| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
...নিপুণ কথন...
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
ভারত আর আমেরিকা নিজেদের মাঝে ১০ বছর মেয়াদী প্রতিরক্ষা চুক্তি করেছে। অর্থাৎ একজনের বিপদে আরেকজন এগিয়ে আসবে।
বলেছিলাম না এতোদিন সব নাটক ছিলো? মোদি আসলে চীনের কাছে আরেকটু ঘেঁষে নিজেদের দাম বাড়ালেন। এটাই কূটনীতি, আবার এটাই রাজনীতি। কে ভেবেছিলো ভারতের সাথে এই সম্পর্কের মাঝে সামরিক তথা প্রতিরক্ষা চুক্তি করবে আমেরিকা?
এর মধ্য দিয়ে আগামী এক দশক ভারত আর আমেরিকা একত্রে উন্নতি করবে, কেউ বাধা দিতে পারবে না। পাকিস্তানের পিএম এত তেল দিয়ে এবং নোবেলের জন্য ট্রাম্পকে দু'বার মনোনয়ন দিয়েও যা পারেননি, ভারত তা করে দেখালো এত তিক্ততার মাঝেও!
বুঝলাম না, পাকিস্তানকে আসলে কি সবাই 'গরিবের ভাবি' ভাবে? এখন তো আফগানিস্তান আরও দ্বিগুণ উৎসাহে পাকিস্তানের হামলার জবাব দেবে, ভেতরের বালুচরা স্বাধীন হয়ে যেতে পারে। কারণ ভারতের দিকে আর চোখ তুলে তাকানোর শক্তি পাকিস্তানের নাই।
এর মধ্য দিয়ে ঘুরে যাবে বৈশ্বিক রাজনীতি। বাংলাদেশেও শীঘ্রই বড় পরিবর্তন আসবে। ভারত ও আমেরিকা মিলে জাতিসংঘের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফেরালেও অবাক হবো না।
দেব দুলাল গুহ -- দেবু ফরিদী
২|
৩১ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১:৫৪
মেঘনা বলেছেন: ইউনুস যদি আমেরিকার দালাল হয়, তাহলে আমেরিকা আবার হাসিনাকে ফিরিয়ে আনবে কেন ?
৩|
৩১ শে অক্টোবর, ২০২৫ দুপুর ২:১০
সৈয়দ কুতুব বলেছেন: ভারত-আমেরিকা কি করলো সেটা বাংলাদেশ জেনে কি করবে ?
৪|
৩১ শে অক্টোবর, ২০২৫ দুপুর ২:২৩
নতুন বলেছেন: বলেছিলাম না এতোদিন সব নাটক ছিলো? মোদি আসলে চীনের কাছে আরেকটু ঘেঁষে নিজেদের দাম বাড়ালেন। এটাই কূটনীতি, আবার এটাই রাজনীতি। কে ভেবেছিলো ভারতের সাথে এই সম্পর্কের মাঝে সামরিক তথা প্রতিরক্ষা চুক্তি করবে আমেরিকা?
এর মধ্য দিয়ে আগামী এক দশক ভারত আর আমেরিকা একত্রে উন্নতি করবে, কেউ বাধা দিতে পারবে না। পাকিস্তানের পিএম এত তেল দিয়ে এবং নোবেলের জন্য ট্রাম্পকে দু'বার মনোনয়ন দিয়েও যা পারেননি, ভারত তা করে দেখালো এত তিক্ততার মাঝেও!
স্যার আপনার প্রধানমন্ত্রী আসলেই একটা জিনিস। আমেরিকা তার কাছে মাথানত করলো। এটা আপনিই সঠিক বুঝতে পেরেছেন। আপনার ভারত সম্পর্কে জ্ঞান আসলেই প্রসংসার দাবিদার।
৫|
৩১ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:০৮
আমি নই বলেছেন: দাদার ভারত তো কামের কাম করল। এখন চীন-পাকিস্থানকে মনে হয় দাদার দেশের পায়ের নিচে থাকতে হবে, সাথে বাংলাদেশকেও। এই খুশিতে দাদা একটা পার্টি দ্যান।
৬|
৩১ শে অক্টোবর, ২০২৫ রাত ৯:৫৮
শ্রাবণধারা বলেছেন: আপনি খুব সহজ সরল গ্রাম্য মোডি দাদার ভক্ত বলে মনে হচ্ছে!
আমেরিকার প্রতিরক্ষা চুক্তি মানেই বাই ডিফল্ট আমেরিকা থেকে অস্ত্র কিনতে হবে এই চুক্তি। আমেরিকায় বাজার ধরে রাখার জন্যই ভারত এই চুক্তি করতে রাজি হয়েছে। ভারতের জন্য এটা অর্থনৈতিক, কিন্তু আমেরিকার জন্য একইসাথে অর্থনৈতিক এবং আধিপত্য ধরে রাখার কৌশল। এই ধরনের চুক্তিতে আপার হ্যান্ড সবসময় আমেরিকারই থাকে।
এটা নিয়ে আপনার মত কলেজের মাস্টার মশাইয়ের খুশি হওয়ার কী কারণ থাকতে পারে?
৭|
০১ লা নভেম্বর, ২০২৫ দুপুর ১:২৩
পবন সরকার বলেছেন: এবার মনে হয় ইঁঁদুরের গর্ত ছাড়া বাংলাদেশ লুকানোর জায়গা পাবে না, সেই গর্তের মুখে পাহারাদার থাকবে হাসিনা আর মোদি।
৮|
০২ রা নভেম্বর, ২০২৫ সকাল ৯:০৯
খাঁজা বাবা বলেছেন: এবার ভারত আমেরিকাকে রক্ষা করবে রাশিয়ার হাত থেকে
৯|
০২ রা নভেম্বর, ২০২৫ দুপুর ২:২২
রাজীব নুর বলেছেন: পোষ্ট এবং মন্তব্য গুলো পড়লাম।
©somewhere in net ltd.
১|
৩১ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৫৫
...নিপুণ কথন... বলেছেন: News : https://www.ittefaq.com.bd/759533