নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গতিই জীবন, গতির দৈন্যতায় মৃত্যু

বাঙ্গাল তালুকদার সাহেব

অতি সাধারণ হমোসেপিয়েন্স

বাঙ্গাল তালুকদার সাহেব › বিস্তারিত পোস্টঃ

বয়স বেশি মানেই, অভিজ্ঞতা বেশি না

২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৮


আপনি এক সময় খুব ভাল ঝগড়া করতে পারতেন, কিন্তু ইদানীং হেরে যান। কিছুক্ষণ পর যুক্তি দাঁড় করাতে পারছেন না! ঝগড়ায় হেরে কাঁদতে চাইছে। কাঁদছেনও। কিন্তু আগের সেই কান্নাটা নেই। মানুষ আপনার কান্না দেখে সহানভূতীর পরিবর্তে হাসছে। তাহলে আপনার নিয়মিত আধা ঘন্টা করে , মানুষের পায়ে পাড়া দিয়ে ঝগড়া অনুশীলন করা উচিৎ এবং ৪৫ মিনিট কান্নার অনুশীলন করুন। আপনি অনুশিলন ছেড়ে দিয়েছেন বলেই এই অবস্থা।

যাইহোক আমাদের দেশের একটি প্রচলিত রিতী হচ্ছে, যার বয়স যত বেশী , সে তত অভিজ্ঞ। চুল সাদা মানেই অভিজ্ঞতা তার সবচেয়ে বেশি। তার উপর কিছু বলা যায় না। সে ভুল করলেও কিছু বলা যাবে না । কিছু বললেই আপনি তখন হয়ে যাবেন বেয়াদব।

সবচেয়ে মজার বিষয়। এরা মাঝে মাঝে ঝড়ে বক মারার ঘটনার মত কিছু একটা ঘটিয়ে ফেললেই , সবাই বলতে শুরু করে দেখছো পুরান চাল ভাতে বাড়ে। আসলে বিষয়টা তা না। মানুষের মনে একজন অকেজো বৃদ্ধকে দেখলে তৈরিই হয়, একে দিয়ে আর কিছুই হবে না। কারণ এসারাদিন তার অতীতে কি করছে তা নিয়েই বড়াই করে বেড়াচ্ছে। তখন সে যদি কিছু একটা করে ফেলে , সবাই তো অবাক হয়ে যায়। অবাক আর উত্তেজোনায় তখন মনে হয় , আরে এই লোকতো বিশাল কিছু করে ফেলছে।

আসলে বাঙালি অভিজ্ঞ মানুষগুলোর মধ্যে, খুব আল্প সময়ের মধ্যেই অহংকার ঢুকে যায়। তাদের ধারণাই তৈরি হয়, আমিই এখন দেশের সেরা। বাকি সব গাধা। ফলে সে তার নিয়মিত অনুশিলন বাদ দিয়ে , নিজের ঢোল নিজে পেটাতে ব্যস্ত হয়ে পরে। ফলাফল সে যে ধীরে ধীরে অকেজো একটা আধা জড় পদার্থে তৈরি হয়ে যায়। সেটা সে নিজেও টের পায়, কিন্তু তার নিজের ভেতর তৈরি হওয়া অহংকার তাকে সেখান থেকে সড়িয়ে আনতে পারে না।

আমাদের দেশে আসলে এই বুড়ো অকেজো গাধাগুলো ঠিকও হতে চায় না। কারণ এগুলো দেশে বেশ ভাল দামে বিক্রি হয় ' বেশ অভিজ্ঞ' ট্যাগ লাগিয়ে। কিন্তু এইসব অকেজো গাধাদের নিয়ে , কিছু প্রতিভাবান তরুণদের ধ্বংস করছে দেশ। তারা হতাশ হয়ে দেশ ছাড়ছে, নাহয় যে পেশায় সে ভাল সে পেশা থেকে বেড়িয়ে যাচ্ছে।

যাইহোক এসব বলে লাভ নাই, আমাদের এই সিস্টেম সহজে বদলাবে না। কারণ সিস্টেম যারা তোইরি করছে তাদেরও চুল পাকা অভিজ্ঞ না হলে হয় না। কাচা চুলের প্রতিভা এরা চোখে দেখে না। আর এতক্ষণ যদি কষ্ট করে এই লেখাটা পড়ে শেষ পর্যন্ত আপনি আসেন আর মনে হয় , এই পোলা তো পুরাই গাধার মত অযৌক্তিক লেখা লেখছে। তাহলে বুঝে নেন, আপনিও বুড়ো হয়ে গেছেন। যদি চুল নাও পাকে, তাহলে ভাবুন মনের অভিজ্ঞ বুড়ো হয়ে গেছেন! সাইডে সড়ে দাঁড়ান নতুন একজনকে ভাল কিছু করার সুযোগ দিন। আর নাহয় নিজে নিয়মিত অনুশীলন করেন আগের মতই ভাল কাজ করুন।

ধন্যবাদ হাতের লেখা খারাপ। কষ্ট করে এতদূর পড়া জন্য ধন্যবাদ। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতী।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪২

জাহিদ হাসান বলেছেন:

২| ২৭ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:২১

প্রামানিক বলেছেন: সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.