নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি যুক্তির পদাঘাতে মুক্তিপ্রাপ্ত নির্বাসিত কেউ , তাই না বলা কিছু কথা অব্যক্তই রয়ে যায় , অব্যক্তই রয়ে যাবে..

নির্বাসিত_নির্বাক

নির্বাসিত_নির্বাক › বিস্তারিত পোস্টঃ

প্যারাডক্স নিয়ে যতো প্যারা

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১১

নামটা শুনেই যেমন প্যারা মনে হয়, আসলে কিন্তু ব্যাপারটা ততটা তিতা নয়, বরং কিছু মজার জিনিস।
প্যারাডক্স অর্থ হল, এমন কিছু সত্য বা মিথ্যা ঘটনা যা আপাত দৃষ্টিতে একই সাথে সত্য এবং মিথ্যা বলে মনে হয়।
'পারস্পরিক সম্পর্কযুক্ত অথচ বিপরীতধর্মী কোন ব্যাপার' বুঝতে আসলে "প্যারাডক্স" শব্দটা ব্যবহার করা হয়। কোন থিওরি, বক্তব্য ইত্যাদির ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ দুইটা ব্যাপার যখন পরস্পরকে নাকচ করে দেয় সেটাই প্যারাডক্স।
A paradox is a statement that apparently contradicts itself and
yet might be true (or wrong at the same time)
[src: প্যারাডক্স-উইকিপিডিয়া

চলুন কিছু উদাহরণ আপনাদের ব্যাখ্যা করে দেখাই...

১। হ্যা-না প্যারাডক্সঃ ধরুন ,আপনাকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে হ্যা অথবা না দিয়ে। এবং প্রশ্নটা হলঃ " আপনি কি এই প্রশ্নের উত্তরটা না দিয়ে দিবেন? "
এখন আপনি যদি উত্তর দিতে চান 'হ্যা' তাহলে কি দাড়ালো...আপনার উত্তর দেয়ার কথা ছিলো 'না ' দিয়ে , আপনি কিন্তু হ্যা দিয়ে উত্তর দিয়েছেন।আবার আপনি যদি 'না' দিয়ে উত্তর দিন , তো তখনও কিন্তু ঝামেলা হচ্ছে, কারণ আপনি বলতে চেয়েছেন যে আপনি না দিয়ে উত্তর দিবেন না, কিন্তু আসলেই আপনি না দিয়েই উত্তর দিয়েছেন।

কি কনফিউজড...? আচ্ছা পরের টা দেখা যাক...

২। নগররক্ষী ও আগন্তুক প্যারাডক্সঃ একটা শহরে এক অদ্ভুত আইন আছে!! সেখানে কেউ এলেই নগররক্ষী জানতে চায়, কেন সে শহরে এসেছে? জবাব ভুল হলে আর রেহাই নেই। সঙ্গে সঙ্গে ফাঁসি। একবার এক
আগন্তুক এলেন ওই শহরে। যথারীতি তার এখানে আসার কারণ জানতে চাইলেন নগররক্ষী। আগন্তুক জবাব দিলেন তিনি ফাঁসিতে ঝুলতে এসেছেন। মহা সমস্যায় পড়ে গেলেন নগররক্ষী
যদি ফাঁসিতে ঝোলানো হয়, তাহলে আগন্তুকের কথাই সত্যি হয়ে গেল। কিন্তু সত্যি কথা বললে কেউ ফাঁসিতে ঝুলতে পারে না। আবার যদি আগন্তুককে ফাঁসিতে ঝোলানো না হয়, তাহলে নগরের নিয়ম ভঙ্গ হয় আর লোকটার জবাবও মিথ্যা হয়ে যায়।


৩। সক্রেটিসের প্যারাডক্সঃ সক্রেটিস বলেছিলেন , "আমি কিছু জানি না" এটাও একটা প্যারাডক্স। কেউ যদি কখনো বলে আমি কিছুই জানি না, সেটাও কিন্তু একটা প্যারাডক্স। কারণ সে যে কিছু জানে না, সেটাও তো একটা জানা। প্যারাডক্সের এটাই সবচেয়ে বড় উদাহরণ।প্যারাডক্স মানে পরস্পরবিরোধী বক্তব্য।

৪। সত্যবাদী-মিথ্যাবাদী প্যারাডক্সঃ কেউ যদি বলে, " আমি আমার জীবনে কোনদিন সত্যি কথা বলি নাই " এটাও প্যারাডক্স। কারণ, যদি সে সত্য না বলে তাহলে তার এই কথাটাও মিথ্যা। আবার এই কথাটা মিথ্যা হলে সে সত্যবাদী... আবার মিথ্যাবাদী...সত্যবাদী...মিথ্যাবাদী...গোলমাল...

৫। নাপিতের প্যারাডক্সঃ "এক গ্রামে একজন নাপিত ছিল। সে ঐ গ্রামের মধ্যে যারা নিজেদের দাড়ি কাটতে পারত না, শুধু তাদের দাড়ি কাটত। কিন্তু তার নিজের দাড়িও সবসময় কামানো থাকত, কিভাবে?" এখানে।। সমস্যা হল, নাপিত যদি নিজের দাড়ি নিজে কাটে তাহলে , এই প্রপোজিশন অনুযায়ী...সে দাড়ি কাটতে পারে না... আবার যদি সে দাড়ি কাটতে না পারে্‌, তাহলেই কেবল নিজের দাড়ি কাটতে পারবে... কনফিউজিং...


৬। " সাপ ও লেজ প্যারাডক্সঃ একটা সাপ যদি নিজেকে লেজের দিক থেকে খাইতে শুরু করে তাহলে কী হবে ?" এটার ব্যাখ্যা পাঠকের উপর ছেড়ে দিলাম... চিন্তা করুন...

৭। সত্য-মিথ্যা প্যারাডক্সঃ ধরুন একটি কার্ডের দুই দিকে নিচের বাক্য দুইটি লেখা আছেঃ
একদিকেঃ অপরদিকের বাক্যটি সত্য
অপরদিকেঃ অপরদিকের বাক্যটি মিথ্যা।
এটাও কিন্তু প্যারাডক্স। কারণ দুইটি বাক্যই কনফ্লিক্টিং...

৮। "কি ঘটবে যদি কোন অপ্রতিরোধ্য বস্তু একটি অনড় বস্তুকে আঘাত করে?"
.....আরকটু সরসভাবে যদি চিন্তা করি "অ্যাভেন্জার" ফিল্মের থর তার হাতুড়ি (অপ্রতিরোধ্য শক্তি) দিয়ে ক্যাপ্টেন অ্যামেরিকার ঢালে ( অনড় বস্তু) আঘাত করে তাহলে কি ঘটবে। যদি ঢাল অনড় হয় তাহলে থরের হাতুড়ি অপ্রতিরোধ্য হতে পারে না, আবার হাতুরি অপ্রতিরোধ্য হলে ঢাল অনড় হতে পারবেনা।

৯। রেস্টুরেন্ট প্যারাডক্সঃ কেউ যদি বলে " ওই রেস্টুরেন্টে কেউ যায় না, কারণ ওটাতে সবসময় ভিড় থাকে" এটাও কিন্তু একটা প্যারাডক্স। কারণ কেউ না গেলে ভিড় হয় কিভাবে? আবার ভিড় না থাকলে সবাই সেখানে যাবে, সবাই গেলে ভিড় হবে...ভিড় হলে কেউ যাবে না...যাবে ...যাবে না...আবার যাবে...

১০। এনভেলপ প্যারাডক্সঃ মনে করুন, আপনাকে দুটি খাম দেয়া হল। এর একটিতে যে পরিমাণ টাকা আছে অন্যটিতে তার দ্বিগুন পরিমাণ টাকা আছে। আপনাকে যে কোন একটি খাম খুলে দেখার কথা বলা হলো। আপনি একটি খাম খুলে দেখলেন যে ওটাতে ১০০ টাকা আছে। এখন আমার প্রশ্ন হল আপনি কি ওই খামটি নেবেন নাকি অন্যটা নেবেন?

আমি ধরে নিলাম আপনি সম্ভাব্যতা সম্পর্কে জানেন না কিছু। সেইক্ষেত্রে অন্য খামটিতে কি পরিমাণ টাকা আছে আপনার সেটা সম্পর্কে কোন ধারণা নেই। হতে পারে সেটা ৫০ হতে পারে সেটা ২০০। সেইক্ষেত্রে আপনি যে কোনটা পছন্দ করতে পারেন।

এইবার ধরে নেয়া যাক সম্ভাব্যতা সম্পর্কে আপনার যথেষ্ট পরিমাণ জানা আছে(অথবা সামান্য হলেও জানেন)। আপনি ভেবে দেখলেন অন্য খামটিতে ৫০ টাকাও থাকতে পারে ২০০ টাকাও থাকতে পারে। দুটো থাকার সম্ভাবনাই সমান, ০.৫, তাহলে অন্য খামটি থেকে আপনি যে পরিমাণ টাকা আশা করতে পারেন তা হল -

০.৫*৫০ + ০.৫*২০০ = ১২৫
বাহ! এতো ১০০ টাকার চেয়ে বেশি, জলদি জলদি খামটা বদলে নেয়াই বুদ্ধিমানের কাজ হবে!!!!
কিন্তু ঘাপলা তো একটা রয়েই গেলো। বুদ্ধি খাটালে দেখা যাবে অন্য খামটির কোন বিশেষত্ব নেই আসলে। ধরা যাক, কোন একটা খামে A পরিমাণ টাকা আছে তাহলে একই যুক্তিতে অন্য খামটিতে আশা করা টাকার পরিমাণ হবে-
০.৫*(A/২) + ০.৫*(A*২) = ১.২৫

এইটা A এর চেয়ে বড়। তার মানে আপনি যখনই কোন খাম নেবেন, কোন এক অদৃশ্য শক্তির প্রভাবে অন্য খামে আশা করা টাকার পরিমাণ বেশি হয়ে যাবে।
এ তো বিরাট হ্যাপা!!!
সাধারন মানুষ সম্ভাব্যতা না জেনে ভাল সিদ্ধান্ত নেবে আর গণিত বিশারদেরা আজীবন "এই খাম না ওই খাম" করতে থাকবে!!!
আপনি হলে কি করতেন????

১১। যদি কেউ বলেঃ "সাঁতার না শিখে তোমার জলের কাছাকাছি যাওয়া উচিত না" এইটা মজার একটা প্যারাডক্স। সাতার না শিখে জলের কাছে যাওয়া যাবে না, আবার জলে না গেলে সাঁতার শেখা যাবে না...

১২। মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম যারা ব্যবহার করেন তারা ইতোমধ্যে এই প্যারাডক্স খেয়াল করেছেনঃ
keyboard not found
press any key to continue

১৩। "প্রত্যেক নিয়মের একটা ব্যতিক্রম নিয়ম আছে" যদি এই কথাটা সত্য হয় তাহলে এই নিয়মের ও ব্যতিক্রম থাকবে...অর্থাত সব নিয়মের ব্যতিক্রম থাকবে না। তাহলে কি দাড়ালোঃ প্রত্যেক নিয়মের ব্যতিক্রম আছে, আবার সব নিয়মের ব্যতিক্রম নাই...কনফ্লিক্টিং...

শেষের দুইটা প্যারাডক্স আপনাদের চিন্তা করার জন্য ব্যাখ্যা ছাড়াই দিলামঃ

১৪। কি ঘটবে? "যদি আপনার কার আলোর গতিতে চলে,আর আপনি অন্ধকারে কার এর হেডলাইট জালিয়ে কার চালান"

১৫। ধরুন , একটা কুমির একটা ছোট বাচ্চাকে ধরে নিয়ে গেছে। কুমির বাচ্চাটাকে ফেরত দিবে, যদি আপনি বলতে পারেন যে কুমির বাচ্চাটাকে ফেরত দিবে কি দিবে না? আপনি বাচ্চাটাকে ফেরত পাবার জন্য কি উত্তর দিবেন?

এখন কেউ প্রশ্ন করতে পারে, প্যারাডক্স যদি কনফ্লিক্টিং ব্যাপারই হয় , তাহলে এগুলো ব্যবহার করার দরকার কি? আসলে কিছু বিভ্রান্তি মুলক সিচুয়েশন দূর করার জন্য এই প্যারাডক্স (বিভ্রান্তি) ব্যবহার করা হয়..
অথবা কোন একটা ব্যাপারএর সারমর্ম এক কথায় তুলে ধরার জন্য অনেক লেখক প্যারাডক্সিয়াল স্টেটমেন্ট ব্যবহার করেন। প্যারাডক্স এর ভিতরে প্যারাডক্স...

বিঃদ্রঃ উপরের বেশিরভাগ প্যারাডক্সগুলোই বিভিন্ন সোর্স থেকে সংগৃহিত , দুই-তিনটা আমার মস্তিস্ক প্রসুত। আমি শুধু একটু ব্যাখ্যা করার চেষ্টা করলাম।
আপনার জানা কোন প্যারাডক্স কমেন্ট করে সবার সাথে শেয়ার করতে পারেন।

মন্তব্য ৩৭ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৯

আরণ্যক রাখাল বলেছেন: ইন্টারেস্টিং| প্যারডক্স আসলেই প্যারাময়| প্যারাময় কিন্তু মজার| এইটাও প্যারাডক্স মনে হচ্ছে

২| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০১

আরণ্যক রাখাল বলেছেন: ১৪ টার মধ্যে ১৪টাই মজার হয়েছে| এ প্লাস দেয়ার উপায় নাই তাই দিলাম না

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৭

নির্বাসিত_নির্বাক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আরণ্যক ভাই। ;)

৩| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৩

উল্টা দূরবীন বলেছেন: একই সাথে মজা পেলাম এবং কনফিউজও হলাম। আচ্ছা, সাপ যদি নিজেরে খাইতে শুরু করে লেজের দিক থেইকা তাইলে কি হবে ভায়া?

সুন্দর লেখার জন্য ধন্যবাদ এবং আমার ব্লগে আমন্ত্রণ।

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৩

নির্বাসিত_নির্বাক বলেছেন: "সাপ যদি লেজের দিক থেকে খাইতে থাকে তাহলে একসময় তার মুখটাও খেয়ে ফেলবে!!" কিন্তু মুখ কে মুখ দিয়ে খাবে কি করে? এই জন্যেই এটা প্যারাডক্স।

মজা পাওয়ার জন্য ধন্যবাদ। অবশ্যই ঘুরে আসবো আপনার ব্লগ থেকে। ভালো থাকবেন। ;)

৪| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩১

তুষার কাব্য বলেছেন: আসলেই প্যারা :D

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৯

নির্বাসিত_নির্বাক বলেছেন: হুম প্যারাময়.। ;) প্যারা নেয়ার জন্য ধন্যবাদ।

৫| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৫

shiponblog বলেছেন: কবি গুরু কহিলেন কবিরা মিথ্যা কথা কহেন।
জৈনক বিখ্যাত ব্যক্তি বলিলেন,সকল উকতিই মিথ্যা।
হ্যা না দিয়ে উওর দিলে প্যারাডক্স হবে।
আপনি কি কখনো চুরি করে ধরা খেয়েছ?
আপনার গুল্ো অনেক ভালো হয়েছে।

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২১

নির্বাসিত_নির্বাক বলেছেন: বাড়তি কয়েকটা প্যারা ধুক্কু প্যারাডক্স দেয়ার জন্য ধন্যবাদ। সেই সাথে প্যারা নেয়ার জন্যও ধন্যযোগ। ;)

৬| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৬

দরবেশমুসাফির বলেছেন: সক্রেটিস বলেছিলেন , "আমি কিছু জানি না" এটাও একটা প্যারাডক্স। কেউ যদি কখনো বলে আমি কিছুই জানি না, সেটাও কিন্তু একটা প্যারাডক্স। কারণ সে যে কিছু জানে না, সেটাও তো একটা জানা। প্যারাডক্সের এটাই সবচেয়ে বড় উদাহরণ।প্যারাডক্স মানে পরস্পরবিরোধী বক্তব্য।


দুঃখজনকভাবে আপনি সক্রেটিসের কথা বুঝেন নি। সক্রেটিস কিন্তু বলেন নাই যে "আমি কিছু জানি না"। তিনি বলেছেন যে

আমি এটা জানি যে "আমি কিছু জানি না"। তাই আমার মতে এটাকে প্যারাডক্স বলা যায় না।

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৪

নির্বাসিত_নির্বাক বলেছেন: আপনার কথা অনুযায়ীঃ তিনি বলেছেন যে আমি এটা জানি যে "আমি কিছু জানি না"। , তাহলে তিনি জানেন যে তিনি কিছু জানেন না। মানে টা কি দাড়া্লো.।.।.।.। তিনি যদি কিছুই জানেন না, তাহলে তিনি এটাও জানবেন না যে "তিনি কিছু জানেন না"। সুতরাং এটা একটা প্যারাডক্স। এইখানে একটু ঢু মারতে পারেনঃ Click This Link

বাই দ্য ওয়ে, পড়ার জন্য ধন্যবাদ।

৭| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩৯

শাহাদাত হোসেন বলেছেন: মজার তো । গাড়ির টা একটু ক্লিয়ার করেন ।পোষ্টে প্লাস

১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৪

নির্বাসিত_নির্বাক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। গাড়ির ব্যাপারটা হলো যে, আপনি যদি আলোর বেগে গাড়ি চালান ( যদিও এটা সম্ভব নয় ) তাহলে আপনার সামনের যেকোন বিন্দু থেকে আলো আপনার চোখে আসার আগেই আপনি ঐ বিন্দুকে অতিক্রম করে যাবেন।

বিস্তারিত এইখানে দেখতে পারেনঃ Click This Link

৮| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৬

সুমন কর বলেছেন: প্রতিটিই চমৎকার।

প্যারাডক্স মানে পরস্পরবিরোধী বক্তব্য।

১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০০

নির্বাসিত_নির্বাক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুমন ভাই। ;)

৯| ১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৫

কেউ নেই বলে নয় বলেছেন: খুব সুন্দর করে তুলে ধরেছেন। ডিসক্রিট ম্যাথ করতে গিয়ে অনেক প্যারাডক্সও চলে আসে। তখন লজিক্যালি প্রমান করতে হয় যে সেটা আসলে প্যারাডক্স, কোন সমাধান নাই। মজার ব্যাপার।

পোস্ট ভালোলাগা রইলো। :)

১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১০

নির্বাসিত_নির্বাক বলেছেন: ভাইজানে কি সিএসই ব্যাকগ্রাউন্ড এর নাকি? আমিও কিন্তু ১-১ এ ডিসক্রিট ম্যাথেই প্রথম একটা প্যারাডক্স পড়েছিলাম। সেটা ছিলো এইরকমঃ "যদি একজন বলে যে , আমি মিথ্যাবাদী। তাহলে সে আসলে মিথ্যাবাদী নাকি সত্যবাদী??"
পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ;)

১০| ১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১২

টরপিড বলেছেন: বাহ, মজা পাইলাম।
এরকম একটা প্যারাডক্স আমার ছোটবেলা থেকেই মাথায় ঘুরত। ক্লাস সেভেনে থাকতে এক স্যারকে জিজ্ঞেস করে ঝারি খাইছিলাম। 'সৎ সঙ্গে স্বর্গবাস, অসত সঙ্গে সর্বনাশ' সৎ কে নিষেধ করা হইছে সর্বনাশের আশংকায়, আবার অসতকে বলা হইছে সত-এর সাথে থাকার জন্য। তাইলে কেমনে কী?!

১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৪

নির্বাসিত_নির্বাক বলেছেন: 'সৎ সঙ্গে স্বর্গবাস, অসত সঙ্গে সর্বনাশ' বাহ! আপনি তো ভাই ছোট্টবেলা থেইক্কাই ম্যাল্লা জিনিয়াস আছিলেন.। নতুন একটা প্যারা ধুক্কু প্যারাডক্স শিখাইলেন, এর লাইজ্ঞা আপনারেও প্যারাময় ধন্যবাদ.। অনেক অনেক ভালো থাকবেন.। ;)

১১| ১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৩

ঝড়-বৃষ্টি বলেছেন: প্যারাডক্স জিনিসটা ছোটবেলা থেকেই আমাকে ভাবায়।

খুব ভালো লাগলো লেখাটা। :)

১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৫

নির্বাসিত_নির্বাক বলেছেন: ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগা বেড়ে গেলো। অনেক অনেক ধন্যবাদ। ;)

১২| ১১ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৪

হাসান মাহবুব বলেছেন: কনফ্লিক্ট এবং ধাঁধার এক অদ্ভুত সুন্দর জগৎ।

১১ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১০

নির্বাসিত_নির্বাক বলেছেন: ধন্যবাদ।

১৩| ১১ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১১

কেউ নেই বলে নয় বলেছেন: হ্যা, সিএসইর ছিলাম। আপনার কোলন আর সেমিকোলনে ঘাপলা হইতেছে মনে হয়। ইমো দিতে যাইয়া কোলনের জায়গায় সেমিকোলন চাপতাছেন মনে হয়। তাই এক চোখে চাপ পরতেছে। এমনে ;)

১১ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪২

নির্বাসিত_নির্বাক বলেছেন: যাক সমগোত্রীয় একজনের দেখা পাইলাম। আসলে ; চাপতেই তো বেশি অভ্যস্ত হা হা হা .।।। তাই খেয়াল করি নাই যে সেমিকোলন নাকি কোলন চাপতেছি.।। :) এইবার মনে হয় ঠিক আছে??

১৪| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৮

দীপংকর চন্দ বলেছেন: অনেক ভালো লাগলো। অনেক।

প্রিয়তে।

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। সবসময়।

১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৩

নির্বাসিত_নির্বাক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ দাদা। আপনিও অনেক ভালো থাকবেন। :)

১৫| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৩

সুলতানা রহমান বলেছেন: বের কয়েকটা পড়ে শব্দ করে হেসে ফেলেছিলাম। পোস্ট এ ভাল লাগা।

১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১০

নির্বাসিত_নির্বাক বলেছেন: ভালো লাগার কথা শুনে ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ। :)

১৬| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৪

আমি তুমি আমরা বলেছেন: ১২ তম ভাললাগা, ফেসবুক শেয়ার, সাথে প্রিয়তে :)

১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৭

নির্বাসিত_নির্বাক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ "আমি তুমি আমরা" - আমরা আমরাই তো.। :)

১৭| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৭

মুদ্‌দাকির বলেছেন: অত্যন্ত সরল বিধঘুটে উপস্থাপন

১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪২

নির্বাসিত_নির্বাক বলেছেন: হা হা হা , ধন্যবাদ। :)

১৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৪

গেম চেঞ্জার বলেছেন: আমিও সিএসই থেইকা আসছি ভাইজান।
চখাম একখান পোস্টু দিছেন! খেয়াল করি নাই। তবে প্যারাডক্সের প্যারায় আমিও নিজেরে জড়াইতাম আগে। যেমন-

- জিরোর মান আছে অথচ এটি শুন্য।
- কোনকিছু ঘটার পেছনে অবশ্যই কারণ থাকে, অতএব ইশ্বর আছেন, অথচ ইশ্বরের কোন অস্তিত্ব নেই।


চিন্তা করতে থাকেন। ;) ;)

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১২

নির্বাসিত_নির্বাক বলেছেন: ভাল্লাগলো শুইনা। চিন্তা করতেছি.। :)

১৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৪

লিও কোড়াইয়া বলেছেন: মাঝখানে আমি উইকিপিডিয়াতে পড়ছিলাম প্যারাডক্স বিষয়টা। আপনার পোস্ট পরে অনেক উপকার হলো। ধন্যবাদ।

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৮

নির্বাসিত_নির্বাক বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ মতামতের জন্য। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.