![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্য সবার মত আমিও তনু হত্যার বিচার চাই। এই অমানবিকতা বিষয়টা মানুষ হিসেবে কোনভাবেই আমরা মেনে নিতে পারি না। মজার বিষয়, এদেশে এই ধর্ষনের পর হত্যা প্রথম না। বহু কাল ধরে হয়ে আসছে। আপনারা ক্ষেপেছেন কেন? এটা সেনা ক্যাম্পের ভেতর তার জন্য!! আহা আপনারা কি বলতে চাচ্ছেন, নিশ্চই সেনা নিবাসের ভেতর বাইরের লোক গিয়ে ধর্ষণ করে খুন করার সাহস পাবে না তাই না? হ্যা আপনারা যা ভাবছেন আমিও তাই ভাবছি। ঘটনা সত্য। কিন্তু তনুই প্রথম নয়। এভাবে ধর্ষণ হচ্ছে প্রচুর পাহাড়ে কিন্তু তার নিউজও আসবে না কখনও। কিংবা ধর্ষণের সেঞ্চুরী করা ব্যক্তিটি পাবে সম্মানের স্থান হবে না বিচার। এত দূরে গিয়ে ভাবার কি দরকার , এই ধরুন পহেলা বৈশাখের ঘটনাটাই আমরা চিন্তা করি না কেন? খুব গরম হয়ে গিয়েছিলো এ জাতি। কয়েকদিন গরমও ছিল অনলাইন আর অফলাইন সব জায়গায় । এরপর সব ভুলে গেছে। এটাও তেমনই হবে কিছুদিন গরম আর রাজপথে, ফেসবুকে আন্দোলন এরপর সব ভুলে যে যার কাজে অথবা নতুন ইস্যু নিয়ে ব্যস্ত হয়ে যাবো আমরা। তবে হ্যা একটা কিন্তু তদন্ত কমিটি হবে। কারোও নাম বিচ্ছিন্ন ভাবে বিভিন্ন জায়গায় আসবে। তারপর সব স্বাভাবিক।
আসলে, সব কিছুর একটা সময় থাকে। আসলে যখন তানুরা এভাবে মারা যায় তখন আমরা ভাবি আরে এই মেয়ে তো আমার কিছু হয় না কাজেই আমার এখানে প্রতিবাদ করার কিছু নেই। কিন্তু আমরা প্রতিবাদী হই তখন যখন আমার আপন কোন তনু এভাবে খুন হয় । কিন্তু লাভ কি ? তখনও দেশের মানুষ দুই ভাগ হয়ে যায়। এক ভাগ যারা আগের তনুদের হত্যার বিচার চেয়ে না পেয়ে হতাশ এবং নিঃস আর অন্য দল যারা এখনও ভাবছে আরে এই তনুও তো আমাদের কেউ নয়। আগেও বলেছি , হুট করেই গাছে ওঠা যায় না । নীচ থেকে আস্তে আস্তে উঠতে হয়। কিন্তু আপনারা হুট করেই এই যে আন্দোলন শুরু করে দিয়েছেন। ফলাফল ভাল হলে আমিও খুশি। কিন্তু এই প্রতিবাদ আর আন্দোলনটা অনেক আগে থেকেই দরকার ছিল যা আপনার করতে পারেননি বা করেননি।
ও হ্যা দেশে আরও দুইটা শ্রেনী আছে । যারা খুনের চেয়ে বেশি চিন্তায় মেয়েটা কেন হিজাব পরে আর অন্য দল চিন্তায় এই মেয়ে ছিল নাটয়কর্মী। এদের আমরা বলি নাস্তিক এবং আস্তিক । এরা একই গোয়ালের দুই গরু। আর এই গরুগুলোর জন্যও এদেশের অনেক অন্যায় কাজ এর বিচার হয় না। এরা একদল অন্য দলকে ভয় পায় না কিন্তু মূল অন্যাএর বিরুদ্ধে সাহস করে মুখ খোলে না। এদের দুই দলকেই দেখলে ঘৃনায় মুখ ঘুরিয়ে নিতে ইচ্ছে করে। আরে ভাই মেয়েটা হিজাব পরেছে কি নাট্যকর্মী সেটার চেয়ে বড় বিষয় একটা মেয়ে ধর্ষণের পর সেনানিবাসের মধ্যে খুন হয়েছে। এটার বিচার হওয়া দরকার। কেবল শুধু এটাই না সকল ধর্ষন, হত্যা, খুন, ভূমি দখল। সব কিছুর বিচার হওয়া দরকার । অবশ্যই সবাই একসাথে। নাহয় এভাবে এক জন এক জন করে ওরা আমদের শেষ করে দিবে একটা সময়।
আর ভাল কথা সেনাবাহিনীকে কিছু বলা যাবে না কারণ , তারা দেশপ্রেমিক সেনাবাহিনী কিন্তু ব্রো।
©somewhere in net ltd.