![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্ম আমার সেইসব জায়গায় যেখানে এখনো মানুষ সূর্যস্নান শেষে ভাবে আমি নিষ্পাপ। এরপরও আমি তোমাদের মাঝে।
মজার কিছু টেকনোলজিক্যাল ট্রিক্স যা অবশ্যই কাজে দিবে
• ইউটিউব ভিডিও এমপিথ্রি আকারে ডাউনলোড করতে চাইলে www. এর পর listento যোগ করে দিলেই হবে।
• সফটওয়্যার ইনস্টল এর সময় সবসময় Custom Installation ব্যবহার করা ভালো। Default Installation অনেক সময় আজে বাজে টুলবার, সফটওয়্যার ইনস্টল করে ফেলে।
• উইন্ডোজ এ New Folder তৈরি করে একে রিনেম করুন নিম্নভাবে ‘Control Panel Shortcuts.{ed7ba470-8e54-465e-825c-99712043e01c}’ তাহলে এতে উইন্ডোজের সমস্ত কন্ট্রোল সেটিংস পাওয়া যাবে।
• কোন সফটওয়্যার এর ফ্রি ট্রায়াল এর সময় বাড়ানো যাবে যদি কম্পিউটারের তারিখ পিছনে নিয়ে যাওয়া হয়।
• Alt চেপে ধরে যেকোন google image ক্লিক করলে এটি কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে সেভ হয়ে যাবে।
• উইন্ডোজ এ size:gigantic লিখে সার্চ দিলে কম্পিউটারে থাকা ১২৮মেগাবাইট এর বেশি মেমোরির সমস্ত ফাইল দেখাবে।
• গুগল এ ‘do a barrel roll’ লিখে সার্চ দিলে পুরো পেইজ স্পিন করা শুরু করবে।
• Powerpoint Presentation কে “Powerpoint Show” হিসেবে সেভ করলে (.ppsx) ওপেন করা মাত্রই এটি slideshow শুরু করবে।
• Wikipedia তে “[মাস][বছর]” লিখে সার্চ দিলে ওই মাসের গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ জানিয়ে দিবে।
• মদ্যপান শরীরে তেজস্ক্রিয় বিষক্রিয়া হতে দেয়না, চেরনোবিল এর বিস্ফোরণে জীবিতরা সেসময় মদ্যপ ছিলো।
• ইউটিউব এড স্কিপ করতে চাইলে ইউআরএল এ ‘youtube’ চেঞ্জ করে ‘youtubeskip’ দিলেই হবে।
• Wikipedia এর en চেঞ্জ করে (www.en.wikipedia.org) ‘simple’ (www.simple.wikipedia.org) বসালে এটি জটিল ও অসামঞ্জ্যস তথ্য দেখাবে না।
• হেডফোন অথবা স্পিকার এর সাউন্ড চেক করার জন্য ভালো মিউজিক এটি। কারণ এতে সাউন্ডের উঁচু এবং নিচু স্বরের রেঞ্জটা অনেক বড়।
• কোন ইউটিউব ভিডিওকে GIF বানানোর জন্য www. এর পর gif যোগ করে দিতে হবে।
• Chrome এ ব্রাউজিং ডাটা ডিলিট করার জন্য ctrl + shift + del চাপলেই হবে।
অবশ্যই সংগৃহীত
০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৬
উজ্জ্বল কালো বলেছেন: ঠিক আছে তো ভাই। উদ্ধরণ চিহ্নের ভিতরের সব কপি করে নেন তাহলেই হবে।
২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১১
মারুফ হায়দার নিপু বলেছেন: থ্যাংকস।
৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৪
সুমন কর বলেছেন: কিছু ভালো ছিল।
©somewhere in net ltd.
১|
০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৩
রুদ্র পাঠক বলেছেন: কন্ট্রোল প্যানেলের টা একটু দেখবেন কি?.....
বাকিগুলোর জন্য ধন্যবাদ.।