| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
...নিপুণ কথন...
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

গতকাল মহামান্য রাষ্ট্রপতির নাম ধরে বলায় হাসনাত আবদুল্লাহর সমালোচনা করেছিলাম। তারও আগে সারজিসের সমালোচনা করেছিলাম তার বক্তব্যর সময় বিদ্যুৎ গেলে দেখে নেওয়ার হুঁশিয়ারি ও বাজে ভাষার ব্যবহারের। আজ একটু প্রশংসা করতে চাই। এবার মনে হচ্ছে তারা ভুল বুঝতে পেরে সঠিক পথে আসছে, রাজনীতি বুঝতে শিখছে। তাদের ইমেজ পুনরুদ্ধারের চেষ্টা করছে। মনে হচ্ছে তারা ফেসবুকের নিউজের কমেন্টগুলো পড়তে শুরু করেছে, তাদের প্রকৃত জনসমর্থন যে এক বছরেই তলানিতে এসে ঠেকেছে, তারা তা অনুধাবণ করতে পারছে।
একটা প্রতীক তথা শাপলা না দিলে নির্বাচনে যাবে না ইত্যাদি বলা দলটির নেতারা এখন বাচ্চামিকে পিছে ফেলে শাপলা কলিকেই মেনে নিয়েছে। তারা বড় হচ্ছে। এমনকি তারা সবাইকেই বাজেভাবে আক্রমণ করে কথা বলাও আগের চেয়ে কমিয়েছে। নির্বাচন কমিশনকে নিয়েও যা-তা বলা দলটির নেতারা নির্বাচন কমিশনের বরাদ্দ দেওয়া প্রতীক মেনে নিয়ে অত্যন্ত বুদ্ধির পরিচয় দিয়েছে। তারা পরিপক্ক হচ্ছে। তারা বুঝতে শিখেছে, এই কমিশন চেঞ্জ করা সম্ভব নয়। আবার তারা সরকারের বিবৃতিতে বুঝে গেছে নির্বাচনও এড়ানো সম্ভব নয়, সেটা হয়েই যাবে। তাই যা পেয়েছে তাই নিয়েই লড়ার সিদ্ধান্ত নিয়েছে। এটা পরিস্থিতির প্রেক্ষিতে উত্তম সিদ্ধান্ত। তারা কিছুটা হলেও বুঝে গেছে দেশীয় ও আন্তর্জাতিক অবস্থা এখন আর তাদের অনুকূলে নেই। তাই আকাশকুসুম কল্পনা রেখে, সংস্কারকে মূল্য প্রাধান্য না দিয়ে তারা বাস্তবতাকে মেনে নিয়ে নির্বাচনে যাচ্ছে।
ভুলভাল বকে নিজেদের ইমেজ ডাউন না করে আর নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করে নিজেদের ও দেশের ক্ষতি না করে বা দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে না দিয়ে ফেব্রুয়ারিতেই একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিকে এগিহে যাওয়াটাই এখন এনসিপির লক্ষ্য হওয়া উচিত। তাহলে তারা এবার না জিতলেও বা প্রধান বিরোধী দল নাহলেও একটা প্রক্রিয়ার মধ্যে আসবে এবং বলা যায় না আগামীতে কলি ফুটে শাপলা হয়েও যেতে পারে। এমন কিছু হলে তখন তারা যেমন দেশ চায়, যেমন সংবিধান চায় তা নিজেরাই ক্ষমতায় গিয়ে করতে পারবে। যদিও এই দলটি জন্ম নেওয়ার আগে এদেরই নির্দেশে আমার উপর নেক্কারজনক হামলা হয়েছিলো, তবুও আমি উক্ত অপরাধের জন্য আমার নিকট মার্জনা প্রার্থনার শর্তে তাদের জন্য এই পোস্টের মাধ্যমে অগ্রিম শুভকামনা জানিয়ে রাখলাম।
দেব দুলাল গুহ.... দেবু ফরিদী
২|
০৩ রা নভেম্বর, ২০২৫ রাত ১:৫১
সৈয়দ কুতুব বলেছেন: সবকিছু সুন্দর ভাবে সমাপ্তি হউক।
৩|
০৩ রা নভেম্বর, ২০২৫ রাত ১:৫২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শাপলা কলিকে যদি ভালো ভাবে পরিচর্যা করা যায়
তবে নিশ্য়ই একদিন
পূর্ণরুপ নিয়ে প্রস্ফুটি ত হবে ।
৪|
০৩ রা নভেম্বর, ২০২৫ রাত ২:১৯
জেনারেশন একাত্তর বলেছেন:
রাজাকারের বাচ্চাদের প্রতীক হবে "রগকাটার যন্ত্র"।
৫|
০৩ রা নভেম্বর, ২০২৫ সকাল ১০:২৫
রাজীব নুর বলেছেন: এনসিপি জল্লাদ। এরা কেন রাজনীতি করবে? এই শালাদের রাজনীতি করার কোনো অধিকার নাই।
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০২৫ রাত ১২:২৬
dupur১২৩ বলেছেন: শাপলা কলি দিয়ে কি রান্না করা যায় , আমাদের আফা কি কোনো রেসিপি দিয়েছে ?