নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun (DEV DULAL GUHO)

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

ফ্রড মজারের ফ্রড শিষ্যবৃন্দ!

২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:০৮


ছবিতে দেখছেন, আমেরিকার নিউইয়র্কে গিয়ে বিদেশী মুরুব্বি নারীর সাথে হাত মেলাননি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। এটা দেখে যারা বাহবা দিচ্ছেন, তারা আসলে ইসলাম কতটা জানেন?
.
পরনারীর সাথে হাত না মেলানো ইসলাম ধর্ম মতে ঠিক আছে। তবে তাসনিম জারাও যেহেতু পরনারী, অন্যের স্ত্রী এবং তিনি যেহেতু বেপর্দা চলাফেরা করেন, তাই তাঁকে সাথে নিয়ে ইসলাম ধর্ম মতে একসাথে চলাফেরা করা যায় না।
.
আবার ইউনূস স্যার যেহেতু সুদের ব্যবসার সাথে জড়িত, শুধু এই কারণেই তাঁর সাথে উঠবস করা, একইসাথে খাওয়া-দাওয়া করাটাও ইসলাম ধর্ম মতে মেনে নেয়া যায় না।
.
আবার দেখুন, ঐ বিদেশী নারীও পরনারী। তিনিও বেপর্দা ছিলেন এবং ঐ নারীর সাথে হাত না মিলিয়ে আখতার তাঁর সামনে হাতজোড় করে মাথা নত করেছেন, যা ইসলাম ধর্ম মতে ঠিক নয়। ইসলাম বলে একমাত্র মহান আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করা যাবে না।
.
সুতরাং, এক কথা বলা যায় আখতার হোসেন সঠিক ধর্ম পালন করেন না। ছবিতে দেখা যাচ্ছে, তিনি একই সময়ে ধর্ম নিয়ে ত্রিমুখী নীতি প্রকাশ করেছেন। আসলে অন্য সকল রাজনীতিবিদের মত তিনিও এই বয়সেই ভণ্ডামি শিখে গেছেন। শিখবেনই বা না কেন? তাদের সকলের গুরু যে ঐ পথ হারানো নষ্টকবি ও দুষ্টচিন্তক ফ্রড মজার!
.
আচ্ছা, জুলাই আন্দোলনের সময় আখতার কোথায় ছিলেন? অল্পবয়েসি মেয়েদের সাথে গা ঘেষাঘেষি করে আন্দোলন করেন নাই? করেছেন। তাহলে এখন বিদেশী মায়ের বয়সী নারীর সাথে হাত মেলাতে কীসের এত সমস্যা?
.
এই ছবিটি বিশ্বের কাছে কী বার্তা দেবে? বার্তা দেবে যে একজন নোবেল জয়ী বাংলাদেশের দায়িত্বে আছেন, যিনি নারীদের সাথে হাত মেলালেও, তাঁর নিয়োগকর্তারা মোটেও প্রগতিশীল নন। কেবল এই বার্তাটাই বাংলাদেশে বিদেশী অনুদান, ইনভেস্টমেন্ট ও পর্যটকে ক্ষরা আনলো বলে। প্রস্তুত হোন!
দেব দুলাল গুহ -- দেবু ফরিদী

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:২৪

জেনারেশন একাত্তর বলেছেন:




এসব গার্বেজ নিয়ে আপনি পোষ্ট দিচ্ছেন? কিসের গার্বেজ রাজনৈতিক পোষ্ট লেখেন?

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ২:১০

সৈয়দ কুতুব বলেছেন: ফরহাদ মজহারের শিষ্য হচ্ছে মাহফুজ আলম। আখতার অন্যরকম!

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৫:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



কোন ভদ্র মহিলা যদি শেক করার জন্য হাত এগিয়ে দেয় তাহলে সে হাত ফিরিয়ে দেয়া চরমতম বেয়াদবী।

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:০১

রাজীব নুর বলেছেন: আকতার ছোট পানির মাছ। বেশিতে পানিতে গিয়ে খেই হারিয়ে ফেলেছে।

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কূটকৌশল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.