নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গতিই জীবন, গতির দৈন্যতায় মৃত্যু

বাঙ্গাল তালুকদার সাহেব

অতি সাধারণ হমোসেপিয়েন্স

বাঙ্গাল তালুকদার সাহেব › বিস্তারিত পোস্টঃ

বিসিএস নেশায় ধ্বংস জাতি!

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৪


আপনি যখন কোন একটা বিষয় বা ব্যক্তিকে ফলো করবেন , তখন আপনার মধ্যে সীমাবদ্ধতা চলে আসবে। ধরুন আপনি একজন মানুষকে ফলো করেন। এখন আপনার চিন্তা ধারা হবে, আপনি তার মত হতে চান। আপনি তার মতই কাজ করতে চান। ফলে আপনি আর বেশি কিছু চিন্তা করার ক্ষমতা হারয়ে ফেলেন।
তবুও আমাদের ছোটবেলা থেকেই শেখানো হয় , অমুককে দেখো তাকে অনুসরণ কর। তার মত হও। সেটা হও। ফলে আপনার চিন্তা সীমাবদ্ধ হয়ে যায়। আপনি আপনাকে সেট করে দেয়া লক্ষ্য বা মানুষকেই অনুসরণ করুন কেবল।

আর এর খুব বাজে প্রভাব পরে সমাজে। ধরুন আপনাকে ছোট বেলা থেকে বুঝানো হল, এলাকার অমুক ডাক্তারের মত হতে হবে। ফলে আপনি লেগে যান ডাক্তার হওয়ার নেশায়। অথচ আপনার মধ্যে যে প্রতিভা আছে, তা নিয়ে ভাবার সুযোগই আপনার ব্রেইন পাবে না।

অথচ আপনার ভেতর যে প্রতিভা লুকিয়ে আছে , তা যদি আপনি ঠিকভাবে ব্যবহার করতে পারেন তবে আপনারও ভাল আর দেশেরও ভাল। ধরুন আপনি বেশ ভাল আশেপাশের চরিত্রগুলোকে বোঝেন। আপনি চাইলেই এই চরিত্রগুলোকে সহজে অসাধারণ একটি চলচ্চিত্রে রুপান্তর করতে পারেন। আপনি মেধাবী । এজন্যই এটা পারেন। কিন্তু আপনার পরিবার আপনাকে বলে দিলো আপনাকে বিসিএস দিয়ে ক্যাডার হতে হবে। অনেক টাকা ইনকাম করতে হবে। পরিবারের মুখ উজ্জ্বল করতে হবে।

ব্যাস আপনি আপনার প্রতিভা ভুলে লেগে গেলেন বিসিএসের প্রস্তুতি নিতে। এবার আসি আপনি যদি একজন ভাল মুভি মেকারই হতে পারেন তাহলে টাকা হাতে কেন আসবে না! মুভি মেকাররা পরিবার ও নিজের নাম উজ্জ্বল করছে না! সত্যজিৎ রায় তো পুরো পরিবার ও দেশের নাম উজ্জ্বল করেছিল।

গত কয়েক বছর ধরে আমাদের দেশে ইয়াবার চেয়েও মারাত্মক নেশার মত ছড়িয়ে পরেছে 'বিসিএস' নেশা। তরুনদের রঙ্গিন স্বপ্ন দেখানো হয় । বিসিএস ক্যাডার হও, সুন্দর জীবন যাপন কর। ফলে তরুণরা নেমে যাচ্ছে অন্ধের মত যুদ্ধে। তারা ভুলে যাচ্ছে সমাজের প্রতি তাদের দায়। তার নিজের যোগ্যতা কোনটা সেরা! তার কি হওয়া উচিৎ? কি হলে সে দেশ এবং সমাজকে কিছু দিতে পারবে।

মাঝে মাঝে আমার মনে হয়, আমাদের তরুণদের ধ্বংস করার আরও একটি বড় নেশা এই বিসিএস। আপনি দেখবেন , একজন বিসিএস পরীক্ষার্থী দেশ-বিদেশে নানান খবর জানার পরও তার কোন অন্যায়ের ব্যাপারে কোন প্রতিবাদ নেই। কিংবা সে অন্যায় নিয়ে মাথাই ঘামাচ্ছে না। তার মাথা জুড়ে কেবল বিসিএস। দেশ-সমাজ কিংবা মানুষ গোল্লায় যাক। এমন শিক্ষার এ সমাজের কি দরকার!

লেখা পড়ে বিসিএস ক্যাডার কিংবা বিসিএস পরীক্ষার্থীরা হয়তো বলবেন, ব্যাটা নিজে বিসিএস দিতে পারে নাই তাই এহন এইসব কইতেছে। কথাটা বলাটাই স্বাভাবিক, কারণ আপনারা চিন্তা করার ক্ষমতা হারিয়েছেন। কেবল তোতা পাখির মত শেখানো কথা বলতে শিখেছেন। চিন্তা করার ক্ষমতা থাকলে উপরের লেখাটা পড়ে এতক্ষণে চিন্তা করতে শুরু করতেন।

আর সবচেয়ে বড় কথা। আমার পরিবারের কখনও আমার উপর চাপ ছিল না। তাদের লক্ষ্য ছিল, আমি যেখানে যা করে আনন্দ পাচ্ছি সেটাই করতে দেয়া। কারণ কাজে আনন্দ থাকলে , সেই কাজে তার পারদর্শীতা থাকলে। সে সেখানে ভাল কিছু করবেই। আর ভাল কিছু করতে পারলে আপনি টাকা আর সম্মান দুটোই পাবেন। তবে চিন্তায় তবু থেকেই যাচ্ছে হয়তো যে, সরকারী চাকুরি না থাকলে মেয়ের বাপ মেয়ে দিবে না তাই না!! :D

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৩০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর পরামর্শপূর্বক আলোচনা, ভালো বলেছেন। যুক্তিও গ্রহণযোগ্য মনে করি।

প্রতিটি মানুষের প্রথমে নিজেকে জানা দরকার বলেই মনে হয়।


বর্তমান সমাজে
যার টাকা নাই তার কোন দাম নাই!
টাকাওয়ালা'কে ভয়ে সালাম দেই,
ভালো কথা বললে তারে কই পাগল!
সত্য'কে মনে করি নিমপাতা...
মিথ্যার জয়ে মাতি উল্লাসে!
অর্থে বিকাই সব বিবেকের দাম নাই!
সমাজ দেশের চিন্তা আসে কিভাবে!!

২| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৪০

নূর-ই-হাফসা বলেছেন: আমাদের দেশে সন্তান দের ছোট বেলা থেকেই তুলনা করা শুরু হয়ে যায় ।সমাজ এমন যে তোমাকে এ প্লাস পেতেই হবে নাহলে লোকে খারাপ বলবে আর ভালো কোথাও চান্স ও পাওয়া যাবে না। এখান থেকেই যুদ্ধ শুরু । এরপর বিশ্ববিদ্যালয়ের যুদ্ধ । ভাল যায়গায় না হলে হীনমন্যতায় থাকতে হয় ।আর ভালো কোথাও হলেও পরিবারের আশা অনেক বেড়ে যায় ।এরপর চাকরি যুদ্ধ।সেখানে ও হতাশা ।সেই হিসেবে অনেকেই বিসিএস ফিক্সড জব বলে তার পিছনে ছুটে ।সম্মান যদিও অনেক ।আসন সংখ্যা অনেক কম এটাই কষ্টের ।এতো কিছুর পিছনে ছুটতে গিয়ে জীবনের মূল্যবান সময় নষ্ট হয়ে যায়। তবে কিছুই করার নেই । সমাজ ব‍্যবস্থাটাই এখন এমন ।

৩| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ২:১০

ফেরদৌসা রুহী বলেছেন: আমার সন্তানকে আমি এই হতে হবে, সেই হতে হবে এসব কিছুই বলিনা।

সব সময় বলি আগে ভালো মানুষ হতে হবে।

৪| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:০২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনি যেভাবে বলেছেন সেভাবে আসলে ভাবাটা ঠিক নয়। দেশটাই এমন। survival of fittest. বেশীর ভাগ মধ্যবিত্ত পরিবারের সন্তানরা কলেজ থেকেই চিন্তায় থাকে কীভাবে বাকী জীবন যাবে। তাদের আর দোষ কী? সবার তো মামা চাচা থাকেও না, যে পড়ালেখা শেষ হলো আর লিংক দিয়ে ভালো জায়গায় জব হয়ে গেল...

৫| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩৯

রাজীব নুর বলেছেন: আপনার সাথে ১০০% সহমত।

এবং আমি আপনার এই পোষ্টটি ফেসবুকে দিতে চাই।

৬| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৪

বাঙ্গাল তালুকদার সাহেব বলেছেন: অবশ্যই। শেয়ার করলে যদি, দুই-একজনের চিন্তার পরিবর্তন আসে। তবে করে দিন শেয়ার :)

৭| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:২১

করুণাধারা বলেছেন: বিসিএস দিয়ে পাশ করলে ক্ষমতা এবং অর্থ দুইই পাওয়া যায়। এর লোভ ছাড়া কঠিন। তবে আমার যদি ক্ষমতা থাকত তবে আমি বুয়েট থেকে পাশ করে যারা বিসিএস দিয়ে আয়কর বা পুলিশে ঢোকে তাদের জেলে দিতাম।

৮| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৫

মোস্তফা সোহেল বলেছেন: বিসিএস ক্যাডার হওয়া আর শিক্ষিত হওয়া তো এক নয় তাই তারা দেশ ও সমাজের সমস্যা নিয়ে ভাবে না।
তারা পড়ে পড়ে শুধু আত্বকেন্দ্রিকই হয়।

৯| ২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৫

খালিদ আহসান বলেছেন: আল্লাহর রহমতে আমি একবারের জন্যও বি সি এস পরীক্ষা দেই নাই। এই জীবনে আর দেওয়ার সুযোগ ও নাই। :#)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.