নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গতিই জীবন, গতির দৈন্যতায় মৃত্যু

বাঙ্গাল তালুকদার সাহেব

অতি সাধারণ হমোসেপিয়েন্স

বাঙ্গাল তালুকদার সাহেব › বিস্তারিত পোস্টঃ

চিলে কান নিয়েছে ও বাংলাদেশের মিডিয়া

২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১০



‘কান নিয়েছে চিলে’ কবিতাটার সাথে আমরা কম-বেশি সবাই পরিচিত। যেখানে সবাই কানে হাত না দিয়েই চিলের পেছনে দৌড়াতে শুরু করে দিয়েছিল। কারণ সবাই শুনেছে কানটি চিলে নিয়ে গেছে কিন্তু কেউ কানে হাত দিয়ে এখছে না আসলেই কান নিয়েছি কি নেইনি।

যাই হোক, আজ সকালে অফিসে ঢোকার পরই দেখি একটি বেসরকারী টিভি ব্রেকিং চালাচ্ছে, তাসকিনের নিষেধাজ্ঞা বাতিল করেছে আইসিসি। এর ঠিক এক মিনিটের মধ্যে সব টিভি চ্যানেলে ব্রেকিং চলা শুরু হল। পিসি ওপেন করে দেখি পত্রিকাগুলোতেও একই নিউজ আসছে। আমি আইসিসির ওয়েব সাইট ও মেইল চেক করে দেখি, তাসকিনের নিষেধাজ্ঞা বাতিল করা হয়নি। বাতিল আবেদনের বিপক্ষে করা রিভিউ খারিজ করে দিয়েছে। সবাই বলছে যে, ইংলিশ ভালভাবে না বুঝে এই ভুল করেছে মিডিয়াগুলো। আমারও প্রথমে তাই মনে হয়েছিল। কিন্তু ভেবে দেখলাম, ভুল প্রথমে নাহয় একটা মিডিয়া করেছে বাকীগুলো কি মেইল বা ওয়েবসাইট দেখেনি!!

পরে বুঝলাম বাংলাদশের মিডিয়া গুলোর অবস্থা সেই চিলে নেয়া কানের মত। সবাই টিআরপি বাড়ানোর জন্য তথ্য ক্রস চেক করতে চায় না দ্রুত অন্যের দেয়া ভুল তথ্যটিই দিয়ে দিচ্ছে জনগণকে। তাসকিনের নিষিদ্ধ ঘোষণার দিনও একই ভুল করেছিল সেই মিডিয়াটি এবং একই ভাবে তার দেখাদেখি সবাই প্রথমে ভুল সংবাদটিই ব্রেকিং চালায়। আর এসব কারণেই জনগণ বিশ্বাস হারাচ্ছে নিউজ মিডিয়ার উপর আর তারা আগ্রহ দেখাচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। ফলাফলটা হচ্ছে আরও ভয়াবহ।

আসলে আমাদের মিডিয়াগুলোর আরও দায়িত্বশীল হওয়া উচিত। সময় একটু লাগুক তারপরও দরকার সঠিক তথ্যটি সকলের কাছে পৌছে দেয়া। নাহয় একটা সময় হয়তো সত্যি এদেশে মিডিয়ার কোন মূল্যায়ন থাকবে না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.