| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রুয়েটে চতুর্থ বর্ষের যন্ত্রকৌশল বিভাগের ছাত্র ।বাক্তিগতভাবে আমি মেকানিক্যাল ডিজাইন,এরোস্পেস,এরোডাইনামিক্স অফ রোড ভেহিকল,পাওয়ার প্লান্ট ডিজাইন নিয়ে কাজ করি ।কিন্তু কবিতা,ছোটগল্প,ভ্রমন,বন্যপ্রানি জগত এবং সুন্দরবন ভালোবাসি ।আমি আমার ভাললাগা নিয়ে এখনকার মত সব সময় কাজ করে যেতে চাই
ক্লাসে ঘুমানো আমাদের অভ্যাস কিন্তু কখনো কি আমরা ভেবে দেখি কেন আমরা ঘুমিয়ে পরি?অথচ এর জন্যে শিক্ষকদের কি পরিমান কথাগুলো আমাদের শুনতে হয়...
আসুন দেখি এর পেছনের কারণগুলো জেনে নেওয়া যাক...সাধারনত আমাদের মস্তিষ্ক প্রতি নয় বা দশ মিনিট পর পর ডাইভ দেয়...এটা অনেকটা নতুনত্তের চাহিদার মত যে কারনে শুরুর দিকে ইউটিউব এ পর্যন্ত ১০ মিনিট এর মধ্যে ভিডিও শেষ করতে বলা হতো
যদি কোন শিক্ষক প্রতি দশ মিনিট পর পর নতুন দিকে মোড় না ঘুরান তাহলে ছাত্রদের বিরক্তি আসে যেটা একেবারেইস্বাভাবিক..
.দুঃখজনক হলেও সত্যি আমাদের দেশের শিক্ষকরা সাইকোলজিকাল কোন জ্ঞান না রেখে একমুখী পাঠদান করতেই থাকেন আর ছাত্ররা বিরক্ত হতেই থাকে এবং এতে করে ছাত্র ও শিক্ষকদের মাঝে দূরত্ব বাড়তেই থাকে...ফলাফল হিসেবে ছাত্রদের মুখ থেকে কেবল গালিই জোটে ..
শিক্ষকদের উচিৎ যেমন ছাত্রদের মানসিকতা বোঝা তেমনি এই বেপারগুলো নজরে রেখে লেকচারে বৈচিত্র্য আনা
২|
২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৩৩
রায়হানুল এফ রাজ বলেছেন: ছাত্রদের সাইকোলজি নিয়ে চর্চা করার প্রথা এই দেশে কোথায়?
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৭
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: শিক্ষার্থীদের কথা সবচেয়ে কম ভাবাই আমাদের শিক্ষাব্যবস্থার মূলনীতি।