নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোপা

আমার কিছু বলার আছে

নিরব ঘাতক

আমি জানতে চাই

নিরব ঘাতক › বিস্তারিত পোস্টঃ

নবীন মাঝির অপেক্ষায় বাংলাদেশ

২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৪

আমরা যারা নব্বই দশকে জন্মগ্রহণ করেছি,তাদের রাজনৈতিক দুর্যোগের করুন পরিণতি দেখার অভিজ্ঞতা সীমিত । দুর্যোগ বলতে আমরা শুধু ওয়ান ইলেভেন এর উদাহরণ দিতেই অভ্যস্ত । ওয়ান ইলেভেনের এই রাজনৈতিক দুর্যোগের নেপথ্য কারিগররা সীমিত সময়ের জন্য গণতন্ত্রের স্বাভাবিক যাত্রা বাধাগ্রস্ত করলেও ,শেষ পর্যন্ত তারা গণতন্ত্রমুখী স্রোতের বিপরীতে না গিয়ে স্রোতের অনুকূলেই নৌকা চালিয়েছেন এবং অনেকেই সাত সমুদ্র তের নদী পাড়ি দিয়ে আর মাতৃভূমিতে ফিরে আসেননি ।



যাই হোক, সেই সব কুশিলবরা কিছুটা হলেও ধন্যবাদ দাবি করতে পারেন ,কারণ তারা ওই দুর্যোগ কে প্রলয়ঙ্কর রূপ নিতে দেননি । এই রক্তপাতবিহীন দুর্যোগ থেকে আমাদের রাজনীতিবিদরা যে শিক্ষা গ্রহণ করতে পারেননি ,তা নিঃসন্দেহ ভাবে প্রমানিত । বাশের কাজ যে জালি বেত দিয়ে হয় না তা মনে হয় ১/১১ এর কুশিলবরা বুঝতে পারেন নাই ।



স্কুল জীবনে আমরা বাস্তুসংস্থান পড়েছি , আমার মনে হয় সেই বাস্তুসংস্থান আমাদের রাজনীতিবিদদের আবার শেখানো উচিত । বাঘের সংখ্যা বেড়ে গেলে বেস্তানুপাতিক হারে হরিনের সংখ্যা কমে যায় , আবার হরিনের সংখ্যা কমতে থাকলে খাদ্যাভাবে, বাঘের সংখ্যাও কমতে থাকে ,তার উপর রয়েছে প্রাকিতিক দুর্যোগ । আমাদের রাজনীতিতে এখন যেই অসম প্রতিযোগিতা ,তা আর বেশিদিন চললে বিরোধী শব্দটি খুঁজে পাওয়া দুষ্কর হয়ে পরবে । শক্তিশালী বিরোধী দল না থাকলে ,গনতন্ত্র হুমকির মুখে পড়লে,দলের ভেতরে আরেকজন খন্দকার মোশতাক এর আবির্ভাব হবে না বা রক্তপাতের জঘন্য উদাহরণ সৃষ্টি হবে না তা কোন জতিশবিদ ভবিষ্যতবানী করেছেন তা খুব জানতে ইচ্ছা করে ।



এক অর্থে আমরা অনেক সৌভাগ্যবান যে , আমাদেরকে রক্তপাতের কালো অধ্যায় দেখতে হয় নি । ১৯৭৫ এবং ১৯৮১ এর মত জঘন্য অধ্যায়ের সাক্ষী হতে হয়নি ? অন্য অর্থে আমরা দুর্ভাগ্যবান,কারণ আমরা দেখেছি কিভাবে সংবিধান কে উপর্যুপুরি ধর্ষণ করা হয়েছে,কিভাবে হাসপাতালকে কারাগার বানানো হয়েছে ,কিভাবে জনগনের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে । দুর্ভাগ্যের কথা আর নাই বা বলি ,তাহলে আর লেখা শেষ করতে পারব না ।



আপেল মাহমুদ এর গানের কয়েকটি লাইন দিয়ে লেখা শেষ করতে চাই ,



তীরহারা এই ঢেউয়ের সাগর

পাড়ি দিব রে

আমরা ক’জন নবীন মাঝি

হাল ধরেছি

শক্ত করে রে ।



নবীন মাঝির অপেক্ষায় আমি,আমরা এবং সমগ্র বাংলাদেশ !!!



ব্লগার (সৃষ্টিকর্তায় বিশ্বাসী)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৪

নানাভাই বলেছেন: এজন্যই নেত্রী আমার হাসতাছেন ..........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.