নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি যুক্তির পদাঘাতে মুক্তিপ্রাপ্ত নির্বাসিত কেউ , তাই না বলা কিছু কথা অব্যক্তই রয়ে যায় , অব্যক্তই রয়ে যাবে..

নির্বাসিত_নির্বাক

নির্বাসিত_নির্বাক › বিস্তারিত পোস্টঃ

প্লাসিবো পদ্ধতি ও আত্ববিশ্বাস

০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৭

"প্লাসিবো" পদ্ধতি সম্পর্কে ধারণা আছে? না থাকলে একটু সংক্ষেপে বলি...
এক লোক গেছেন ডাক্তার এর কাছে যে তার হাটুতে ব্যাথা। কিন্তু ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন তার হাটুতে কোন সমস্যাই নাই। কিন্তু লোকটার মনে তীব্র বিশ্বাস একদিন তিনি সাইকেল থেকে পরে গেছিলেন তাতেই হয়তো তার হাটুতে ইনজুরি হয়েছে। ডাক্তার সাহেব ঘটনা শুনে রোগীকে বললেন আপনার একটা ছোট অপারেশন করাতে হবে...
নির্ধারিত দিনে রোগীকে অপারেশন রুমে নেয়া হলো... অ্যানেশথেশিয়া করা হলো... তার হাটুতে কাটা-ছেড়া করা হলো... সেলাই দিয়ে ডাক্তার হাসি মুখে বললেন আর কোন সমস্যা নাই... এরপর ঐ লোক আর কোনদিন তার হাটুতে ব্যাথা অনুভব করলেন না।

আসলে ডাক্তার কিছুই করেন নি।। শুধু রোগীর বিশ্বাসকে নাড়া দিয়ে তার আত্ববিশ্বাস বাড়িয়ে দিয়েছেন যে তার কিছুই হয়নি... ( তবে সত্যি সত্যি অসুস্থ কারও উপর এটা যেন অ্যাপ্লাই করেন না আবার, এই প্রক্রিয়া শুধু তাদের জন্য যাদের অন্ধ বিশ্বাসের ফলে কিছু ডিজঅর্ডার দেখা দেয় তাদের জন্য )

এই প্রক্রিয়াটার নামই হলো প্লাসিবো পদ্ধতি।

আসলেই আত্ববিশ্বাস হলো এমন একটা বিষয় যেটার অভাবে আপনি জিতে যাওয়া যুদ্ধও হেরে যেতে পারেন, আবার কোন মূমুর্ষূ রোগীকেও যদি ডাক্তার হাসি মুখে বলেন "আরে কিচ্ছু হয় নি আপনার, সব ঠিক হয়ে যাবে" তাহলে ঐ মূমুর্ষু ব্যক্তিও বেঁচে থাকার আলো দেখতে পাবে...

এমআইটির প্রফেসর ড্যান আরিয়েলি সখ করে এই বিষয়ে একটি পরীক্ষা চালান... তিনি একটি কফির বিজ্ঞাপন প্রচার করেন যে এই কফি বিশেষ প্রক্রিয়ায় তৈরি যা মানুষের বুদ্ধিমত্তা বাড়িয়ে দেয়। এরপর তিনি কিছু ছাত্রকে এই কফি পান করান... এবং কিছু শিক্ষার্থীকে কতগুলো ধাধা সমাধান করতে দেন... তিনি অবাক হয়ে লক্ষ্য করেন যে যারা কফি পান করেছিলো তারা ২৮% বেশি ভালো করেছে...
আসলে বিজ্ঞাপনই তাদের বুদ্ধিমত্তা ( আত্ববিশ্বাস ) বাড়িয়ে!!!! দিয়েছিলো... সবই প্লাসিবোর ইফেক্ট...

আমাদের দেশের কিছু নামমাত্র প্রতিষ্ঠান এই পদ্ধতিতে ( সর্ব রোগের চিকিতসা করে ) বেশ টাকা পয়সা কামিয়ে যাচ্ছে... সেটা টিভিতে তাদের বিজ্ঞাপন দেখলেই বুঝা যায়...

যাইহোক সেটা আমাদের মাথা ব্যাথা হবার কথা নয়...

তবে ওভারকনফিডেন্ট লোকের সংখ্যাও কম নয়। আমার মতে ওভারকনফিডেন্ট হলো তারা যারা কাজ না করে ফলের আশা করে...
আর প্রকৃত আত্ববিশ্বাসী হলো সে, যে নিজের সামর্থের উপর বিশ্বাস রেখে কাজ করে যায়...

"Optimism is the faith that leads to achievement. Nothing can be done without hope and confidence."
--Helen Keller

So lets believe "We can do it and continue to work... surely today or tomorrow we will do it..."

মন্তব্য ২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১২

রুদ্র জাহেদ বলেছেন: পড়ে ভালো লাগল

১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০২

নির্বাসিত_নির্বাক বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.