়শংকরের জাদু।
.
দেখুন ভারতের উপর অতিরিক্ত ২৫% বাড়িয়ে মোট ৫০% শুল্ক আরোপ করলেও ভারতের লাভ ছাড়া লস নাই। কারণ রাশিয়া ভারতকে ব্যারেলপ্রতি আরও ৩-৫ ডলার কমে অপরিশোধিত তেল দিচ্ছে, যা শোধন করে উচ্চ দামে ইউরোপে বিক্রি করে ভারত মুনাফা করে ঐ বাড়তি শুল্ক পুষিয়ে নেবে ভারত।
.
পাকিস্তান এখন বন্যা নিয়ে ব্যস্ত, নিজেদের জানমাল বাঁচাবে না ভারতের সাথে শত্রুতা করবে? আবার এই সামিটে চীনের সাথেও অনেকটা সদ্ভাব হয়ে গেলো, ফলে চীন ও পাকিস্তানের দিকে আপাতত কম দৃষ্টি দিয়ে শুধু বাংলাদেশ নিয়েই ভাবতে পারবে ভারত এখন।
.
খেয়াল করলে দেখবেন, চীনে অজিত দোভালকে কিন্তু দেখা যায়নি আর মোদির সাথে। আমার ধারণা তিনি শেখ হাসিনাকে ফেরাতে বিভিন্ন মিটিং-সিটিংয়ে ব্যস্ত ছিলেন চীনের সংশ্লিষ্টদের সাথে। আমরা জানি, ভারত আর রাশিয়া সবসময় মুক্তিযুদ্ধের চেতনার সরকারের পক্ষে। শুধু চীনকেই ম্যানেজ করা গেলে এই অঞ্চলে আর কেউ বাঁধা দেওয়ার মতো থাকবে না। বাইডেন আমেরিকার ক্ষমতায় নাই, আছেন ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ যেমন বাইডেনের যুদ্ধ, ট্রাম্পের না, বাংলাদেশের বেলায়ও তেমন। যদি এসব মিটিং ফলপ্রসু হয়ে থাকে, তবে আমেরিকার ডিপ স্টেটও আর বাঁধা দিতে পারবে না। সেক্ষেত্রে নির্বাচনের আগেই দেশে ফিরতে পারেন শেখ হাসিনা। এসে এখনও নিজেকে দেশের সাংবিধানিক প্রধানমন্ত্রী দাবি করে বসলেও পৃথিবীর কোনো সংবিধান বিশেষজ্ঞ নাই, যিনি তাঁকে ভুল প্রমাণ করবেন। আর জুলাই সনদ? সংবিধানের উপরে একে স্থান দেওয়ার কোনো সুযোগ নেই।
দেব দুলাল গুহ'র নিপুণ কথন

#India #China #russia #PutinVladimir #Modi #NarendraModi #Bangladesh #SCOSummit2025 #japan #usa #Jinping #XiJinping #devdulalguho

প্যারেডের ভিডিও দেখুন: https://www.facebook.com/share/v/1Afwitchbd/
#India #China #russia #PutinVladimir #Modi #NarendraModi #Bangladesh #SCOSummit2025 #japan #usa #Jinping #XiJinping #devdulalguho

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:১৭

জেনারেশন একাত্তর বলেছেন:




আপনার নিজের ভাবনাচিন্তা টংদোকানের লেভেলে, ছাত্রদের কোন বিষয়ে কি পড়ান?

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৪

সৈয়দ কুতুব বলেছেন: জেনারেশন একাত্তর@তিনি ফজিক্স এর টিচার । :-B

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪৬

শেরজা তপন বলেছেন: অরে বাপরে কি থিসিস!! আপনার নিজের মাথাও আউলা, আমাদেরটাও আউলায় দিলেন

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫০

সৈয়দ কুতুব বলেছেন: Rajesh Agnihotri এর নাম শুনছি । সে নাকি ইলেকশন হতে দিবে না ।

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৭

নতুন বলেছেন: দেখুন ভারতের উপর অতিরিক্ত ২৫% বাড়িয়ে মোট ৫০% শুল্ক আরোপ করলেও ভারতের লাভ ছাড়া লস নাই।

স্যার আপনি আসলেই একটা চীজ। =p~

আমার ধারণা তিনি শেখ হাসিনাকে ফেরাতে বিভিন্ন মিটিং-সিটিংয়ে ব্যস্ত ছিলেন চীনের সংশ্লিষ্টদের সাথে। আমরা জানি, ভারত আর রাশিয়া সবসময় মুক্তিযুদ্ধের চেতনার সরকারের পক্ষে। শুধু চীনকেই ম্যানেজ করা গেলে এই অঞ্চলে আর কেউ বাঁধা দেওয়ার মতো থাকবে না।

স্যার শেখ হাসিনাকে ব্যাগ গোছাতে শুরু করতে বলুন প্লিজ। অজিত দোভাল সি জিং পিং কে ম্যানেজ করে ফেলেছে। B-))

৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৪৬

কামাল১৮ বলেছেন: প্রতিদ্বন্দ্বী না ভেবে সহযোগিতা ভাবলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।তাতে উভয়েরই লাভ।

৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৬

রাজীব নুর বলেছেন: পড়লাম।

৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:২২

বিজন রয় বলেছেন: দোভাল কিভাবে শেখ হাসিনা ফেরাবে?
মেখ হাসিনাকে ফেরাতে পারে শুধু আমেরিকা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.