নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুজাফফর বিন মহসিন সাহেব রচিত \"জাল হাদিসের কবলে রাসুলুল্লাহ সল্লল্লহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাত বইয়ের দলিল ভিত্তিক পর্যালোচনাঃ

আবদুর রহমান মাসুম

আবদুর রহমান মাসুম হানাফি

আবদুর রহমান মাসুম › বিস্তারিত পোস্টঃ

ভুল ননং-২: রাসুলগণের সুন্নাত চারটি। লজ্জা করা, আতর ব্যবহার করা, মিসওয়াক করা, এবং বিবাহ করা।

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০১

জাল হাদীসের কবলে রাসুলুল্লাহ (সা) এর সালাত/ ৩৪
হাদীসঃ
হযরত আবু আইয়ূব (রা) থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, রাসুলগণের সুন্নাত চারটি।
লজ্জা করা, আতর ব্যবহার করা, মিসওয়াক করা, এবং বিবাহ করা।
আরবী এবারতঃ
ﺣﺪﺛﻨﺎ ﺳﻔﻴﺎﻥ ﺑﻦ ﻭﻛﻴﻊ ﺣﺪﺛﻨﺎ ﺣﻔﺺ ﺑﻦ ﻏﻴﺎﺙ ﻋﻦ ﺍﻟﺤﺠﺎﺝ ﻋﻦ
ﻣﻜﺤﻮﻝ ﻋﻦ ﺃﺑﻲ ﺍﻟﺸﻤﺎﻝ ﻋﻦ ﺃﺑﻲ ﺃﻳﻮﺏ ﻗﺎﻝ ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ
ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺃﺭﺑﻊ ﻣﻦ ﺳﻨﻦ ﺍﻟﻤﺮﺳﻠﻴﻦ ﺍﻟﺤﻴﺎﺀ ﻭﺍﻟﺘﻌﻄﺮ
ﻭﺍﻟﺴﻮﺍﻙ ﻭﺍﻟﻨﻜﺎﺡ
হাদীসটি বর্ণনা করেছেন ইমাম তিরমিযী (রাহ) তার
জামি’তে। বর্ণনা শেষে তিনি বলেছেন, হাদিসটি হাসান
(সহীহ)।
তিনি বলেছেন,
ﺣﺪﻳﺚ ﺣﺴﻦ ﻏﺮﻳﺐ
রেফারেন্সঃ
জামি তিরমিযি- ৩/৩৮২
ফাতহুল গাফফার -৩/১৩৯৬
কেউ কেউ এ হাদীসকে দুর্বল বলার চেষ্টা
করেছেন। কিন্তু মুবারকপুরী তার জবাব দিয়েছেন।
বলেছেন,
ﻭﻗﺪ ﻋﺮﻓﺖ ﺃﻧﻪ ﻣﺠﻬﻮﻝ ﺇﻻ ﺃﻥ ﻳﻘﺎﻝ : ﺇﻥ ﺍﻟﺘﺮﻣﺬﻱ ﻋﺮﻓﻪ ﻭﻟﻢ
ﻳﻜﻦ ﻋﻨﺪﻩ ﻣﺠﻬﻮﻻ ، ﺃﻭ ﻳﻘﺎﻝ ﺇﻧﻪ ﺣﺴﻨﻪ ﻟﺸﻮﺍﻫﺪﻩ
অর্থাৎ, আমি এ হাদিসের একজন রাবী সম্পর্কে জানিনা।
তিনি মাজহুল (অপরিচিত)। তবে ইমাম তিরমিযি (রাহ) হয়ত তাকে
চিনতেন এবং এ রাবী তাঁর নিকট অপরিচিত ছিলেন না। অথবা
তিনি হাদীসটিকে অন্যান্য সনদ থাকার কারণে ‘হাসান’
বলেছেন।
রেফারেন্সঃ
তুহফাতুল আহওয়াযী।
এ সনদ ছাড়াও অন্য সনদে এ হাদিসটি বর্ণিত হয়েছে-
ﺭَﻭَﻯ ﻫَﺬَﺍ ﺍﻟْﺤَﺪِﻳﺚَ ﻫُﺸَﻴْﻢٌ ، ﻭَﻣُﺤَﻤَّﺪُ ﺑْﻦُ ﻳَﺰِﻳﺪَ ﺍﻟْﻮَﺍﺳِﻄِﻲُّ ، ﻭَﺃَﺑُﻮ
ﻣُﻌَﺎﻭِﻳَﺔَ ، ﻭَﺑِﻪِ ﻏَﻴْﺮُ ﻭَﺍﺣِﺪٍ ﻋَﻦِ ﺍﻟْﺤَﺠَّﺎﺝِ ، ﻋَﻦْ ﻣَﻜْﺤُﻮﻝٍ ، ﻋَﻦْ ﺃَﺑِﻲ
ﺃَﻳُّﻮﺏَ
এ সনদে কিন্তু সেই মাজহুল (অপরিচিত) রাবী নেই, যাকে
নিয়ে কেউ কেউ সন্দেহ পোষণ করেছিলেন।
রেফারেন্সঃ
জুয উ ইবনিদ দিমইয়াতী-১৩
হামযা আহমাদ যাইন ও বলেছেন, হাদীসটির সনদ হাসান।
অর্থাৎ হাদীসটি সহীহ।
রেফারেন্সঃ
শুয়াবুল ঈমান-২৩৫৮১
আলবানী কিন্তু প্রথমে দুর্বল বললেও পরে অন্য
স্থানে এ হাদিসটিকে হাসান বলতে বাধ্য হয়েছেন।
382 – [ 7 ] ( ﺣﺴﻦ ‏)
ﻭﻋﻦ ﺃﺑﻲ ﺃﻳﻮﺏ ﻗﺎﻝ : ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ : ”
ﺃﺭﺑﻊ ﻣﻦ ﺳﻨﻦ ﺍﻟﻤﺮﺳﻠﻴﻦ : ﺍﻟﺤﻴﺎﺀ ﻭﻳﺮﻭﻯ ﺍﻟﺨﺘﺎﻥ ﻭﺍﻟﺘﻌﻄﺮ
ﻭﺍﻟﺴﻮﺍﻙ ﻭﺍﻟﻨﻜﺎﺡ ” . ﺭﻭﺍﻩ ﺍﻟﺘﺮﻣﺬﻱ
রেফারেন্সঃ
মিশকাতুল মাসাবীহ-৩৮২- ১/৮২
যেখানে পর্যালোচনা করে হাদীসটিকে হাসান তথা
সহীহ এর পর্যায়ের ব্যাপারে সিদ্দান্ত দেয়া হয়েছে,
সেখানে শায়েখ মুজাফফর কিন্তু এক
পায়ে খাঁড়া।
চোখ বন্ধ করে ফোতোয়া দিয়ে দিলেন, হাদীসটি
দুর্বল!!!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.