নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধুই নিরাভ

আমি মহাকালের স্রোতে তাকে পেয়েছি, মহাকাল ধরে তাকে আগলে রাখব।

উজ্জ্বল কালো

জন্ম আমার সেইসব জায়গায় যেখানে এখনো মানুষ সূর্যস্নান শেষে ভাবে আমি নিষ্পাপ। এরপরও আমি তোমাদের মাঝে।

উজ্জ্বল কালো › বিস্তারিত পোস্টঃ

টেকনোলজিক্যাল ট্রিক্স

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৭

মজার কিছু টেকনোলজিক্যাল ট্রিক্স যা অবশ্যই কাজে দিবে

• ইউটিউব ভিডিও এমপিথ্রি আকারে ডাউনলোড করতে চাইলে www. এর পর listento যোগ করে দিলেই হবে।

• সফটওয়্যার ইনস্টল এর সময় সবসময় Custom Installation ব্যবহার করা ভালো। Default Installation অনেক সময় আজে বাজে টুলবার, সফটওয়্যার ইনস্টল করে ফেলে।

• উইন্ডোজ এ New Folder তৈরি করে একে রিনেম করুন নিম্নভাবে ‘Control Panel Shortcuts.{ed7ba470-8e54-465e-825c-99712043e01c}’ তাহলে এতে উইন্ডোজের সমস্ত কন্ট্রোল সেটিংস পাওয়া যাবে।

• কোন সফটওয়্যার এর ফ্রি ট্রায়াল এর সময় বাড়ানো যাবে যদি কম্পিউটারের তারিখ পিছনে নিয়ে যাওয়া হয়।

• Alt চেপে ধরে যেকোন google image ক্লিক করলে এটি কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে সেভ হয়ে যাবে।

• উইন্ডোজ এ size:gigantic লিখে সার্চ দিলে কম্পিউটারে থাকা ১২৮মেগাবাইট এর বেশি মেমোরির সমস্ত ফাইল দেখাবে।

• গুগল এ ‘do a barrel roll’ লিখে সার্চ দিলে পুরো পেইজ স্পিন করা শুরু করবে।

• Powerpoint Presentation কে “Powerpoint Show” হিসেবে সেভ করলে (.ppsx) ওপেন করা মাত্রই এটি slideshow শুরু করবে।

• Wikipedia তে “[মাস][বছর]” লিখে সার্চ দিলে ওই মাসের গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ জানিয়ে দিবে।

• মদ্যপান শরীরে তেজস্ক্রিয় বিষক্রিয়া হতে দেয়না, চেরনোবিল এর বিস্ফোরণে জীবিতরা সেসময় মদ্যপ ছিলো।

• ইউটিউব এড স্কিপ করতে চাইলে ইউআরএল এ ‘youtube’ চেঞ্জ করে ‘youtubeskip’ দিলেই হবে।

• Wikipedia এর en চেঞ্জ করে (www.en.wikipedia.org) ‘simple’ (www.simple.wikipedia.org) বসালে এটি জটিল ও অসামঞ্জ্যস তথ্য দেখাবে না।

• হেডফোন অথবা স্পিকার এর সাউন্ড চেক করার জন্য ভালো মিউজিক এটি। কারণ এতে সাউন্ডের উঁচু এবং নিচু স্বরের রেঞ্জটা অনেক বড়।

• কোন ইউটিউব ভিডিওকে GIF বানানোর জন্য www. এর পর gif যোগ করে দিতে হবে।

• Chrome এ ব্রাউজিং ডাটা ডিলিট করার জন্য ctrl + shift + del চাপলেই হবে।

অবশ্যই সংগৃহীত

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৩

রুদ্র পাঠক বলেছেন: কন্ট্রোল প্যানেলের টা একটু দেখবেন কি?.....

বাকিগুলোর জন্য ধন্যবাদ.।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৬

উজ্জ্বল কালো বলেছেন: ঠিক আছে তো ভাই। উদ্ধরণ চিহ্নের ভিতরের সব কপি করে নেন তাহলেই হবে।

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১১

মারুফ হায়দার নিপু বলেছেন: থ্যাংকস।

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

সুমন কর বলেছেন: কিছু ভালো ছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.