| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
...নিপুণ কথন...
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনিজুয়ালার সরকার তাদের প্রেসিডেন্টের জীবিত থাকার প্রমাণ চেয়েছিলো। তারই প্রেক্ষিতে এই ছবি প্রকাশ করলেন মিস্টার ট্রাম্প।
ছবিতে দেখা যাচ্ছে ভেনিজুয়েলার অত্যন্ত জনপ্রিয় কমিউনিস্ট নেতা মাদুরোর চোখে কালো পট্টি দিয়ে বাধা। তাঁর হাতে একটি জলের বোতল, রাগে-দু:খে যে বোতল তিনি দুমড়ে-মুচড়ে ফেলেছেন। তবে তাঁর স্ত্রীকে এই ছবিতে দেখা যায়নি। তাঁকে মার্কিন যুদ্ধজাহাজে আমেরিকা নিয়ে যাওয়া হচ্ছে। বেশি সময় লাগবে না।
দেব দুলাল গুহ.... দেবু ফরিদী
এর আগে, রাতের অন্ধকারে হঠাৎ করেই ভেনিজুয়েলার আকাশ আলোকিত হয়ে ওঠে প্রবল বোমা হামলায়। আকাশ থেকে একের পর এক বোমা ফেলা হয় মার্কিন বিমান ও হেলিকপ্টার থেকে। সেগুলো বিস্ফোরিত হতে থাকে ভুবনবিদারী শব্দে। হতচকিত নাগরিকরা কিছুক্ষণ পরেই ট্রাম্পের ট্রুথ স্যোশালের পোস্ট থেকে জানতে পারে তাদের প্রেসিডেন্টকে ধরে নিয়ে যাওয়া হয়েছে।
কেন? কারণ দীর্ঘদিন ধরেই মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করে আসছিলেন, মাদুরো নাকি আমেরিকায় মাদক চোরাচালানের সাথে নিজেই সরাসরি জড়িত! মার্কিন আদালতে করা মামলায় মাদুরোর বিচার হবে। ঠিক যেভাবে হয়েছিলো ইরাকের সাদ্দাম হোসেনের! মনে পড়ে?
আমরা আগেও দেখেছি, যে দেশেই বিশাল খনিজ সম্পদের খনি পাওয়া যায়, সেদিকেই নজর যায় একটি বিশেষ প্রভাবশালী দেশের। তারা সেখানেই সামরিক অভিযান চালায়। এর পিছে দীর্ঘদিনের মেটিকুলাস ডিজাইন থাকে। সফলকাম হলে এরপর নিজেদের পছন্দের ব্যাক্তিকে দেশের সরকারপ্রধান করা হয়। আর কোনো সমস্যাই হয় না কিছু পেতে!
বিশ্বের সবচেয়ে বড় তেলের খনি আছে ভেনিজুয়েলায়। দেশটি আবার পুঁজিবাদের বিরুদ্ধে, সোভিয়েত মাইন্ডের, সরকার তো সরাসরিই কম্যিউনিস্ট! সেখানে জেন-জিদের উস্কে দেওয়া যায়নি। তবে মাদাচো নামে এক নারীকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে অতি সম্প্রতি। আর কিছু কি বলে দিতে হবে?
আজ বাংলাদেশ যদি আমেরিকা হতো, ভারতের ভেতর থেকে এভাবেই হয়তো প্যাসিস্টটাকে ধরে আনা যেত আবার হয়তো যেত না..
দেব দুলাল গুহ'র নিপুণ কথন

২|
০৪ ঠা জানুয়ারি, ২০২৬ রাত ৯:১৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: জোর যার মুল্লুক তার।
৩|
০৫ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১:১৬
রাজীব নুর বলেছেন: আমেরিকা মানবিক একটি দেশ।
যা করবে, বিশ্বের ভালোর জন্যই করবে।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪৪
সৈয়দ কুতুব বলেছেন: মাদুরো এতো পপুলার হলে ইলেকশন কারচুপি কেন করেছে ? আমেরিকার কাছে খবর আছে যে জাতীয় সংহতি নেই । সুযোগ কাজে লাগিয়েছে ।