নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক সাগর রক্তের বিনিময়ে,

বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না...

নির্ঝরিনী

ইচ্ছামতী নদী...

নির্ঝরিনী › বিস্তারিত পোস্টঃ

খুব সহজেই বানিয়ে ফেলুন সন্দেশ

১৯ শে আগস্ট, ২০০৯ রাত ৯:০০

প্রথমে নিজের কিছু আবজাব..



যারা দেশে আছেন তাদের টাটকা মিষ্টি কিনে খেতে কোনো সমস্যা নেই, কিন্তু আমার মতো অনেকেই যারা প্রবাসে আছেন এবং মিষ্টি পছন্দ করেন তাদের জন্য মিষ্টি খাওয়া বিরাট এক ঝক্কি ঝামেলার...যদিও প্রায় অনেক দেশেই বাংলাদেশি দোকান আছে এবং সেখানে মিষ্টিও পাওয়া যায়,তবে সেগুলো ফ্রোজেন। কিনে আনবার পরে দেখা যায়, কোনোবার কচকচে চিনি নয়তো ভিতরটা শক্ত...একটা দুটো খেয়ে পুরোটাই ফেলে দিতে হয়েছে বেশ কবার।

দুঃখে, কষ্টে শেষে সিদ্ধান্ত নিজেই বানাবো মিষ্টি, কি আছে জীবনে :)

সিদ্দীকা আপাই ভরসা..উনার রেসিপি দেখে রসগোল্লা বানালাম...বানাবার পরে দেখি, মিষ্টির ভিতরে শক্ত বিচি /:) মানে ভিতেরর টুকু সিদ্ধ হয়নি, বরং চিনির সিরাতে ডুবানোর পরে শক্ত হয়ে গেছে...তার পরে অ-নে-ক দিন মিষ্টির প্রজেক্ট বাদ...বেশ কিছু পরে এক ভাইয়ের মেয়ের জন্মদিনে, ভাবী পানতোয়া বানালেন...খেয়ে সবাই মুগ্ধ, আর চেহারাও হয়েছিলো মাশাল্লাহ্...ভাবীকে জিজ্ঞাসা করলাম কিভাবে বানালেন...ভাবী বললেন খুবই সোজা...শুধু গুড়ো দুধ, ডিম, চিনি আর সুজি মিশিয়ে গোল্লা বানিয়ে চিনির সিরাতে দিলেই হয়ে যাবে....আমি আনন্দে নাচতে নাচতে এসে বাসায় বানিয়ে ফেললাম পানতোয়া...কর্তাকে দিয়ে বললাম খেয়ে দেখোতো কেমন হয়েছে..খাবার পরে বলে ভালোইতো, কিন্তু জিনিসটা কি? মিষ্টি বলার পরে বলে ওটা নাকি দেখতে হয়েছে ডুগডুগির মতো X( স্বাদ যেহেতু ভালোই, তাই বললাম আরো কয়েকটা দেই তোমাকে....উনি বললেন, দেখেই নাকি খাবার সাধ মিটে গেছে...কি আর করা, খাবার ফেলে দিতে কষ্ট লাগে তাই নিজেই কয়েকদিন ধরে বসে বসে ডুগডুগি মিষ্টি খেলাম :| তারপরে কান ধরলাম, ফ্রোজেনই খাবো তবুও এই প্রজেক্ট আর হাতে নিবো না....

কিছুদিন পরে আবার আরেক ভাবীর বাসায় যেয়ে সন্দেশ খেয়ে এত ভালো লাগলো যে, কিসের প্রতিজ্ঞা... সব ভংগ করে ঠিক করলাম আজকেই বাসায় যেয়ে বানাবো...প্রথমবার ছানা না করতে পারার জন্য ঠিকমতো হয়নি..কিন্তু তার পরের বার থেকে এত ভালো বানাই, যে মিষ্টি পছন্দ করে না সেও দুই দিন পর পর বলে, আজকে বুঝি সন্দেশ বানাচ্ছো!!!!...আর বানানোর সাথে সাথে একদিনেই শেষ:P

আরেকটা বড় ব্যাপার চিনির সিরা করার ঝামেলা নাই।



তাইতো কবি বলে গেছেন, একবার না পারিলে দেখো শতবার...:)



এখন আসেন দেখি এই সন্দেশ বানাতে কি কি লাগবে...

২ লিটার দুধ, ভিনেগার ৫০ মিলিলিটার, এভাপোরেটেড মিল্ক ১ কৌটা, চিনি এক কাপ, এলাচ ১ টা।

একটু ঘন দুধ হলে ভালো, আমি এখানে ব্যাবহার করেছি ৩.৬ ঘনত্বের দুধ। প্রথমে দুধটাকে জ্বাল দিন, একবার ফুটে উঠার সাথে সাথে চুলাটা বন্ধ করে তার পরে ভিনেগার দিয়ে দিন।

আমি একবার করে দেখেছি লেবুর রসে ছানাটা ঠিকমতো হয়না, আমার মতে ভিনেগার দিয়ে ছানাটা অনেক ভালো হয়...ভিনেগার কম হলেও ছানাটা ঠিকমতো হবেনা, আবার বেশি হলে টক হয়ে যাবে...তাই সঠিক পরিমাপটা জরুরি।

বেশ কয়েকবার করার পরে মাপটা ঠিক মতো বুঝতে পেরেছি...

২ লিটার দুধের জন্য ৫০ মি.লি. ভিনেগার



চুলার জ্বালটা বন্ধ করার পরে ভিনেগারটুকু দিয়ে দিলাম



দুধটা জমাট বেধে এমন ছানা হবে



পানিটুকু খুব ভালো করে ঝরিয়ে ফেলতে হবে এবং খোলা বাতাসে ঘন্টাদুয়েক শুকিয়ে নিতে হবে

২ লিটার দুধ থেকে এই পরিমানের ছানা পাওয়া যাবে



এভাপোরেটেড মিল্ক না পেলে কনডেন্স মিল্ক বা দুধটাকে বেশি পরিমানে জ্বাল দিয়ে ঘন করে নিয়েও করা যেতে পারে



এরপরে চুলায় একটা ফ্রাইপ্যান ( ননস্টিক হলে ভালো হয়) দিয়ে, সেখানে ছানা, এভাপোরেটেড মিল্ক, চিনি এক কাপ (মিষ্টি কম/ বেশি পছন্দ অনুযায়ী চিনি যোগ করা যেতে পারে), এলাচ দিয়ে নাড়তে হবে। নাড়তে নাড়তে মিশ্রনটা শুকিয়ে এলেই চুলা বন্ধ করে দিতে হবে। হালুয়ার বরফির মতো খুব বেশি শক্ত হবে না, একটু নরম থাকতেই নামিয়ে ফেলতে হবে।

শুকানোর পরে মিশ্রনটা এমন হবে



পাত্রে ঢেলে কাঠের চামচ দিয়ে চারকোনা শেইপ করে, উপরেও সমান করে দিতে হবে। গরম অবস্থাতেই ছুরি দিয়ে সন্দেশের আকারে কেটে রাখুন, তুলবেন না ওভাবেই ফ্রিজে রেখে দিন দুঘন্টা।

ব্যাস হয়ে গেলো সন্দেশ বানানো, এবার শাহরুকখান না, সন্দেশখান :P





মন্তব্য ৮৭ টি রেটিং +৪৩/-০

মন্তব্য (৮৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০০৯ রাত ৯:১২

মুকুট বলেছেন: আপা লোভ ধরিয়ে দিলেন, সাপ্তাহিক ছুটির দিনে রিস্ক নিতে হবে, আপাতত শোকেচে নিলাম।


কেমন আছেন? দেশে যাবেন নাকি? আমি হয়ত ডিসেম্বরে যাব। ভালো থাকবেন।

১৯ শে আগস্ট, ২০০৯ রাত ১০:৩৬

নির্ঝরিনী বলেছেন: রিস্ক নিতে পারো, গ্যারান্টি দিচ্ছি সফলতা শতভাগ...

এই তো দিন চলে যাচ্ছে একরকমে...না বোধহয় আর যাওয়া হবে না....এবছরের জানুয়ারীতেই ঘুরে এলাম মাত্র...আর ডিসেম্বরে ফাইনাল ডিফেন্স...
অনেক দিন পরে তোমাকে দেখে ভালো লাগলো..
তোমার খবর কি? তুমিও ভালো থেকো।

২| ১৯ শে আগস্ট, ২০০৯ রাত ৯:১৩

অনন্ত দিগন্ত বলেছেন: তোমার বানানো সব সন্দেশ গুলো আগে আমি দখল করে নিলাম, এর পরে দেখি কি রেসিপি দিয়েছ :) :) :)

১৯ শে আগস্ট, ২০০৯ রাত ১০:৩৯

নির্ঝরিনী বলেছেন: আচ্ছা ঠিক আছে দখলে নাও....:)
বানিয়ে খেয়ো কিন্তু, খুবই সহজ রেসিপি....

৩| ১৯ শে আগস্ট, ২০০৯ রাত ৯:১৬

ইমন জুবায়ের বলেছেন: +

১৯ শে আগস্ট, ২০০৯ রাত ১০:৪১

নির্ঝরিনী বলেছেন: প্লাস দেবার জন্য ধন্যবাদ আপনাকে, ইমন জুবায়ের।
শুভেচ্ছা, ভালো থাকবেন..

৪| ১৯ শে আগস্ট, ২০০৯ রাত ৯:২২

দুরন্ত স্বপ্নচারী বলেছেন: খাইতে মঞ্চায়..........

১৯ শে আগস্ট, ২০০৯ রাত ১০:৪৫

নির্ঝরিনী বলেছেন: খুবই সোজাতো, বানিয়ে খেয়ে ফেলুন....

৫| ১৯ শে আগস্ট, ২০০৯ রাত ৯:২৩

জেরী বলেছেন: লোভে চোখ রসগোল্লা সাইজ হবার ইমো হবে.....

১৯ শে আগস্ট, ২০০৯ রাত ১০:৪৮

নির্ঝরিনী বলেছেন: হা হা হা জেরী আপা চোখ রসগোল্লা কইরেন না...বানায়ে খেয়ে বলেন তো কেমন লাগলো খেতে....

৬| ১৯ শে আগস্ট, ২০০৯ রাত ৯:২৫

জাবেদ ইয়াকুব বলেছেন: আপা সব কিছু শিখি্য়ে দিলেন। শিখলাম ও। তবে চেস্টা করার আগে একবার দাওয়াত দেন ।

১৯ শে আগস্ট, ২০০৯ রাত ১০:৪৯

নির্ঝরিনী বলেছেন: চলে আসুন....গতকালকেই বানিয়েছি, এখনও কয়েকটা আছে...

৭| ১৯ শে আগস্ট, ২০০৯ রাত ৯:৩৭

সুইট বলেছেন: দিলেন তো কিন্তু এখনই যে জিভে জল এসে যাচ্ছে..........

১৯ শে আগস্ট, ২০০৯ রাত ১০:৫২

নির্ঝরিনী বলেছেন: দেরি না করে, চটজলদি বানিয়ে ফেলুন....

৮| ১৯ শে আগস্ট, ২০০৯ রাত ৯:৪৩

নিবিড় অভ্র বলেছেন: খাব..... :( :((

১৯ শে আগস্ট, ২০০৯ রাত ১০:৫৪

নির্ঝরিনী বলেছেন: কাইন্দেন না নিবিড় ভাই...এইখান থেকেই খান...

৯| ১৯ শে আগস্ট, ২০০৯ রাত ১০:২৪

আশাবাদী মানুষ বলেছেন: এত কস্ট করে বানাতে পারব না, এখান থেকেই চেকে নিলাম।

পরবাসে এই রান্না করতে করতেই জানটা বিরান হয়ে যাচ্ছে । চাকুরীতে এত কস্ট করতে হয় না ।

দোস্তরা পাম মাইরা আমারে দিয়েই রান্নার করায় ।

১৯ শে আগস্ট, ২০০৯ রাত ১১:০৫

নির্ঝরিনী বলেছেন: বুঝাই যাচ্ছে আপনি খুব ভালো রান্না করেন...

মাঝে মাঝে শখ করে ভালোমন্দ কিছু রান্না করতে মজাই লাগে...
তবে কাজ শেষে ফিরে এসে ক্ষুধার মুহূর্তে রান্না করতে চরম বিরক্ত হই....

১০| ১৯ শে আগস্ট, ২০০৯ রাত ১০:২৯

চিকনমিয়া বলেছেন: এইডা খাইতাম চাই, আমারে একটা দেনগো আফা, পিলিজ

১৯ শে আগস্ট, ২০০৯ রাত ১১:০৮

নির্ঝরিনী বলেছেন: চিকনমিয়া, আপনার কথা অনেক শুনেছি....আজ আমার ব্লগে আপনাকে দেখে ভালো লাগলো..

প্রথম এলেন, একটা কেনো সবগুলোই আপনাকে দিলাম...

১১| ২০ শে আগস্ট, ২০০৯ রাত ১:১৫

ঘাসফুল বলেছেন: খুব খ্রাপ... এখন কৈ পাই... লোভে পর্লাম... তাই মাইনাস (+) এবং প্রিয়তে :)

২০ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:০০

নির্ঝরিনী বলেছেন: প্রিয়তে রেখেছেন জেনে আনন্দিত হলাম।
রেসিপিতো খুবই সোজা, বানিয়ে ফেলুন না..
ধন্যবাদ ঘাসফুল প্লাসের জন্য....

১২| ২০ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:২৬

ইচ্ছে বলেছেন: দারুন বানিয়েছেন, খেতে ইচ্ছে করছে।

Click This Link

২০ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:১৮

নির্ঝরিনী বলেছেন: ধন্যবাদ ইচ্হে। দেখলাম আপনার লিংকের গ্রুপ ব্লগ...
বাঙালীর রান্নাঘর নামে আরেকটা গ্রুপ আছে তো...দেখেছেন সেটা?

১৩| ২০ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:৫১

সেতূ বলেছেন: দারুন বানিয়েছেন, খেতে ইচ্ছে করছে।
ধন্যবাদ

(+) এবং প্রিয়তে

২০ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:২০

নির্ঝরিনী বলেছেন: আপনাদের ভালো লাগাতেই পোস্ট টা দেবার সার্থকতা...
প্রিয়তে রেখেছেন জেনে খুশি হলাম...
ধন্যবাদ সেতু আপনাকে...

১৪| ২০ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:৫৯

তায়েফ আহমাদ বলেছেন: ওরে কত কিছু শিখিরে................

২০ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:২১

নির্ঝরিনী বলেছেন: শিখেন শিখেন...পরে কাজে লাগবে...

১৫| ২১ শে আগস্ট, ২০০৯ সকাল ৯:২৭

নতুন রাজা বলেছেন: আপু, প্রিয়তে রাখলাম। রাতে গিন্নিকে দেখাবো পোষ্টটা। কিন্তু আপনি কবে তৈরী করে খাওয়াবেন? সেপ্টেম্বরের পর ওসাকাতে বেড়াতে আসেন। আপনার নিমন্ত্রণ রইলো... তখন নাহয় বানিয়ে খাওয়াবেন... আসবেন তো?

ভালো থাকবেন...

২১ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:৪৩

নির্ঝরিনী বলেছেন: অসংখ্য ধন্যবাদ নতুন রাজা....নিমন্ত্রণের জন্য কৃতজ্ঞতা...ভাই কথা দিতে পারছি না, যেতে পারবো কিনা...তবুও আপনি যেতে বলেছেন এতেই আমি ভীষন খুশি..আপনিই বরং ভাবীকে নিয়ে চলে আসুন টোকিও...

আপনাদের জন্য শুভকামনা থাকলো...

১৬| ২১ শে আগস্ট, ২০০৯ সকাল ৯:৪৯

পুরাতন বলেছেন: জেরী আপু যেই ইমো দিতে চাচ্ছেন সেটি হল :-B

২১ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:৪৬

নির্ঝরিনী বলেছেন: হা হা মজার ইমো তো...চোখ গোল্লা গোল্লা...
তাইতো ভাবছিলাম, জেরী আপা কোন ইমোর কথা বলছিলেন...
অনেক ধন্যবাদ পুরাতন...

১৭| ২১ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:১৭

আবিদ২০০৯ বলেছেন: আপু, "আমার জীবনের কীর্তি ও একটি মেয়ের সত্য কিন্তু লজ্জাকর ঘটনা" -এ ও ব্লগে স্বাগতম।

২১ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:৪৭

নির্ঝরিনী বলেছেন: আচ্ছা আবিদ ভাইয়া, যাবো তোমার ব্লগে সময় করে...

১৮| ২১ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:২৭

মানবী বলেছেন: নির্ঝরিনী, কেমন আছেন আপু? নতুন প্রোফাইল পিকচার সুন্দর হয়েছে :-)

সন্দেশের রেসিপিটি সময় করে পড়ে ট্রাই করবো এক সময়।

ভালো থাকুন।

২১ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:৫২

নির্ঝরিনী বলেছেন: অনেক দিন পরে মানবী আপু আপনাকে দেখলাম...কেমন আছেন?
আপনাকে দেখে ভালো লাগলো...আপু প্রোফাইল পিকচার তো নতুন না, অনেক দিন ধরেই ঝুলছে..এই সকালের দিকে আসা হয় না আমার, তাই হয়তো আজ আপনার চোখে পরেছে...

আপু বানিয়ে দেখবেন সন্দেশ, খুবই সহজ...আমি বেশ কয়েকবার বানিয়েছি...ভালোই হয়েছে...
অনেক দিন আপনার নতুন কোনো লেখা নেই...
ভালো থাকবেন আপু...

১৯| ২১ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:২৯

জাহিদ পারভেজ বলেছেন: আমিও আপনার মত করে বানাই। খারাপ হয় না একদম।ধন্যবাদ আপনাকে সকলের সাথে সেয়ার করার জন্য।

টোকিওর কোথায় থাকেন? আমি ছিলাম আজাবুজুবানে। রোপ্পংগীর কাছেই।

২১ শে আগস্ট, ২০০৯ রাত ১০:৫৮

নির্ঝরিনী বলেছেন: তাহলে এই রেসিপিটা খুব একটা খারাপ না, কি বলেন জাহিদ ভাই..
পোস্ট দেখেছেন এবং আপনার মতামত জানিয়েছেন, আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
রোপ্পংগীর ওদিকে বেড়াতে গিয়েছিলাম একবার।
আছি টোকিওর কোগানেইতে...
আপনি বর্তমানে কোথায় আছেন..
শুভেচ্ছা, ভালো থাকবেন।

২০| ২১ শে আগস্ট, ২০০৯ রাত ১০:৪৯

সায়েম মুন বলেছেন: বানোনো কষ্টকর হবে। ছবি দেখে স্বাদ কিছুটা পূরণ হয়েছে। প্রিয়তে থাকলো।

২১ শে আগস্ট, ২০০৯ রাত ১১:০১

নির্ঝরিনী বলেছেন: ধন্যবাদ আপনাকে সায়ম মুন...বানিয়েই দেখুন না, খুব একটা কঠিন না...একবার বানালেই বুঝতে পারবেন...

২১| ২১ শে আগস্ট, ২০০৯ রাত ১১:০৮

সায়েম মুন বলেছেন: ঠিক আছে আপু বানানোর চেষ্ঠা করবো।

২১ শে আগস্ট, ২০০৯ রাত ১১:২৩

নির্ঝরিনী বলেছেন: এইতো লক্ষী ভাইয়াটা...

২২| ২২ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:৩২

নুশেরা বলেছেন: বাহ্ চমৎকার লাগলো তোমার সচিত্র সন্দেশ রেসিপি। ঠেকে শেখা মাপজোক সবসময়েই পারফেক্ট। সেটা সবাই শেয়ার করতে চায় না। তুমি করলে, তাই অভিবাদন তোমাকে।

ইভাপোরেটেড মিল্কের টিন কাটা আর চিনির ঝামেলা এড়ানোর জন্য আমি শর্টকাটে সুইটেন্ড মিল্ক ব্যবহার করি। আর ছানাটা কিছুক্ষণ মথে নিলে দানাদার ভাবটা একদম থাকবেনা, খুবই মসৃণ হবে সন্দেশ। এলাচদানা গুঁড়ো করে দিলে গন্ধটা বেশী সুন্দর হবে। ভ্যারিয়েশনের জন্য এলাচের বদলে দুফোঁটা গোলাপজল বা রোজ এসেন্স বা আমন্ড এসেন্স দেয়া যায়। নামানোর আগে এক চা চামচ ঘি দিয়ে একটু নাড়লে সহজে জমবে। অর্ধেক ছানা পাত্রে সমানভাবে ঢালার পর বাকী অর্ধেকে ইচ্ছেমতো হাল্কা ফুড কালার (জাফরান) বা গলানো চকলেট মিশিয়ে প্রথম স্তরের উপর চেপে দিলে সুন্দর দুই স্তরের সন্দেশ হবে।

২২ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:৫১

নির্ঝরিনী বলেছেন: আরে তুমিতো দেখছি এই ব্যাপারে স্পেশালিস্ট...কৃতজ্ঞতা টিপসগুলোর জন্য...সুইডেট কনডেন্সড মিল্কের ব্যাপারটা জানা ছিলো না...আমারতো এখনই আবার বানাতে ইচ্ছে করছে দুই স্তরের সন্দেশ..

অনেক অনেক ধন্যবাদ নুশেরা...
অনেকেরই উপকার হবে তোমার টিপসগুলো থেকে...

২৩| ২২ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:৩২

নুশেরা বলেছেন: *সুইটেন্ড= সুইটেন্ড কনডেন্সড

২৪| ২২ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:২০

জাহিদ পারভেজ বলেছেন: আমি এখন USA এ New York City র ছট্টো একটা শহর Poughkeepsie তে থাকি। বেড়িয়ে য়ান সময় পেলে। এখানে President Rusvelt থাকত।এজন্য অনেকে এখানে ঘুরতে আসে।

২২ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:৫৫

নির্ঝরিনী বলেছেন: অনেক ধন্যবাদ পারভেজ ভাই...জেনে ভালো লাগলো...

আচ্ছা ঠিক আছে, সময় পেলে যাবো।
ভালো থাকবেন।

২৫| ২২ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:৪৪

দীপান্বিতা বলেছেন: খুব সোজা করে দিলেন তো!......আমিও নোট করছি...... অনেক ধন্যবাদ ....:)

২২ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:০১

নির্ঝরিনী বলেছেন: স্বাগতম দীপান্বিতা আমার ব্লগে...আমি এভাবেই বানিয়েছি.. বেশ সহজই মনে হয়েছে...নুশেরার টিপসটাও দেখে নিন, আরও পারফেক্ট হবে..

২৬| ২৮ শে আগস্ট, ২০০৯ রাত ৯:০৭

হুমায়রা হারুন বলেছেন: +++++++++

২৯ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৫৮

নির্ঝরিনী বলেছেন: ধন্যবাদ হুমায়রা হারুন।

২৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:০১

মানবী বলেছেন: সেদিন এই পোস্টে রেসিপি দেখতে এসে ফড়িংছানার সন্ধান পেয়েছিলাম :-)

আমার মতো পাকা রাধুঁনী যারা সকল রান্নায় বিশেষ-অজ্ঞ তাদের জন্য ছানা তৈরীর নির্দেশনা আরেকটু বিস্তারিত হলে বেশি সুবিধা হতো। দুধ ফুটে উঠার সাথে সাথে ভিনেগার ঢেলে সেদিকে তাকিয়ে দাঁড়িয়েছিলাম! দেখি কিছু অংশ ছানা হলো আর বাকিটা ২% দুধের মতো বর্ণধারন করলো..:-* :-* জরুরী অবস্থা মোকাবিলায় সাহায্য চেয়ে মা'কে ফোন করলাম, তিনি জানালেন আবার আঁচে বসিয়ে ফুটে উঠলে আরো খানিকটা ভিনেগার ঢেলে হাল্কা নেড়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে!! সন্দেশের জন্য ছানা বলেই এমনটি করলে সমস্যা নেই, রসগোল্লা হলে নাকি সম্ভবছিলোনা। রসগোল্লার ছানা অতি নাজুক প্রকৃতির :)


শেষ পর্যন্ত ছানা প্রস্তুত হলো- জীবনে প্রথম ছানা বানাবার আনন্দে আত্মহারা হয়ে বাসায় আট লিটার দুধ ছিলো, সবটুকু ছানা বানিয়ে ফেলেছি B-)

নির্ঝরিনী স্পেশাল সন্দেশ খুব মজার হয়েছিলো মনে হয়! ছবি তুলে আপনাকে দেখাবো ভেবেছিলাম, তবে ছবি তুলার আগেই সন্দেশ শেষ :-)


পোস্টের চেয়ে বড় মন্তব্য হলো!

অনেক অনেক ধন্যবাদ আপুমনি। ভালো থাকুন।

০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:২৭

নির্ঝরিনী বলেছেন: মানবী আপুওওওওওও সন্দেশ বানিয়েছেন জেনে খুব খুব খুশি হলাম...

ইসরে!!! এতো স্পেশাল সন্দেশ বানালেন, ছবি তুললেন না কেনো...এখন তো ছবি দেখতে ইচ্ছে করছে...

হায় হায়!! আপুনি ভিনেগার দিয়ে দাড়িয়ে থাকলে তো হবে না:) ঢালার সময় একহাতে ঢালতে হবে, আরেক হাতে দুধটা নাড়তে হবে...মিস হয়ে গেছে এই অংশটা, এখনই এডিট করে দিচ্ছি। ঠিক বলেছেন খালাম্মা, রসগোল্লার ছানা খুবই সেনসেটিভ...আমি বেশ কয়েকবার বানিয়েও সফল হইনি...
এইজন্যই তো এই সন্দেশটা সহজেই বানিয়ে ফেলা যায়...আর ছানাটা না মাখলেও সমস্যা হয় না, জাস্ট চুলায় দিয়ে কিছুক্ষন নাড়াচাড়া করলেই হয়ে যায়...

আপুনি অনেক অনেক ধন্যবাদ, প্র্যাকটিকেলি করে ভিনেগার ঢালার অংশটুকু ধরিয়ে দেবার জন্য...

এত সুন্দর মন্তব্য পেয়ে আমি জারপরনাই আনন্দিত....

আপনিও ভালো থাকবেন আপুমনি...

২৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:০৮

উরনচণ্ডী বলেছেন: সচিত্র সন্দেশ রেসিপি

০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:২৯

নির্ঝরিনী বলেছেন: হুমম...যেনো সহজেই বানাতে পারেন।

২৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১৪

নীল-দর্পণ বলেছেন: সরাসরি প্রিয়তে নিলাম:) সুযোগ পেলে ট্রাই করব। কিন্তু "এভাপোরেটেড" মিল্ক কি? দোকানে গিয়ে বললেই হবে?

০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৩৬

নির্ঝরিনী বলেছেন: অনেক ধন্যবাদ নীল-দর্পন..সুযোগ পেলে ট্রাই করো...

এভাপোরেটেড মিল্ক হলো দুধটা থেকে পানি শুকিয়ে ঘন করে ফেলা...
যেটাকে আমরা ক্ষীর বলি...বাংলাদেশে পাওয়া যাবে কি না আমি সঠিক জানি না। বড় সুপারশপ গুলোতে খোঁজ করতে পারো...নইলে দুধটাকে জ্বাল দিয়ে ঘন করে নিয়েও করতে পারো...

শুভকামনা থাকলো, ভালো থেকো।

৩০| ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১৫

চিটি (হামিদা রহমান) বলেছেন: আপনার রেসিপি দেখি খুব সোজা। আমি কখনো সন্দেশ বানাইনি। রসমালাই বানিয়েছিলাম। খারাপ হয়নি:)

আপনার রেসিপি দেখে এবার সন্দেশ বানানোর প্রজেক্ট হাতে নিতে হবে ছুটির দিনে। বৈদেশে থাকার এক যন্ত্রণা বলা চলে। মিষ্টি খেতে হলে ঝটকি ঝামেলার শেষ থাকে না। আজকে এক ভাবী কাস্টার্ড খাওয়ালো। খুব তৃপ্তি পেলাম :) একটু আগে খেয়ে ব্লগে বসলাম। আর আপনার খাওয়ার পোষ্ট চোখে পড়লো। পোয়া বারো:)


নুশেরার টিপস্‌টা সাথে রাখলে আরো সুস্বাদু হবে। নুশেরাকে ও ধন্যবাদ

আপনার জন্য শুভকামনা থাকলো।
ভালো থাকুন।

০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৫১

নির্ঝরিনী বলেছেন: চিঠি আপু বানাতে পারেন সন্দেশ.... আমি বেশ কয়েকবার বানিয়েছি, খারাপ লাগেনি....আর আপু ছানাটা বেশি মাখামাখি না করলেও হয়..

যখন মিস্টি খেতে ইচ্ছে করে, তখন বানিয়ে ফেলি..একটু ফাঁকিবাজি রেসিপি।

আর বইলেন না আপু ঝক্কি ঝামেলার কথা, রসগোল্লা বানাতে যেয়ে কতবার ফেল করেছি তার হিসেব নেই...তবুও শখ বলে কথা..

আমারও নেক্সট প্রজেক্ট রসমালাই বানানো আপনার রেসিপি দেখে..

আপু আপনিও ভালো থাকবেন...

৩১| ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪৪

শাওন৩৫০৪ বলেছেন: খামু:((:((

০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৫২

নির্ঝরিনী বলেছেন: বানায় খাও :):)

৩২| ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:১১

চিটি (হামিদা রহমান) বলেছেন: আমি আমার রেসিপি'র মত বানাইছি। খুব ভালো হয়েছিলো(নিজেই নিজের প্রশংসা করি)। বেশি করে মথতে হয়। তাহলে শক্ত থাকে না। বেশ নরম হয়। ছানার সাথে এলাচগুড়া দিয়ে অনেক্ষণ মথলে বেশ সুন্দর রসমালাই হয়।

বানানোর পর আওয়াজ দিয়েন। কেমন হলো জানায়েন।

১০ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৩৯

নির্ঝরিনী বলেছেন: চিঠি আপু, অবশ্যই বানাবো...আপনি যেভাবে বলেছেন সেভাবেই চেস্টা করবো...ঠিক আছে এলাচগুড়া দিয়ে ভালো করে মথে নিবো ছানা...ধন্যবাদ আপু রেসিপি দেবার জন্য।

অবশ্যই আওয়াজ দিবো...ছবি তুলে আপনাকে দেখাবো...

ভালো থাকবেন আপু...

৩৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১১

সুরঞ্জনা বলেছেন: প্রিয়তে রাখলাম।
ধন্যবাদ।

২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:২৭

নির্ঝরিনী বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ সুরঞ্জনা....

৩৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১৮

শয়তান বলেছেন: সনদেশ খাইতে মনচায় :(

২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৩০

নির্ঝরিনী বলেছেন: আহারে!! কি করবেন আর, খালাম্মাকে বলে দেখুনতো বানিয়ে দেয় কিনা..আর নইলে কিনে খেয়ে নিন...

শুভকামনা শয়তান, ভালো থাকুন।

৩৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৩৭

নিঃসঙ্গ বলেছেন: সন্দেশ :(

২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪৫

নির্ঝরিনী বলেছেন: আহারে!! আপনিও বুঝি খেতে পারেননি...

পরবাসে ব্যাচেলরদের আরও কস্ট...বিশেষ করে খাবারদাবারের জন্য...

৩৬| ২৯ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৬

এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: আজই ট্রাই মারতাছি।

৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:১৬

নির্ঝরিনী বলেছেন: শুনে খুব খুশী হলাম....

কেমন হলো আওয়াজ দিয়েন...

৩৭| ২৭ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:০৪

রেজোওয়ানা বলেছেন: রসোগোল্লা বানাতে গিয়ে আমারও এমন হয়েছিল। রসগোল্লা রসে ছেড়ে, ঢাকনি দিয়ে ঢেকে ৫ মি ফুটানোর কথা, হাল্কা আচে। পাচ মিনিট পরে ঢাকনা খুলে দেখি সব ছানার গোল্লা গলে গিয়ে থকে থকে একটা তরল পদার্থ সৃষ্টি হয়েছে। এরপর থেকে মিষ্টি প্রোজেক্ট শেষ।

তবে এই সন্দেশ বানাবো নেক্সট উইকেন্ডে ইনশাআল্লাহ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৩৯

নির্ঝরিনী বলেছেন: দুঃখিত এসরেজওয়ানা দেরীতে জবাব দেবার জন্য!!!!!!!!

রসগোল্লার জন্য ছানাটা খুব মসৃন এবং শুকনো হতে হবে...অনেক্ষন ধরে ছানা হাত দিয়ে মেখে মেখে মিহি করে ফেলতে হবে।

বানিয়েছিলেন কি সন্দেশ? কেমন হয়েছিলো!!!!!!!!!

আপনার পিচ্চির জন্য অনেক আদর রইলো...

৩৮| ০৩ রা এপ্রিল, ২০১০ রাত ১১:০০

মুনলাইট বলেছেন: দেখেত মনে হচ্ছে টেস্টি হবে।
আমার নেক্সট প্রজেক্ট হবে সন্দেশ বানানো।
ধন্যবাদ শেয়ার করার জন্য।++++

২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৫০

নির্ঝরিনী বলেছেন: শেষ পর্যন্ত কি বানিয়েছিলেন সন্দেশ!!!!!!

বেশ ক'জন বললো বানাবে কিন্তু কেউ এসে বললো না কেমন হয়েছিলো...:(

আপনাকেও ধন্যবাদ মুনলাইট...

৩৯| ২৯ শে এপ্রিল, ২০১০ রাত ১২:০৯

তুষারকনা বলেছেন: পরশু বানাবো ইনশাআল্লাহ....

০৩ রা মে, ২০১০ সন্ধ্যা ৬:২৭

নির্ঝরিনী বলেছেন: কেমন হয়েছিলো তুষারকনা?

শুভকামনা, ভালো থাকবেন।

৪০| ২৪ শে মে, ২০১০ রাত ৯:০১

নাজনীন১ বলেছেন: লোভ লাগলো, একবার বানিয়ে ফেলতে হবে। :)

স্পঞ্জের মিষ্টিটা মোটামুটি হয় আমার হাতে, রসমালাই ২/৩ বার ট্রাই করেছি, কেমন যেন গোল্লাগুলো ছেড়ে ছেড়ে যায়, আর দুধ নষ্ট করতে ইচ্ছা হলো না।

দেশে থাকতে গোলাপজামের গুঁড়োর প্যাকেট পাওয়া যেত, সেটা ঘরে এনে বানালে ভালই হতো।

রস মালাই, মালাই চাপ বেশি মিস করি! :(

২৮ শে মে, ২০১০ রাত ৮:৩১

নির্ঝরিনী বলেছেন: ধন্যবাদ নাজনীন। বানিয়ে কিন্তু জানিয়েন কেমন হলো!!!!!!!!!

আমিও খুব মিস করি রস মালাই! :(

স্পন্জের মিষ্টিটা বানানোর রেসিপি দেন, দেখি চেষ্টা করে পারি কিনা....:)

৪১| ২৮ শে মে, ২০১০ রাত ৮:৪৫

জেনারেশন৭৫ বলেছেন: ধন্যবাদ এটা শেয়ার করার জন্য। আমার ও গিন্নির ২ জনেরই মিষ্টি খুব পছন্দ। ভালোই হলো। এখন বানানো যাবে...... গিন্নিকে ও পড়ালাম এই মাত্র আপনার পোষ্ট টি।

আমিও জাপানে আছি সিজুকা ইউনিতে.....আপনি জাপানরে কোথায় থাকেন?

২৮ শে মে, ২০১০ রাত ৯:১৬

নির্ঝরিনী বলেছেন: আপনাদের কাজে লাগলেই আমার পোষ্ট দেয়াটা সার্থক......

যেভাবে দেখিয়েছি ওভাবেই ভাবীকে করতে বলবেন আর সেইসাথে নুশেরা কিছু টিপস দিয়েছে সেটাও দেখে নিলে আরো ভালোভাবে বানাতে পারবেন....

আমি টোকিওতে আছি....

৪২| ২৮ শে মে, ২০১০ রাত ৯:২০

~স্বপ্নজয়~ বলেছেন: আহারে শন্দেষ :(( :((

২৮ শে মে, ২০১০ রাত ৯:৩১

নির্ঝরিনী বলেছেন: আপনে যে আইসক্রীম বানান তার কাছে আমার এই সন্দেশ কিছুই না...

আপনেতো রসমালাইও বানাইছেন, সন্দেশটা ট্রাই করে দেখেন রসমালাইয়ের চেয়ে সহজ।

৪৩| ০৬ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৫০

রাহী বলেছেন: প্লাস দেয়ার জন্য আসলাম। দুইজন ভাবীকে রেসিপিটা দিয়েছিলাম। আর কিছু বলতে হয় নাই - এরপর থেকে খেতেই আছি...

অভাগাদের কথা চিন্তা করে আরও কিছু সিধা সিধা রেসিপি দেয়ার অনুরোধ রইল - যেনো একটু ভালো-মন্দ খেতে পারি....

৪৪| ২২ শে জুলাই, ২০১০ বিকাল ৫:০৬

মুনলাইট বলেছেন: জ্বী, আমি বানাতে সক্ষম হয়েছি।
আর খেতে ফাটাফাটি হয়েছে। নিজেই নিজের সুনাম করছি কারন আসলেই খেতে খুব ভালো হয়েছিলো।
আবারো ধন্যবাদ।

৪৫| ২৮ শে নভেম্বর, ২০১০ সকাল ৭:৩৯

আব্দুল্লাহ (রাইয়ান) বলেছেন: আপা জিভে পানি এসে গেল।

৪৬| ২৫ শে মার্চ, ২০১১ সকাল ৮:৩৩

জামিল আহমেদ জামি বলেছেন: মানবী বলেছেন: শেষ পর্যন্ত ছানা প্রস্তুত হলো- জীবনে প্রথম ছানা বানাবার আনন্দে আত্মহারা হয়ে বাসায় আট লিটার দুধ ছিলো, সবটুকু ছানা বানিয়ে ফেলেছি B-)

=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ :D :) :) :) :) :-B :-B :-B :-B =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ :P :P :P :P :P :P :P :P :P :P :P :-& B:-/ B:-) :-P :-P :-P :P :P :P :P :P =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.