নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun (DEV DULAL GUHO)

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

নেপালের জেন-জিরা এত আবুল কেন?

১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৩:১৮



নেপালে অন্তর্বর্তী সরকারপ্রধানের পায়ে পড়েও ক্ষমা পেলো না জেন-জি বিক্ষোভকারীরা। দেশের ক্ষতি করার অপরাধে তাদেরকে শাস্তির আওতায় আনা হচ্ছে।
.
এদিকে বাংলাদেশে একই কাজ করা জেন-জিরা পেয়েছে 'এ প্রজন্মের মুক্তিযোদ্ধা'র সম্মান, হয়েছে সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টাও। সরকারপ্রধান তাদেরকে তাঁর নিয়োগকর্তা হিসেবে স্বীকার করেছেন, এখনও তাদের মবকে অপরাধ হিসেবে না দেখে 'প্রেশার গ্রুপ' হিসেবে দেখা হয়। তাই তারা বিপুল উৎসাহে গিয়ে পূজনীয় শিক্ষককেও বিনা অপরাধে অপমান-অপদস্ত করে। কারণ তারা জানে, সরকার তাদেরকে কিছু বলবে না। কোটাবিরোধী আন্দোলন করে তারা নিচ্ছে কোটা, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে ক্ষমতায় এসে নিজেরাই চাঁদাবাজিসহ নানা অপকর্মে জড়াচ্ছে। শুধু কি তাই? তারা এখন নতুন দল করে সারাজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছে। তারা হয়তো খেয়াল করছে না, এভাবে পতিত স্বৈরাচারেরই ফিরে আসার পথ সৃষ্টি হচ্ছে।
.
নেপালের জেন-জিদের উচিত আমাদের জেন-জিদের থেকে ট্রেনিং নিয়ে আরেকটা বিক্ষোভ করা! একটা সামান্য সরকারি চাকরির জন্য কোটাবিরোধী আন্দোলন করে কীভাবে মাস্টারপ্ল্যান করে দেশের রাজা-মন্ত্রী ইত্যাদি হওয়া যায়, তা আমাদের মেধাবি প্রজন্মকে দেখে শেখা উচিত তাদের।
দেব দুলাল গুহ'র নিপুণ কথন



মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৫:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


২০২৪ সালের জ্বালাও পোড়াওকারীদের কেন বিচার করা হবে না?
তারা তো ফৌজদারী অপরাধে অপরাধী।
তাদেরকে কেন ছেড়ে দেয়া হচ্ছে।

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৬:৫৩

সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশে যারা আন্দোলন শুরু করেছিল সে তুলনায় যারা পরে যোগদান করেছিলো তারা বেশি অপকর্মের সাথে জড়িত হয়েছে।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৮:০৬

Spirit বলেছেন: কোটা আন্দোলনকারীরা অবশ্যই মুক্তিযোদ্ধা। নেপালের জেন-জিদের সাথে তাদের কোনো তুলনা চলে না।
কারণ,,
১/ আমাদের দেশের কোটা বিরোধীরা ইতিহাসের জঘন্যতম স্বৈরাচারের পতন ঘটিয়েছে। যার অপরাধের ১পার্সেন্ট ও নেপাল শাসক করেনি, করতে পারেনি।
২/ কোটাবিরোধীরা কয়জন মন্ত্রীকে হত্যা করেছে? কয়জনের বাসায় আগুন দিয়েছে? কয়জনকে পুড়িয়ে মেরেছে।
৩/ আমাদের মুক্তিযোদ্ধারা ২০০০+ নিহত হয়েছে। বিপরীতে নেপালে মাত্র ১৯জন।
৪/ স্বৈরাচার হাসিনার পতন কত নিরপরাধ মানুষ আয়নাঘর থেকে মুক্ত হয়েছে, কত নিরীহ মানুষ ফাঁসির রশি থেকে রেহাই পেয়েছে। এগুলোর কোনটিই কিন্তু নেপালে পাওয়া যায়নি।

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:২২

রাজীব নুর বলেছেন: জেন-জিরা সব দেশেই ভয়ংকর।

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:২৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: নেপালে সরকার কয়জনকে হত্যা করেছে আর বাংলাদেশে কতজনকে হত্যা করা হয়েছে সেটা মাথায় রাখতে হবে। নেপালের চেয়ে বাংলাদেশে বেশি অত্যাচার হয়েছে সরকারের পক্ষথেকে। নেপালের প্রেক্ষাপট থেকে বাংলাদেশের প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। তবে সব ধ্বাংসাত্নক কার্যক্রমকে প্রতিহত করা উচিত।

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৪৭

বিজন রয় বলেছেন: নেপালের আন্দোলন আর বাংলাদেশের আন্দোলন পার্থক্য আছে।

আর সেখানের আর এখানের ধর্মও পার্থক্য।

৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




জেনারেশন একাত্তর বলেছেন:



আপনার পায়খানা-রোবোটিক্স ফ্যাক্টরী কি আপনার বাসায়?

৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:৫৭

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.