নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বহমান নদীর মতো বহিছে সময়, আজ কেন হায়! পড়ি দো-টানায়? যাযাবরের জীবনের কিসের সংশয়?

নির্বাক শাওন

পুরো নাম: মোঃ আশিকুর রহমান খুব প্রিয় এবং কাছের মানুষরা সবাই শাওন বলেই ডাকে

নির্বাক শাওন › বিস্তারিত পোস্টঃ

অনুগল্পঃ অসংজ্ঞায়িত

০৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

২০১৪ সালের নভেম্বর মাসের কোন অপুর্ব বিকেলে নটরডেম কলেজ ময়মনসিংহের রুম নাম্বার ২১৪ তে এই গল্পটার জন্ম। সেদিন বাংলা ২য় পত্র পরীক্ষা ছিল আমার। প্রতিবন্ধী দিবস উপলক্ষে একটা ছোটগল্প লিখতে বলা হয়েছিল। মনে আছে, এইগল্পটা লেখার সময় আমার চোখ দিয়ে অঝোর পানি ঝরেছিল। খাতা জমা দিয়ে বের হওয়ার সময় নন্দন স্যার জিজ্ঞেস করেছিলেন, "এই ছেলে, চোখে পানি কেন, এক্সাম ভালো হয় নি? পাস করবা তো?" একইরকম প্রশ্ন করেছিল বন্ধু পাভেল। আমি আমার জীবনে আর কখনো এক্সাম দিয়ে বা লিখে এতটা তৃপ্তি পাইনি যেটা সেদিন পেয়েছিলাম। জানি খুব ভালো ছিল না গল্পটা, সেই সময়টা আমি কখনো ভুলতে পারবো না।



চ্যানেল থেকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে। এবারের প্রতিবন্ধী দিবসে একটা ডকুমেন্টারি জমা দিতে হবে।
পরিচিত কয়েকজনের সাথে যোগাযোগ করে একটা প্রতিষ্ঠানের খোজ পেলাম যেটাতে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা হয়। তো, ক্যামেরাম্যানকে সাথে নিয়ে গেলাম সেখানে।
যে বড় ভাইয়ের কাছে খোজ পেয়ে এসেছিলাম তাকেও সাথে নিয়ে এসেছিলাম। ইনফ্যাক্ট, উনিই আমাদের নিয়ে এসেছিলেন।
যেখানে এসেছি, ভাই সেই প্রতিষ্ঠানটা সম্পর্কে একটা ধারণা দেয়ার চেষ্টা করলেন। তার কথা শুনতে শুনতে একটা আইডিয়া করে ফেললাম কিভাবে কাজ শুরু করব।

যথারীতি আমি আমার কাজ শুরু করে দিলাম। তখন কেবল সুচনা বক্তব্য শেষ করেছি, এমন সময় পেছন থেকে শার্টের কোণায় টান পড়ল। আমি ঘুরে তাকিয়ে দেখি অসম্ভব মায়াবি চেহারার একটা পিচ্চি মেয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি জানতে চাইলাম, কিছু বলবে?
সে নিশ্চুপ।
সেখানে কর্তব্যরত আখি নামের মেয়েটি এগিয়ে আসল। তার কাছ থেকে যেটা জানতে পারলাম সেটা অপ্রত্যাশিত ছিল। এই অসম্ভব সুন্দর মেয়েটি চাইলেই যে কোন কিছু আবদার করতে পারবে না। কথা'র মুখে কথা নেই যে!!!!



রিপোর্টার হওয়ার সুবাদে মানুষের দুঃখ কষ্ট দেখে অভ্যাস্ত। অভিজ্ঞ চোখে সহজেই পানি আসে না। সেদিন কি হয়েছিল জানিনা, আমি বাইরে হয়ে এসে শার্টের কোণা দিয়ে চোখের পানি মুছেছিলাম।
পাশের দোকান থেকে কিছু চকলেট কিনে নিয়ে সেখানে আবার গেলাম। কথা'কে কোলে নিয়ে বসে চকলেট দিলাম। পিচ্চিটা অসম্ভব খুশি হয়েছে। আমি আবার আমার চোখে পানির অস্তিত্ব টের পেলাম।


সেই ঘটনার পর ৪ বছর পার হয়ে গেছে। আমি আজও সেখানে যাই, প্রতি শুক্রবার। আমি কথা'র কাছে যাই; রাসেল, মিমি, সুমি, শামীম, সেলিম, মেহেদি, শারমিনদের কাছে যাই। আমি এই বাচ্চাদের সাথে আনন্দ করতে যাই। তারপর, চোখে অশ্রু নিয়ে বাসায় ফিরি। আমি কাঁদতে ভালবাসি।
আমি ওদের জন্য কাঁদতে ভালবাসি।
কেন কাঁদি?
কারনটাঃ........................

৥৥অসংজ্ঞায়িত
১৮ নভেম্বর, ২০১৪।

মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

স্রাঞ্জি সে বলেছেন: প্রীশু।

আপনার রক্তে সম্পর্কীয় কেউ প্রতিবন্ধী, নিশ্চিত।

আমার মামাতো ভাই একটা আছে। তাকে দেখলেই মন কেমন হয়ে উঠে।

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫০

নির্বাক শাওন বলেছেন: দেরী করে প্রতিউত্তর দেবার জন্য অত্যন্ত দুঃখিত।
না, আমার রক্তের সম্পর্কের কেউ এমন নেই। তবে খুব কাছের এক পরিবারকে দেখে শিখেছি তাদের প্রতি আমাদের মনোভাব কেমন হওয়া উচিত। সত্য বলতে নিজ পরিবারে এমন কেউ না থাকলে কেউ বুঝতেও শিখেনা।
আপনার মামাতো ভাইয়ের জন্য শুভকামনা রইল। সে যেন তার প্রাপ্য মর্যাদাটুকু নিয়ে বেড়ে উঠতে পারে সে কামনাই করি।

২| ০৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

সত্যপথিক শাইয়্যান বলেছেন: :| :(

দুঃখ পেলাম খুব।

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫৩

নির্বাক শাওন বলেছেন: দেরী করে প্রতিউত্তর দেবার জন্য অত্যন্ত দুঃখিত।
আপনার মনে দুঃখ দেবার জন্য আমি ক্ষমাপ্রার্থী। পড়া ও মন্তব্যের জন্য কৃতজ্ঞতা।

৩| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: খুবই কষ্ট লাগে তাদের দেখলে...

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫৪

নির্বাক শাওন বলেছেন: তাদের জীবনটাই তো কষ্টের।
দেরী করে প্রতিউত্তর দেবার জন্য অত্যন্ত দুঃখিত।

৪| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫৬

রাজীব নুর বলেছেন: প্রথম লাইনটাই বুঝতে পারছি না।

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫৫

নির্বাক শাওন বলেছেন: সে আমার অপারগতা।

৫| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রতিবন্ধীদের সাথে আমাদের আচরণ সবসময় আন্তরিক ও মানবিক হতে হবে। আমার দুজন কলিগের ছেলেমেয়েরা প্রতিবন্ধী। তাঁদের কষ্টের কথা শুনলে মন স্থির রাখতে পারি না। আল্লাহ যেন সবাইকে এই কষ্ট থেকে মুক্তি দেন।

গল্প ভালো হয়েছে।

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০১

নির্বাক শাওন বলেছেন: আপনার মন্তব্য পেয়ে অনেক ভাল লাগছে।
হ্যা, আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের সময় এসেছে। আজও তাদের প্রতি অবহেলা চোখে পড়ার মত। এটা মানতে পারি না।
গল্প ভাল লেগেছে জেনে আনন্দিত।
দেরী করে প্রতিউত্তর দেবার জন্য দুঃখ প্রকাশ করছি।

৬| ০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৫

শামছুল ইসলাম বলেছেন: হৃদয় ছোঁয়া সত্যিকার গল্প ।

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩৩

নির্বাক শাওন বলেছেন: গল্প হৃদয় ছুয়েছে জেনে আনন্দিত। পড়ে মন্তব্য করেছেন এর জন্য কৃতজ্ঞতা।
দেরী করে প্রতিউত্তর দেবার জন্য অত্যন্ত দুঃখিত।

৭| ১১ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৪১

আহমেদ জী এস বলেছেন: নির্বাক শাওন ,





এটাকে কি "গল্প" বলা যাবে ?

তবে আপনার নরম একটি মনের দেখা মিললো যেখানে কথা, রাসেল , মিমি, সুমি, শামীমদের জন্যে কিছু কান্না জমা করা আছে ।

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩৫

নির্বাক শাওন বলেছেন: আসলে কি বলা যাবে তা আমি নিজেও জানি না। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

৮| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১৭

শাহারিয়ার ইমন বলেছেন: প্রতিবন্ধীদের দেখলে আসলে কষ্ট হয় সবসময় । কিন্তু অনুশোচনা বা দু;খবোধ হয়না ,কারন তারা লড়াই করে পৃথিবীতে বাঁচে ।
আচ্ছা ,আপনার বাড়ি কি ময়মনসিংহ ,শাওন ভাই ?

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২৬

নির্বাক শাওন বলেছেন: হ্যা, তারাই প্রকৃত সৈনিক।
আমার বাড়ি ময়মনসিংহে না, টাঙ্গাইলে। তবে পড়াশোনার সুত্রে ময়মনসিংহে থাকা। মনে হচ্ছে এদিকটা আপনার পরিচিত। আসলেই কি?

৯| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২৯

শাহারিয়ার ইমন বলেছেন: আমি তিন বছর ধরে আছি ময়মনসিংহ ,একই উদ্দেশ্যে

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৪

নির্বাক শাওন বলেছেন: বাহ, তাহলে আমরা আমরাইতো...

১০| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৪১

শাহারিয়ার ইমন বলেছেন: আপনি কই আছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.