নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গতিই জীবন, গতির দৈন্যতায় মৃত্যু

বাঙ্গাল তালুকদার সাহেব

অতি সাধারণ হমোসেপিয়েন্স

বাঙ্গাল তালুকদার সাহেব › বিস্তারিত পোস্টঃ

ক্রিকেটে পিষ্ট বাংলাদেশ!

২২ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৫



নাম না জানা এক জায়গার গল্প এটা। সেখানকার তরুনরা অনেক ভাল ক্রিকেট খেলতো। তাদের নিয়ে সবাই গর্ব করতো।

সেখানে আরো একজন মানুষ ছিলেন যার কাজ ছিল ওখানকার মানুষদের কে কষ্ট দিয়ে নিজের খারাপ কাজগুলো করে যাওয়া।

এইতো সেদিন তার সাঙ্গো পাঙ্গোরা বলছিল " ওস্তাদ পোলাপান এখনার নেশা করে না সারাদিন ক্রিকেট নিয়াই পইড়া থাকে। ব্যবসায় তো লালবাত্তি জ্বলবো।

হেসে হাসিন মিয়া বলেন, " শোন ক্রিকেটও একটা নেশা পোলাপান একটা নেশায় থাকলেই হইলো। কারন পোলাপান নেশায় থাকলে আমরা যেকোন কামই সহজে কইরা পাড় পাইয়া যামু।"

এই দেখ তোমরা ঐদিন জলিলের মাইয়া আর তাগো বান্ধবীদের যেমনে টানা-হেঁচড়া করছো। এলাকার মানুষ তো খুব ক্ষেইপা গেল, সবাই মানব বন্ধন করতে চাইলো। আমি তখন কি করলাম কও। মানব বন্ধনের দিন আমাগো এলাকায় একটা টুর্নামেন্ট আয়োযন করলাম আর ঐদিনই দিলাম আমাগো খেলা। ব্যাস আর মানববন্ধনে লোক নাই। জলিলের এক পোলা মাঠে খেলে আর অন্য পোলা দর্শক হইয়া চিল্লাই আর এলাকাবাসী তোমাগো কথা মনেই রাখলো না। হাহাহাহাহা

এবার হাসিন মিয়া চোখ মুখ শক্ত করে বলে শুনলাম ৪/৫ টা পোলাপান এক হইয়া সবাইরে সচেতন করতেছে। নীতি আদর্শের কথা কয়। এইসব ভাল লাগে না। সব গুলারে তিতফক্ষ্যা নদীতে ভাসাইয়া দাও।

সাঙ্গোপাঙ্গোরা মুখ কাচুমাচু করে বলে এতগুলারে মারলে যদি এলাকাবাসী ক্ষেইপা যায়?

হাসিন মিয়া কুটিল হাসি দিয়ে বলে সেইটা আমি দেখমু যাও।

সেদিন রাতেই খুন হয়ে গেল সেই তরুনরা দুইদিন পর তাদের লাশ ভেসে উঠলো। এলাকাবাসী উত্তেজিত হয়ে উঠলো। কিন্তু সেদিন বিকালেই তাদের এলাকা টুর্নামেন্টের খেলায় চ্যাম্পিয়ান হয়ে গেলো। হাসিন মিয়া বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দিল তার সাঙ্গোপাঙ্গো আর এলাকাবাসীরা এক সাথে আনন্দ মিছিল বেড় করলো। সেখানেও তার সাঙ্গো পাঙ্গোরা বহু নারীর সম্ভ্রমহানী করলো কিন্তু কেউ সেটা নিয়ে ভাবলো না কারন তাদের এলাকা তো চ্যাম্পিয়ান হয়েছে ক্রিকেটে। এখানে তাদের বোনদের রেপ করলেও মনে হয় না তাদের সমস্যা হবে।

খেলা-ধুলা করা আসলেই ভাল কিন্তু বাংলাদেশে এই ক্রিকেটের তলায় আজ পিষ্ট। দেশে খুন হচ্ছে, গুম হচ্ছে, হচ্ছে ধর্ষণ কিংবা ব্যাংকের টাকা পাচার হয়ে যাচ্ছে অন্য দেশে। আমাদের সেখানে কোনও মাথা ব্যাথা নেই। আমাদের মাথাটা শুধু একটা জায়গাতেই আটকে রয়েছে। আমাদের শুধু ক্রিকেটীয় বিনোদন আর আবাগে আটকে থাকলে হবে না। তাহলে শুধু তাসকীন আর সানী নয় বিলুপ্ত হবে গোটা দল।

কারণ হুট করে গাছের মাথায় ওঠা যায় না। বড় বড় বিষয়গুলো নিয়ে আগে থেকে কোন প্রতিবাদ না করলে হুট করে যেকোন বিষয়ে প্রতিবাদ করলেই যে সেটা অন্যায়কারী মেনে নিবে কি করে ভাবেন আপনারা!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.