নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক সাগর রক্তের বিনিময়ে,

বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না...

নির্ঝরিনী

ইচ্ছামতী নদী...

নির্ঝরিনী › বিস্তারিত পোস্টঃ

আমার ফড়িংটার আজ জন্মদিন

১০ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:১৯



সারাটাক্ষন সে ফড়িংয়ের মতোই ছুটোছুটিতে ব্যস্ত...ধরতে গেলে হাত থেকে ছুটে পালায়...মাঝে মাঝে ওকে আমি ফড়িং বলেই ডাকি, সেও খুব মজা পায়। দশই নভেম্বর আমার ফড়িং সোনার জন্মদিন।



এই ছবিটা আজকের



দিন কিভাবে চলে যায়!!! মনে হচ্ছে, এইতো সেদিন সে এলো পৃথিবীতে... দেখতে দেখতে আজ তার পাঁচ বছর হলো। সন্তানের আগমনের দিন সব মায়ের কাছেই এক বিশেষ দিন...স্মৃতির পাতায় আপন মহিমায় দিনটি ভাস্মর হয়ে রয়েছে...২৬ রোজার দিবাগত রাত মানে শবেকদরের রাত...নামাজ পরা শুরুই করেছিলাম কিছুটা দেরীতে...রাত বারোটার দিকে ধীরে ধীরে পরছি...মাটিতে সিজদাহ দিতে পারি না...চেয়ারের উপরে সিজদা দিয়ে কিছুক্ষন বিরতি দিয়ে দিয়ে নামাজ পড়লাম...ঘন্টা দুই পরে আর ভালোলাগছিলো না, ঘুমোতে গেলাম তিনটার দিকে...শুয়েও কিছুতেই স্বস্তি পাচ্ছিলাম না..একবার এইদিকে ঘুরি আরেকবার ঐদিকে ঘুরি...তার কিছুক্ষন পরেই বুঝতে পারলাম, তার পৃথিবীতে আসার সময় হয়ে গেছে। যদিও আসার কথা আরও ছয়দিন পরে ছিলো। রাত চারটার সময় হসপিটালে যেয়ে ভর্তি হলাম। ও পেটে আসার পর থেকেই অনেকের কাছ থেকে অনেক ধরনের কথা শুনেছিলাম,ভীষন কস্ট...অনেক সময় মা, বাচ্চা দুজনেই মারা যায়..এমনই নানা ধরনের কথা। এসব কথা মনে পড়ছিলো আর ভীষন ভয়ও করছিলো..তারউপরে পাশে পরম মমতাময়ী মা নেই, এই দূরদেশে সেইসময়টায় আসতে পরেননি। এই কারনে ভয়টা আরও বেশি লাগছিলো...তবে এখানের হসপিটালে হাজবেন্ডকে থাকতে দেয় পাশে ডেলিভারী হবার আগ মুহূর্ত পর্যন্ত। পরের দিন দুপুর দুইটায় সব যন্ত্রনা, কষ্টের অবসান শেষে নরমাল ভাবেই তার জন্ম। করুনাময়ের অশেষ রহমত কোনো অপারেশান ছাড়াই সুস্থ্য ভাবে তার জন্ম হয়েছে।

হওয়ার সাথে সাথেই নাড়ী কেটে ওকে আমার বুকে শুয়ে দিলো নার্স।

উঠে চোখ খুলে দেখার শক্তিটুকুও নেই, চোখ বন্ধ করেই অনুভব করতে পারছি, নরম তুলতুলে পাখির ছানার মতো ছোট ছোট হাত পা নাড়ছে...সেই সময়ের অনুভূতিটা এখনও চোখ বন্ধ করলই দেখতে পাই...আমার জীবনের শ্রেষ্ট অনুভূতি।



বয়স যখন একদিন



দুই বছর থেকেই ওকে ডেকেয়ারে রাখতে হয়। প্রথম দিকে কিছুতেই থাকতে চাইতো না...রেখে আসার সময় জামা ধরে কান্নাকাটি করতো, আর ছাড়তে চাইতো না। জামার কোনাটা ঐ ছোট্ট হাতের মুঠো থেকে ছাড়িয়ে সিড়ি দিয়ে নীচে নেমেও ওর কান্নার আওয়াজ পাওয়া যেতো..যতক্ষন শুনতে পেতাম ততক্ষন নীচেই দাড়িয়ে থাকতাম...একসময় যখন আর শব্দ পেতাম না তখন চোখ মুছে নিজের কাজে যেতাম।



পার্কে কাঠের ট্রেনে



বাসায় সে সবসময়ই বাংলাতেই কথা বলে...ডেকেয়ারে ও ছাড়া বাকী সবাই জাপানিজ, বাধ্য হয়েই ওকে জাপানিজ বলতে হয়। কিন্তু গেট থেকে বের হবার সাথে সাথেই তার বাংলা কথার ফুলঝুড়ি ফোটে...ফিরতে ফিরতে কোনোদিন সন্ধ্যা হয়ে গেলে, আকাশে যখন টুপকরে চাঁদটা উঠে পরে...তার প্রশ্ন, চাঁদটা কেনো শুধু আমার সাথে সাথেই হাটে!!!!! কেনো তোমার সাথে যায় না!!! আমি থামলেই কেনো থেমে যায়!!!! আর আমাদের বাসার কাছে এসেই কেনো চুপ করে বসে থাকে!!!!



পাশ বালিশ দিয়ে ঘোড়া খেলা



আমি যদি কখনো বাসায় হঠাৎ কোনো শব্দ জাপানিজে বলি...সাথে সাথে বলবে, তুমি যেভাবে সবসময় কথা বলো...ওভাবেই বলো মানে আমার মুখে বাংলা কথাটাই বেশি পছন্দ করে। বছর খানেক আগে যখন রাতে কিছুতেই ঘুমোতে চাইতো না, তখন ওকে কোলের মধ্যে নিয়ে বাংলা ছড়া সুর করে করে শোনাতাম...তখন চুপ করে শুনতে শুনতে ঘুমিয়ে যেতো...এভাবে বেশ কয়েকটা বাংলা ছড়া বলতে পারে..."ঐ দেখা যায় তালগাছ", "আগডুম বাগডুম", "আয় ছেলেরা আয় মেয়েরা"



গাড়ী চালানোতেই রাজ্যের আনন্দ



এখন সে প্রিস্কুল টাইপের একটা সেন্টারে যায়...এখানে ছয়বছর বয়স থেকে স্কুল। প্রিস্কুলে পড়াশুনা তেমন বই ধরে ধরে না..খেলতে খেলতে পড়া...রং চেনা...বেশিরভাগ সময়ই সে কাগজ দিয়ে ওরিগামি বানাতে পছন্দ করে...শুধু ও না, সব বাচ্চা গুলোই দেখি ওরিগামি বানাতে পারদর্শি...কি বানাতে পারে না, এই ছোট ছোট পিচ্চিরা বিড়াল থেকে শুরু করে বক, প্লেন আরও কত কিযে বানায়...প্রতিদিন নানান রকমের ওরিগামি নিয়ে আসবে বাসায়, সেই সাথে আমাকেও সেগুলো শিখাবে :)



তখন কেবলই দাত উঠা শুরু করেছে



ওর স্কুলে যেতে দশ থেকে পনেরো মিনিটের হাটা রাস্তা...আমাদের দুজনের যতকথা এই রাস্তাতেই...একদিন ওকে প্রশ্ন করলাম, তুমি আমার কি হও? সাথে সাথে ওর উত্তর আমি তোমার বন্ধু। আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছি, এত ছোটবেলাতেই এত সত্যি কথাটা সে কিভাবে শিখে ফেললো!!!!! এখন আমার দিন রাত প্রতিটা মুহূর্ত কাটে এই ছোট্ট বন্ধুটাকে ঘিরে..পুরোটা সময় জুড়ে থাকে সে।



হামাগুড়ির বয়সটাতে

পথে যেতে যেতে একদিন বললাম, দেখো রাস্তায় অনেক গাড়ী-ঘোড়া থাকে, সাবধানে হাটবে...মাথা ঝাকিয়ে বললো হুম, কিন্তু রাস্তায়তো কোনো ঘোড়া নেই মামনি!!! বললাম ওটা কথার সাথে মিলিয়ে বলেছি..সে বুঝতে চায় না... তার কথা রাস্তায় যেহেতু ঘোড়া নেই, তাই ওকথা বলা যাবেনা...কি আর করা, তার কথাতেই সায় দিতে হয়। এমন নানান ধরনের কথায় সে প্রায়ই আমার ভুল ধরে :|



আমার ছেলের নাম জাওয়াদ



আরেকদিন ফিরতি পথে সন্ধ্যা পেরিয়ে গেছে, তুমুল বৃষ্টি হচ্ছে...বৃষ্টির পরিমান এত বেশি যে এক হাত দূরের মানুষ পর্যন্ত দেখা যাচ্ছে না। সাথে বেশ জোড়ে বজ্রপাতও, সত্যি বলতে কি আমার বেশ খানিকটা ভয়ই লাগছিলো... হেটে হেটে ফিরছিলাম...ছোট্ট বন্ধুকে জিজ্ঞাসা করলাম, তুমি কি ভয় পাচ্ছ? সে বললো না একটুও নাকি ভয় পাচ্ছে না...আমি বললাম, আমার‌তো খুব ভয় করছে...ও বলে কোনো ভয় নেই, আমি আছি না তোমার সাথে ...সেদিন সেই বৃষ্টির মধ্যে ছোট্ট হাতটা ধরে পথ চলতে থাকলাম...



এমন করেই কেটে যাচ্ছে আমাদের দিন...

মন্তব্য ১০৯ টি রেটিং +২৩/-০

মন্তব্য (১০৯) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২১

মেঘ দূত বলেছেন: শুভজন্মদিন।

১০ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২৫

নির্ঝরিনী বলেছেন: ধন্যবাদ মেঘ দূত।

ভালো থাকুন।

২| ১০ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২২

বৃত্তবন্দী বলেছেন: হেপ্পি বাড্ডে টু জাওয়াদ...

১০ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২৬

নির্ঝরিনী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বৃত্তবন্দী...
আপনার এর আগের ফড়িংয়ের ছবিটা ওকে দেখিয়েছিলাম...
খুশি হয়েছিলো।

৩| ১০ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২৫

~স্বপ্নজয়~ বলেছেন: হ্যাপি বার্থডে সোনামনি !:#P !:#P !:#P

অনেক অনেক আদর :) :)

১০ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৩০

নির্ঝরিনী বলেছেন: অসংখ্য ধন্যবাদ স্বপ্নজয়...

টমতো তার খুবই ফেবারিট...ব্লগিং করার সময় মাঝে মাঝে এসে প্রোফাইলের ছবি থেকে কার্টুনের ছবি খুঁজে, বিশেষ করে টম আর জেরীকে পেলে খুবই খুশি।

৪| ১০ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২৫

লীনা দিলরূবা বলেছেন: মিষ্টি বেবীটাকে জন্মদিনের শুভেচ্ছা।

১০ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৩১

নির্ঝরিনী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ লীনা আপু...

শুভেচ্ছা আপু, ভালো থাকবেন।

৫| ১০ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২৫

আমিই জিনিয়া বলেছেন: দুষ্টু মিষ্টি ফরিংটাকে অনেক অনেক আদর আর জন্মদিনের শুভেচ্ছা।:)

১০ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৪

নির্ঝরিনী বলেছেন: আদর পৌছে দেবো...ধন্যবাদ জিনিয়া :)

৬| ১০ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২৭

পুরাতন বলেছেন: আপু আপ্নার ফড়িঙ টাকে জন্ম দিনের অনেক অনেক শুভেচ্ছা আর আদর...:)...আপ্নার ফড়িঙ টা অনেক কিউট.. :D .(নার্সটাও :P )

১০ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৪০

নির্ঝরিনী বলেছেন: হা হা হা :) :)
অনেক অনেক ধন্যবাদ পুরাতন...
নার্সটার তখনই কলেজে পড়ুয়া এক ছেলে ছিলো...এতদিনে উনার ছেলে হয়তো ইউনি থেকে পাশ করে বেরও হয়ে গেছে :p

৭| ১০ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৩১

হেমায়েতপুরী বলেছেন: পুরাতন বলেছেন:....আপ্নার ফড়িঙ টা অনেক কিউট.. .(নার্সটাও )

জন্মদিনের শুভেচ্ছা ফড়িংটাকে।

১০ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৩

নির্ঝরিনী বলেছেন: হুমম নার্সটা আসলেই সুন্দরী ছিলো...

অনেক ধন্যবাদ হেমায়েতপুরী শুভেচ্ছার জন্য।

৮| ১০ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৬

মুকুট বলেছেন:


হেপ্পি বাড্ডে ফড়িং সোনামনি। অনেক বড় হয়ে গেছে আপা। শুভকামনা আপনাদের সবার জন্য।

১০ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৫০

নির্ঝরিনী বলেছেন: অশেষ ধন্যবাদ মুকুট।

হুমম দেখতে দেখতে বড় হয়ে গেলো, মনে হচ্ছে এইতো সেদিন এলো পৃথিবীতে।

এখন বলছে ব্লগিং বাদ দিয়ে আমার সাথে রেসিং খেলো...

শুভকামনা রইলো তোমার জন্য, ভালো থাকো।

এবার দেশে বিয়ে সাদী করতে যাচ্ছো নাকি :)

৯| ১০ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৯

ভাবসাধক বলেছেন: বাচ্চা আছে বলেই আমাদের জীবন টা এত সুন্দর ।

Happy birthday to JAWAD.

আমার ছেলের জন্য এই নাম টা খুব পছন্দ ছিলো শেষ পর্যন্ত রাখা হয়নি ।
ধন্যবাদ পোস্টে দারুন ভাবে আবেগ এবং ভাষার প্রকাশের জন্য ।

১০ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৩৫

নির্ঝরিনী বলেছেন: ঠিক বলেছেন...বাচ্চাদের জন্যই জীবনটা অনেক আনন্দের হয়ে উঠে।

ধন্যবাদ মাহমুদ।
আপনার ছেলের নাম শেষ পর্যন্ত কি রাখলে?
আপনাদের জন্যও শুভেচ্ছা থাকলো...

১০| ১০ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৪২

শ।মসীর বলেছেন: ফড়িং সোনকে শুভ জন্মদিন !!!

১০ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৩৬

নির্ঝরিনী বলেছেন: অনেক অনেক ধনবাদ শামসীর।

ভালো থাকুন।

১১| ১০ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৩

ম্যাক্স পেইন বলেছেন: জাপানে থাইকা কি জাওয়াদ হালকা জাপানীজ লুক পাইল নাকি, জাপানী মাইয়ারা তো.....................

১০ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৩৯

নির্ঝরিনী বলেছেন: পরিবেশের একটা ব্যাপার আছে না...:)

ছোটবেলায় পুরোই জাপানিজদের মতো চেহারা ছিলো....এখন চেন্জ হয়ে যাচ্ছে....

১২| ১০ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৫০

ভাবের অভাব বলেছেন: "ক্ষুদে মানুষ বড় হও" জাওয়াদকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

১০ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৪১

নির্ঝরিনী বলেছেন: ধন্যবাদ ভাবের অভাব...
দোয়া করবেন ওর জন্য, যেনো সত্যিকারের মানুষ হতে পারে...

১৩| ১০ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৫১

মহলদার বলেছেন: ফড়িংটার জন্য অনেক আশীষ রইল। শুভ জন্মদিন।

১০ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৪৩

নির্ঝরিনী বলেছেন: ধন্যবাদ মহলদার...
আপনার মেয়েটা কেমন আছে...
শুভকামনা থাকলো, ভালো থাকবেন।

১৪| ১০ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৫২

পারভেজ বলেছেন: পিচ্চিটা তো দেখতেও জাপানী জাপানী হয়ে গেছে :)
খুব সুইট মাশাল্লাহ।

১০ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৫৪

নির্ঝরিনী বলেছেন: হুম ছোটবেলায় একদম জাপানিজ বাচ্চাদের মতোই দেখতে ছিলো :)

ধন্যবাদ পারভেজ।

১৫| ১০ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৯

নাম বলা যাবে না বলেছেন: বেচে থাক বাবা।

১০ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৫৬

নির্ঝরিনী বলেছেন: দোয়ার জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।

নিকটা ভালো হয়েছে, নাম বলা যাবে না :)

১৬| ১০ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৯

মোজাম্মেল প্রধান বলেছেন:
শুভ জন্মদিন ফড়িং সোনা !

১০ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৫৮

নির্ঝরিনী বলেছেন: অনেক ধন্যবাদ মোজাম্মেল প্রধান।

১৭| ১০ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:০৪

তুহিন২৭ বলেছেন: সন্তানের জন্ম দিয়েছে, সেই বোঝে তার প্রতি আদরের উৎসা টা কোথায়। ভাল লাগল, কামনা করি, আপনার সন্তানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য আর উজ্জ্বল ভবিষ্যত।

শুভ জন্মদিন, বেঁচে থাকো লক্ষ বছর, এই দুনিয়াতে ছড়িয়ে দাও, তোমার মেধার আলো জাওয়াদ।

১১ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:১৫

নির্ঝরিনী বলেছেন: আপনার সুন্দর মন্তব্যটাও ভালো লাগলো তুহিন।

শুভকামনা থাকলো আপনার জন্য, ভালো থাকবেন।

১৮| ১০ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:০৪

তুহিন২৭ বলেছেন: সন্তানের জন্ম দিয়েছে, সেই বোঝে তার প্রতি আদরের উৎসা টা কোথায়। ভাল লাগল, কামনা করি, আপনার সন্তানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য আর উজ্জ্বল ভবিষ্যত।

শুভ জন্মদিন, বেঁচে থাকো লক্ষ বছর, এই দুনিয়াতে ছড়িয়ে দাও, তোমার মেধার আলো জাওয়াদ।

১৯| ১০ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:০৯

নোঙ্গর ছেঁড়া বলেছেন: আপ্নার ফড়িংয়ের জন্য অনেক অকেন শুভকামনা।
ভালো থাকবেন।
আমারও একটা ফড়িং আছে।

এই যে আমার ফড়িং

ওর জন্মেছে ০১-০১-২০০৯.. :)

১১ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:২৩

নির্ঝরিনী বলেছেন: দেখে এলাম আপনার তাহিতিকে...খুব সুন্দর নাম।

ধন্যবাদ আপনাকে নোঙ্গর ছেঁড়া, লিংক দেবার জন্য...নইলে হয়তো দেখাই হতো না আপনার পোস্ট...চোখের আড়ালেই থেকে যেতো।

ওর জন্য অনেক আদর...



২০| ১০ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:১১

এস রহমান বলেছেন: শুভ জন্মদিন জাওয়াদ... অনেক অনেক আদর

১১ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৩৪

নির্ঝরিনী বলেছেন: ধন্যবাদ এস রহমান।

২১| ১০ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:২৯

এস,আহমেদ বলেছেন: শুভ জন্মদিন আর অনেক আদর রইলো আপনার ফড়িংটার জন্যে।

১১ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৪৩

নির্ঝরিনী বলেছেন: আদর পৌছে দেবো।

শুভেচ্ছার জন্য ধন্যবাদ এস আহমেদ।

২২| ১০ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৩০

মুখ ও মুখোশ বলেছেন: আমার দোস্ত (আজ আমারও জন্মদিন) কিউট ফড়িংটাকে জন্মদিনের শুভেচ্ছা, আদর ও ভালবাসা। সন্তানের প্রতি ভালবাসা অকৃত্রিম, অফুরন্ত ও সবসময়। আপনার ও আপনাদের ভালবাসায় বেড়ে উটুক ফড়িং।

আমারও একটা ঘাসফড়িং আছে। সময়কাটে তার সাথে। সারাক্ষন ব্যস্ত রাখে নানান কথায়। কথা একটু না শুনলেই কাট্টি। বেশ ভালই আছি।


আপনার ও আপনাদের যত্নে বেড়ে উটুক ফড়িং এই কামনাই করি। সবাই মিলে ভাল থাকবেন আপু।



Click This Link

১১ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৪২

নির্ঝরিনী বলেছেন: আপনাকেও জন্মদিনের শুভেচ্ছা।
মেয়েকেও অনেক অনেক আদর।

দেখলাম আপনার পোস্ট...এমনই অকৃত্তিম ভালোবাসায় বেড়ে উঠুক আমাদের সবার সন্তানেরা...
আপনারাও ভালো থাকবেন।

২৩| ১০ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৬

নীরজন বলেছেন: শুভ জন্মদিন বাবা............

১১ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৩৪

নির্ঝরিনী বলেছেন: বাহ!! কি দারুন করে বললেন নীরজন, মনটাই ভরে গেলো...

২৪| ১০ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৯

সাইফুর বলেছেন: শুভ জন্মদিন জাওয়াদকে

১১ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৪৫

নির্ঝরিনী বলেছেন: ধন্যবাদ সাইফুর।

আপনাকে বেশ কিছুদিন পর পর দেখা যায়!!!!

২৫| ১০ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৪০

কৌশিক বলেছেন: ওর বাবা কি চাইনিজি? B-)

১১ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৪৬

নির্ঝরিনী বলেছেন: না ওর বাবা খাঁটি বাঙালী :)

২৬| ১০ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৪১

ওসমানজি২ বলেছেন:

১১ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৪৭

নির্ঝরিনী বলেছেন: বাহ!! কেকটা খুবই চমৎকার।
আমার নিজেরই খেয়ে ফেলতে ইচ্ছে করছে।

২৭| ১০ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৫

নষ্ট গিটার বলেছেন: ফড়িংটা রে কোলে নিয়ে আদর করতে মন চায়।

দোয়া থাকল।

১১ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৫১

নির্ঝরিনী বলেছেন: কোলে উঠার জন্য খুবই অস্থির থাকতো ছোটবেলায়, কিন্তু নেওয়ার মতো কেউ নেই...এখন অবশ্য একটু বড় হয়েছে, আর কোলে উঠতে চায় না..

অশেষ ধন্যবাদ নষ্ট গিটার।

২৮| ১০ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৫

নাজমুল আহমেদ বলেছেন:

হেপ্পি বাড্ডে ভাইগ্না !:#P !:#P



ভাইগ্না মাশাল্লাহ কিউট আছে। বেঁচে থাকো ভাইগ্না, বড় মানুষ হও।

১১ ই নভেম্বর, ২০০৯ রাত ১:০২

নির্ঝরিনী বলেছেন: ধন্যবাদ নাজমুল আহমেদ।

দোয়া করবেন ওর জন্য।

আপনিও ভালো থাকুন।

২৯| ১০ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৭

শওকত হোসেন মাসুম বলেছেন: শুভ জন্মদিন

১১ ই নভেম্বর, ২০০৯ রাত ১:০৩

নির্ঝরিনী বলেছেন: অনেক ধন্যবাদ মাসুম ভাই...

৩০| ১০ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৯

বড় বিলাই বলেছেন: ফড়িং বাবুটাতো অনেক কিউট। অনেক অনেক শুভেচ্ছা।

১১ ই নভেম্বর, ২০০৯ রাত ১:০৫

নির্ঝরিনী বলেছেন: ছোটবেলায় বেশি কিউট ছিলো, এখন যত বড় হচ্ছে তত পরিবর্তন আসছে চেহারায়...

ধন্যবাদ বড় বিলাই।

৩১| ১০ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:০১

শাওন৩৫০৪ বলেছেন: ওয়ে, শুভ জন্মদিন..:)

১১ ই নভেম্বর, ২০০৯ রাত ১:০৫

নির্ঝরিনী বলেছেন: ওয়ে, ধন্যবাদ শাওন..:)

৩২| ১০ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:১৬

মহসিন৭১ বলেছেন: ধন্যবাদ। জন্ম দিনের সুভেচ্ছ বাবুকে। আর মাত্র পাঁচ দিন পর জন্ম হলে ভালই হতো। আমার বড় ছেলের জন্ম দিন ১৬ নভেম্বর। ২০০৩ সালে। সে রাতে আমার বউয়ের কি কষ্ট হয়েছিল তা আমরা পুরুষেরা কখনই অনুভব করতে পারবো না। তবে আমিও সেদিন সারা রাত নির্ঘুম কাটিয়েছিলাম। প্রথম সন্তান পেলাম ১৬তারিখ দুপুরে।

১১ ই নভেম্বর, ২০০৯ রাত ১:০৮

নির্ঝরিনী বলেছেন: হুমম..ওর জন্ম হবার ডেট ১৬ তারিখেই ছিলো, কিন্তু ও আর থাকতে চাইলো না পেটের মধ্যে...

আপনার ছেলের জন্য অনেক আদর...

৩৩| ১০ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:১৬

জটিল বলেছেন: লেখা ও ছবি মিলিয়ে অনেক ভাল লাগল । টুকরো অনুভূতিগুলো এরকমই । শুভ জন্মদিন জাওয়াদ কে ।

১১ ই নভেম্বর, ২০০৯ রাত ১:০৯

নির্ঝরিনী বলেছেন: বেশ কিছুদিন পরে মনেহয় দেখলাম আপনাকে...

ধন্যবাদ জটিল...
এইতো এভাবেই কাটছে আমাদের দিন..
শুভকামনা, ভালো থাকবেন।

৩৪| ১০ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:২২

আশাবাদী মানুষ বলেছেন: শুভ জন্মদিন আপনার ফড়িংয়ের জন্য। ভালো থাকুক আপনার বন্ধু ।

জীবনের শ্রেষ্ঠ অনুভূতিকে শ্রদ্ধা।

১১ ই নভেম্বর, ২০০৯ রাত ১:১১

নির্ঝরিনী বলেছেন: ধন্যবাদ আশাবাদী মানুষ।
দোয়া করবেন ওর জন্য...

দেশে যাচ্ছেন কবে?

৩৫| ১০ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৩

তাজা কলম বলেছেন:
শুভ জন্মদিন ফড়িং বাবু।

১১ ই নভেম্বর, ২০০৯ রাত ১:১২

নির্ঝরিনী বলেছেন: ধন্যবাদ তাজা কলম।

৩৬| ১০ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৯

বোহেমিয়ান কথকতা বলেছেন: ফড়িং বাবুটাকে শুভ জন্মদিন

খুব সুইট ।

১১ ই নভেম্বর, ২০০৯ রাত ১:১২

নির্ঝরিনী বলেছেন: ধন্যবাদ বোহেমিয়ান কথকথা।

৩৭| ১০ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২৫

হাসান মাহবুব বলেছেন: ওয়াও! কি সুইট! শুভ জন্মদিন।

১১ ই নভেম্বর, ২০০৯ রাত ১:১৩

নির্ঝরিনী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ হাসান মাহবুব।

৩৮| ১০ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৪১

জেরী বলেছেন: ফড়িংটাকে শুভ-জন্মদিন আর অনেক আদর!:#P !:#P

১১ ই নভেম্বর, ২০০৯ রাত ১:১৫

নির্ঝরিনী বলেছেন: জেরীর শুভেচ্ছা পেলেতো ও মহাখুশি...
টম-জেরীকে খুবই পছন্দ করে...সেই সাথে আমারও পছন্দ :)
ধন্যবাদ জেরী।

৩৯| ১০ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:৪৪

অমাবশ্যার চাঁদ বলেছেন: শুভ জন্মদিন জাওয়াদ

১১ ই নভেম্বর, ২০০৯ রাত ১:১৭

নির্ঝরিনী বলেছেন: ধন্যবাদ অমাবশ্যার চাঁদ।

৪০| ১০ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৩৮

কালপুরুষ বলেছেন: শুভ জন্মদিন ফড়িংসোনা। অনেক অনেক শুভেচ্ছা আর দোয়া রইলো।

১১ ই নভেম্বর, ২০০৯ রাত ১:১৭

নির্ঝরিনী বলেছেন: দোয়া আর শুভেচ্ছার জন্য অনেক অনেক ধন্যবাদ কালপুরুষদা।

৪১| ১০ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৩৯

অনন্ত দিগন্ত বলেছেন: ফড়িং সোনা কে অনেক অনেক আদর আর জন্মদিনের এত্ত এত্ত শুভেচ্ছা

১১ ই নভেম্বর, ২০০৯ রাত ১:১৮

নির্ঝরিনী বলেছেন: জন্মদিনের এত্ত এত্ত শুভেচ্ছার জন্য তোমাকেও এত্ত এত্ত ধন্যবাদ অনন্ত।

৪২| ১০ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৪১

ভুরিদত্ত বলেছেন: জাওয়াদ মানে বোধ হয় জেনেরাস?

১১ ই নভেম্বর, ২০০৯ রাত ১:১৯

নির্ঝরিনী বলেছেন: আমিতো জানি জাওয়াদ মানে দানশীল।

৪৩| ১১ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:২৭

সাইফুর বলেছেন: পিচ্চিটারে খুবই কিউট লাগছে

১১ ই নভেম্বর, ২০০৯ রাত ১:১৯

নির্ঝরিনী বলেছেন: :) :)

৪৪| ১১ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৫৭

সাইফুর বলেছেন: ইদানিং তেমন রেগুলার না ..
আর বাসায় যখন থাকি তখন কারেন্টের আসা আর যাওয়া ..কারেন্ট নিয়েই বিরক্ত..

ব্লগে থাকিইনা

অনেক পোষ্টই মিস হয়

আমাদের বেশ কয়েকজন ব্লগারই জাপানে ছিল
আপনি যে জাপানে এটা আজ জানলাম :)

১১ ই নভেম্বর, ২০০৯ রাত ১:২৩

নির্ঝরিনী বলেছেন: আমিও অবশ্য খুব বেশি রেগুলার না...যখন একটু সময় পাই তখন একনজর চোখ বুলিয়ে যাই...অনেক সময় মন্তব্যও করা হয় না।

এখনও নবীন কয়েকজন ব্লগার আছেন জাপানের..মুকুট আছে, ফেরারী পাখি আপু আছেন।

তাজীন আপুর পোস্ট আমি পড়েছি..উনার লেখা ভালো লাগে...আমি আসার পরে উনি আর এখন তেমন লিখেন না।

৪৫| ১১ ই নভেম্বর, ২০০৯ রাত ১:৩৮

একরামুল হক শামীম বলেছেন: শুভ জন্মদিন :)

১২ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:২৭

নির্ঝরিনী বলেছেন: ধন্যবাদ একরামুল হক শামীম।

৪৬| ১২ ই নভেম্বর, ২০০৯ সকাল ৭:৪৭

নতুন রাজা বলেছেন: আপু, পিচ্চিটাকে আমার শুভেচ্ছা পৌছে দিয়েন। ওর জন্য লক্ষকোটি শুভ কামনা থাকলো।

আমরা এখন হংকং-এ। ফিরে আসছি আবার ২১ দিনের পর। পরে আবার কথা হবে। ভালো থাকবেন...

১২ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:৩০

নির্ঝরিনী বলেছেন: শুভেচ্ছা পৌছে দেবো নতুন রাজা...

আপনারা তাহলে ফিরে আসছেন।

ভালোভাবে পৌছান...তারপরে শোনা যাবে কেমন সময় কাটলো দেশে আপনাদের!!!!!

৪৭| ১৪ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১২

মানবী বলেছেন: মাশআল্লাহ্ আমাদের জাপানী ফড়িংটা খুব কিউট :)
গাড়ির সাথে ঘোড়ার গলদটা ধরতে পেরেছে..আল্লাহ্'র রহমতে এই বয়সে ওর বুদ্ধি মুগ্ধহবার মতো!!


ঠিকই তো নির্ঝরিন এমন বীর পুরুষ সাথে আর আপনি সামান্য ঝড় বৃষ্টিতে ভয় পেলে হবে!!! :-)


ছোট্ট জাওয়াদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা।

১৪ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৩

নির্ঝরিনী বলেছেন: মানবী আপু এত সুন্দর করে বললেন, মনটা ছুঁয়ে গেল...

অশেষ ধন্যবাদ শুভকামনার জন্য...

হা হা হা ঠিকই বলেছেন, বীর পুরুষ...আমাকে সবসময়ই সে সাহস দিয়ে যায়।

আপু ওকে নিয়ে মাঝে খুব চিন্তা হয়...দেশের কিছুই ওর জানা হল না...

ভাষা দিবস, বিজয় দিবস, স্বাধীনতা দিবস...এগুলোতে বলে বোঝানোর কিছু না...মাঝে মাঝে খুব সিদ্ধান্তহীনতায় ভূগী...কি করবো বুঝে উঠতে পারি না...ফিরে যাবো না থেকে যাবো...কিছুই মাথায় আসে না...

আপনার জন্যও অনেক শুভকামনা থাকলো, ভালো থাকবেন।

৪৮| ১৪ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫২

মানবী বলেছেন: ‌এখনওতো খুব ছোট, আপনাদের আন্তরিক চেষ্টা অব্যহত থাকলে সময় হলে সব কিছুই বুঝবে ইনশাহআল্লাহ্।
জাপান আর বাংলাদেশ, দুটোকেই ও জানবে...

আমার মনে হয় দেশে থাকা না থাকাটা বড় নয়, আসল ব্যাপার হলো পারিবারিক শিক্ষা। অনেকে জীবনে দেশের বাইরে একটি পা রাখেনি অথচ শুদ্ধভাবে বাংলা বলাতে তাদের ভারী কষ্ট, ইংলিশ আর বাংলা মিশিয়ে অদ্ভুত বিরক্তিকর ভাষায় কথা বলা, একবছরও হয়নি প্রবাসে এসেছে অথচ বাংলা ভাষা বা বাংলাদেশের অস্তিত্ব যেনো জানেনা!!!... আমার ধারনা এসব হীনমণ্যতার ফল!

পারিবারিক মূল্যবোধ, দেশপ্রেম আর আত্মমর্যাদাবোধ অটুট থাকলে জাওয়াদ সময় মতো সব জেনে যাবে, শিখে যাবে ইনশাহআল্লাহ্ :-)


শুভ কামনার জন্য ধন্যবাদ আপু। ভালো থাকুন।

১৪ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২০

নির্ঝরিনী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু, আপনার মূল্যবান মতামতের জন্য...

অবশ্যই চেষ্টা থাকবে...বিশেষভাবে বাংলা ভাষাটা সঠিক ভাবে শেখা...কথা বলতে ভালোভাবেই পারে, সেটা যেনো ভুলে না যায়...আর লিখাটা শেখাতে হবে...

আপনিও ভালো থাকবেন।

৪৯| ২০ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৫

অপ্‌সরা বলেছেন: হায়হায় ফড়িং বাবুটার জন্মদিন চলে গেলো আপুনি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

আমি জানতে পারিনি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


অনেক অনেক শুভেচ্ছা বাবুটার জন্য আপুনিমনি......
অনেক অনেক ভালো থেকো তোমরা আর অনেক বড় হোক বাবুটা!!!!!

২০ শে নভেম্বর, ২০০৯ রাত ৮:১৮

নির্ঝরিনী বলেছেন: তুমিতো স্বর্গরাজ্যে ছিলে, কিভাবে জানবে মর্ত্যের ফড়িং বাবুর জন্মদিন..:)

শুভেচ্ছার জন্য অনেক অনেক ধন্যবাদ অপসরা।

দোয়া করো ওর জন্য।

তুমিও ভালো থাকো।

৫০| ২০ শে নভেম্বর, ২০০৯ রাত ৮:৩২

কাব্য বলেছেন:
অনেক দেরী হয়ে গেলো :(। রাগ করোনা বাবুটা :)

হ্যাপি বার্থডে !:#P

২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ৮:০৬

নির্ঝরিনী বলেছেন: আমারো মন্তব্যর জবাব দিতে দেরী হয়ে গেল :(

অনেক অনেক ধন্যবাদ কাব্য...

না বাবুটা একটুও রাগ করেনি...খুব খুশি হয়েছে সে...
ঈদ মোবারক...ভালো থাকো।

৫১| ২০ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:২৬

সামছা আকিদা জাহান বলেছেন: বড্ড দেরি হয়ে গেল? ওকে অনেক অনেক আদর আর ভালবাসা। দোয়া করি ও যেন মানুষ হয়।
ভাল থেকো আপু।

২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ৮:০৯

নির্ঝরিনী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু...

দোয়া করবেন ওর জন্য...

আপনার বাবুদের জন্যও অনেক অনেক আদর আর ভালোবাসা থাকলো।

ঈদ মোবারক...ভালো থাকবেন।

৫২| ২৫ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:০৯

টুমটি বলেছেন: আপনার ফড়িং টা দেখতে জাপানী ফরিং-দের মতোই........অনেএএএএক কিউট।

অনেক আদর আর ভালোবাসা রইল তার জন্য।

৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:১০

নির্ঝরিনী বলেছেন: ধন্যবাদ টুমটি...

হুমম আগে অনেকটাই জাপানীদের মত ছিলো দেখতে তবে এখন বেশ খানিকটা বদলে গেছে....

আদর আর ভালোবাসার জন্য অশেষ কৃতজ্ঞতা...

ভালো থাকুন।

৫৩| ১০ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:৫৭

সুলতানা শিরীন সাজি বলেছেন:
অনেকদিন আসিনি তোমার ব্লগ বাড়ি......
আসলে ব্লগেই অনেক অনিয়মিত ছিলাম.......আসলেও এত কম সময়ের জন্য বসা।
তোমার ফড়িংটাকে অনেক অনেক আদর দিও..........
অনেক ভালো থেকো।
শুভেচ্ছা।

১৪ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:০৮

নির্ঝরিনী বলেছেন: সাজি আপু আমিও অনিয়মিত...এমন কি পছন্দের ব্লগারদের লেখাও ঠিকমতো পড়া হয় না...

অনেক ধন্যবাদ আপু...আদর দিয়ে দিব ফড়িংটাকে...

আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা...

সবাইকে নিয়ে ভালো থাকবেন।

৫৪| ১১ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:৫৫

ফেরারী পাখি বলেছেন: জাওয়াদ বাবা, তুমি কি জান যে, তোমার এই আন্টিটা খুবই পঁচা মা।

এই দেখ তোমার ভালো মামনি টা এত সুন্দর একটা লেখা দিয়েছে--আর তোমার এই পঁচা আন্টিটা সেটা দেখতেই পায়নি।

আমাকে "ভেরী ব্যাড বলে একটা বকা দিয়ে দিও তো!"

জান, আমার বেবীটা মাঝে মাঝে আমাকে বকা দেয়--"আম্মু তুমি কিচ্ছু বোঝ না।"

স্যরি বাবা তোমার জন্মদির কখন চলে গেছে বুঝতেই পারিনি।

তুমি তোমার মা'কে তোমাকে ঐ কবিতাটা শেখাতে বলো--"মনে কর মা'কে নিয়ে যাচ্ছি অনেক দূরে/ "
মুখস্থ করে এই পঁচা আন্টিকে শোনাবে, কেমন?

দোওয়া রইল বাবা, এভাবেই মা'র আঙ্গুল ধরে থেক। মা'কে পাশাপাশি রেখ।

১৯ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:৫৯

নির্ঝরিনী বলেছেন: দেখেছো আমার মামনিটাও কেমন পঁচা, তুমি এত সুন্দর করে মন্তব্য করলে আর তার জবাব এতদিন পরে দিচ্ছে...

তুমি কিছুতেই পঁচা আন্টি হতে পারনা!!!!!!

তোমার বেবিটার মতোই তুমি অনেক ভালো এক আন্টি। তুমি কি জানো আমি রাজেশ্বরী আপুর সাথে কিছুটা সময় খেলেছিলাম আর তোমার লেখায় আপুর ছবিটা মামনি যখন দেখালো এতদিন পরেও ঠিক মনে করতে পেরেছি...আপুটা অনেক ভালো অতটুকু সময়ের মধ্যেই সে আমাকে তার তিনটা কার্টুনের ব্যাজ থেকে দুটো দিয়ে দিল...

কথায় কথায় মাকে যখন আমার সাহস আর শক্তির কথা বলি...মামনি হাসতে হাসতে আমাকে বীরপুরুষ বলে...ঠিক আছে আন্টি, আমি ঐ কবিতাটা শিখে তোমাকে শোনাবো....আর তুমি যদি শুনতে চাও আমি এখনই "আয় ছেলেরা, আয় মেয়েরা ফুল তুলিতে যাই" এই ছড়াটা শুনিয়ে দিতে পারি...এটা আমার একদম মুখস্থ...

তুমিও তোমার বেবিটাকে নিয়ে ভালো থেকো আর আমাদের বাসায় বেড়াতে এসো...

৫৫| ১৮ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:১২

বৃষ্টিধারা বলেছেন: অনেক অনেক বড় হোক জাওয়াদ ..... :)

৫৬| ১৮ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:২৫

কলম.বিডি বলেছেন: পিচ্চীটাকে একটা কঠিন আদর দিয়ে দিয়েন। নিজের মা হওয়ার ঘটনা মনে হয়ে গেলো। আপনি কি সত্যি বলছেন যে ও এমনিতেই জাপানীদের মতন দেখতে? কোন জেনেটিক কারণ ছাড়াই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.