![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
হতাশ হবেন না ভাইয়েরা। কান্নাকাটি করবেন না বোনেরা। আজকের ম্যাচটা জাস্ট একটা টেস্ট কেস ছিলো। মূল খেলা আমরা খেলবো ফাইনালে ভারতের সাথে। ব্যাটসম্যান লিটনকে ছাড়া, লিটনের ক্যাপ্টেন্সি ছাড়াই বাংলাদেশ ভালোই ফাইট দিয়েছে। ফাইনালে আরও ভালো ফাইট আমরা দেবো। তবে তার আগে আগামীকাল পাকিস্তানকে হারাতে হবে। আমার মনে হচ্ছে আমরা পারবো।
.
খেলার শুরুতেই বলেছিলাম ভারত ২০০-২২০ করবে, বাংলাদেশ ১২০-১৫০ এর মাঝে অলআউট হবে। প্রথমটা মেলেনি, কারণ আমি ওটা প্রেডিক্ট করেছিলাম অভিষেকের সেঞ্চুরি হবে এটা ধরে নিয়ে। ক্যাপ্টেন জাকের আলী যখন অভিষেকের ক্যাচটা ফেলে দিলো, তখনই বলেছিলাম আজ আমরা হারবো। তাই হলো। ঐ অভিষেকের রানগুলোই আমাদের জয়ের পথে ব্যবধান গড়ে দিলো, দেয়াল হয়ে দাঁড়ালো। জাকের আলী ক্যাচটা ধরলে অভিষেকের রান ৬৫ কম হতো, যেখানে ভারত জিতলো ৪১ রানে।
.
অর্থাৎ তখন অভিষেক আউট হলে আমরা আজ জিততাম। অভিষেক আউট হয় নাই সরাসরি। না বোল্ড, না ক্যাচ দিয়ে আউট। রিশাদের অতিমানবীয় থ্রো তাকে অবাক করেছে, সে ভাবেনি এভাবে কেউ থ্রো করতে পারে বাংলাদেশে। মুস্তাফিজ সেটাকে রান আউটে পরিণত করেছে। অন্যপাশের ব্যাটার সঠিক সময়ে থামার কল দেয়নি বলেই অভিষেক আউট হয়েছে। তা নাহলে ভারতের সংগ্রহ সেই ২০০-২২০ রানই হতো। বাংলাদেশ আজ আসলে হেরেছে ঐ এক অভিষেকের কাছেই, যে ব্যাটে ও ক্যাচে আজ দুর্দান্ত ছিলো।
.
সাইফের ব্যাটিং অসাধারণ লাগলো। সে ধারাবাহিকভাবেই ভালো খেলছে অভিষেকের মতো। তবে ৫ বার তার ক্যাচ ফেললো ভারতীয়রা, যা আমার কাছে স্বাভাবিক ঠেকেনি। আমার মনে হয়েছে ভারত চেয়েছে সাইফকে আরও কিছুক্ষণ খেলার সুযোগ দিতে। ভারত চাইছিলো আজ বাংলাদেশ হারুক, তবে আত্মবিশ্বাসীও থাকুক। তাতে আগামীকাল পাকিস্তানকে হারানো সহজ হবে। আর তারা এশিয়া কাপ থেকে আউট হলে ভারতের চেয়ে বেশি খুশি আর কে হবে বলেন?
.
লিটন আজ রেস্ট পেলো। দেখলো তাঁকে ছাড়া দল কেমন খেলে। দলের জন্য তাঁর প্রয়োজনীয়তাটাও বোঝা গেলো। লিটন থাকলে আজ আমরা জিততাম। যাহোক, কাল ভালো খেললেই হবে। কালকেই আমাদের আসল খেলা। তবে এবার যেন আর ফাইনালে হেরে না আসি ভারতের কাছে। এবার আমাদের জিততে হবে। জয় ছাড়া আর কিছু ভাবছি না। বাকিটা স্রষ্টার হাতে। জয় বাংলা।
দেব দুলাল গুহ -- দেবু ফরিদী
©somewhere in net ltd.
১|
২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:৪১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মায়াকান্না করে লাভ নেই
......................................................
পরিনতি এমন হবে জানাই ছিলো ।
জিততে হলে যে ষ্টেমিনা দরকার তা
আমাদের এখনও অর্জন করা যায় নাই ।