নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গতিই জীবন, গতির দৈন্যতায় মৃত্যু

বাঙ্গাল তালুকদার সাহেব

অতি সাধারণ হমোসেপিয়েন্স

বাঙ্গাল তালুকদার সাহেব › বিস্তারিত পোস্টঃ

নতুন আগুনের জন্ম

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:০০


বিকেলে সূর্য তখন বাড়ি ফিরছে,
আমাকে নিয়ে আসা হয়েছিল সবুজ ঘাসের চাদরে মোড়া মাঠের শেষ প্রান্তে।
যেখানে ছিল স্বচ্ছ জলের পুকুর আর তার ওপার থেকে এক নাগাড়ে ডেকে যাচ্ছিল কিছু কুকুর।
তাদের একজন এসে হাতবন্ধনী খুলে দিয়ে বলেছিল, তুমি মুক্ত-স্বাধীন।
আমি হেসে বলেছিলাম, দেশটা তো এখনও পরাধীন।
আমি তবে কি করে হই স্বাধীন?

আবার বলল তারা, তবে ঘুরে দাড়াও তুমি। বিদায় দাও শেষ সূর্যকে।
আমি অট্টিহাসি দিয়ে বলেছিলাম, আমি চাই না পেছন থেকে কেউ আমাকে হত্যা করুক।
কপলেই বিধিয়ে দাও তোমাদের কাছে থাকা অন্যায় কিছু বারুদ।
আমি চাই আমার মৃত্যু হোক বীরের মত।
অন্যায় বুলেটের সামনে আমি করতে চাই না মাথা নত।

এরপরই চারিদিক কাঁপিয়ে আমার কপাল, বুক ভেদ করলো উতপ্ত সীসা।
আমি শুধুই দেখছিলাম ধোয়ার কুয়াশা।
শেষ বারের মত হাসি মুখে বলেছিলাম, এই মৃত্যকে আমি জড়িয়ে নিলাম।
আর অনেকগুলো নতুন আগুনের জন্ম দিয়ে গেলাম।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:১৮

মোস্তফা সোহেল বলেছেন: লিখতে থাকুন আরও ভাল হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.