![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছুটির দিন গা এলিয়ে টিভি দেখার মজাই আলাদা। তবে অনেক চ্যানেলের ভিড়ে, কোনো নির্দিষ্ট একটি চ্যানেলে স্থির হওয়া এখন অনেক কঠিন হয়ে পড়েছে । হঠাৎ টেবিলে জমে থাকা পত্রিকার একটি শিরোনামে চোখ পড়ে গেল, “আইভি এখন গাজীপুরে” এবং ঠিক সেই মুহূর্তে এটিএন নিউজে, যোগাযোগ মন্ত্রীর সিটি করপরেশন নির্বাচন ভাবনা “নিউজ আনকাট” । আমার মত সাধারণ মানুষের মনের ভাব প্রকাশের একমাত্র মাধ্যম এই লেখালেখি ,তাই লেখাটা শুরু করলাম,জানিনা শেষ পর্যন্ত শেষ হবে কিনা ।
সেলিনা হায়াত আইভি এখন খুব পরিচিত একটি নাম সবার কাছে , আর আমাদের মত তরুনদের কাছে উনার বেক্তিত্ব মেগনেটিক ফিল্ড এর মত । আমার সৌভাগ্য হয়েছে বা মাঝে মাঝেই হয় ,উনার সাথে কথা বলার । কিন্তু এই কথাবার্তা কখনই নারায়ণগঞ্জের উন্নয়ন নিয়ে উনার চিন্তাভাবনা বা সামাজিকতার গণ্ডি পাড় হয়ে রাজনীতির দিকে মোড় নেয়নি । ঘরোয়া পরিবেশে, সামাজিক অনুষ্ঠানে বা উনার কর্মক্ষেত্রে যখনি দেখা হয়েছে , মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছি তার দিক দর্শন। মা এবং জীবন সঙ্গিনী ছাড়া আর কোনো নারীর বেক্তিত্ব আমাকে এতটা মুগ্ধ করেছে কিনা তা এই মুহূর্তে মনে পরছে না ।
এখন প্রসঙ্গে আসি , আমার দৃষ্টিতে , আইভি আপার বিজয়ের মুল কারন গুলো ছিল,
১ পৌরসভার মেয়র হিসেবে কর্মদক্ষতা , নেতৃত্ব গুনাবলি এবং বেক্তি ইমেজ,
২ পিতার রাজনৈতিক ঐতিহ্য এবং অবদান,
৩ সরকারদলীয় প্রার্থীর অযোগ্যতা,
৪ সরকার বিরোধী ভোট ব্যাংক,
৫ সরকার এবং সরকারদলীয় লোকদের সীমাহীন দুর্নীতিতে অসন্তুষ্ট ভোটার ।
এক কথায় সর্বস্তরের জনগণের ভোটে নির্বাচিত মেয়র । যদিও উনি একজন রাজনীতিবিদ,কিন্তু জনগণ রাজনীতির গোলকধাধার বাইরে এসে উনার হাতে নেতৃত্ব সপে দিয়েছে ।
কিন্তু এই মেয়র যখন জনতার মঞ্চে দাড়িয়ে বলেন, নেত্রী আপনার দুয়া ছিল বলেই আমি মেয়র নির্বাচিত হয়েছি, তখন আমার মত তরুনদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আইভি আপা , আপনার জন্য শেখ হাসিনা কি দুয়া করেছিলেন তা পুরো বাংলাদেশ দেখেছে , তা পুরো বাংলাদেশ জানে। একজন প্রতিমন্ত্রী মর্যাদাসম্পন্ন বেক্তি , স্থানীয় সরকার নির্বাচনের প্রচারণায় অংশগ্রহন কতটুকু আইনসিদ্ধ এবং কতটুকু নৈতিক এই বিবেচনাবোধ আপনার থাকা উচিৎ ছিল । হয়তোবা নেত্রীকে খুশি করার জন্য বা দীর্ঘ দিনের সহকর্মী আজমত কে সমর্থন দেয়ার জন্য গিয়েছেন । কিন্তু জনগণ আপনার এই আইনভঙ্গের উদাহারন কতটুকু সমর্থন করে তা প্রশ্নবিদ্ধ ।
আপনি জনগণ কে খুশি রাখুন , জনগণের শক্তি শেখ হাসিনা , খালেদা জিয়ার থেকে অনেক বেশি এবং তার প্রমান আপনি । এই শক্তিকে খাটো করে , প্রধানমন্ত্রী খুশি হবে এমন রাজনৈতিক বক্তব্য থেকে বিরত থাকার সবিনয় অনুরোধ ।
শুনেছি আপনি বলেছেন , “ প্রধানমন্ত্রী বামদের কথা শোনেন, আমি শুনলে অসুবিধা কোথায় ? কোনো অসুবিধা নাই , আপনি জনগনের কাছে গ্রহণযোগ্য বামদের কথা শুনুন , কিন্তু দয়া করে আত্মস্বীকৃত নাস্তিকদের কাছ থেকে দূরে থাকুন ।
আমরা ধর্মান্ধ নই , ধর্মানুরাগী, আমাদের ধর্মে একজন মুসলমানের বিদেহি আত্মার মাগফেরাত কামনায় প্রদীপ জালিয়ে নদিতে ভাসিয়ে দেয়ার বিধান নেই , নেই ব্যস্ত সড়কের পাশে শহিদ মিনারে প্রতিনিয়ত উচ্চস্বরে গান বাজনা করার । ধর্মীয় অনুভুতিতে আঘাত করে এমন কাজের নেতৃত্ব আপনি দিবেন না ,এই আশাই জনগণের ।
আপনি শিক্ষিত, মেধাবি এবং প্রতিভাবান রাজনীতিবিদ, জনগণের সাথে সংশ্লিষ্টতা আপনার অনেক বেশি । আপনার মত একজন নারীর ভুল ধরার ধৃষ্টতা ক্ষমাসুন্দর দৃষ্টি দিয়ে
দেখবেন । হয়তবা আপনি যা করছেন তাই ঠিক, শুধু আমার চোখে দৃষ্টি একটু বাকা তাই সবকিছু ভুল মনে হয়।
©somewhere in net ltd.