নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুজাফফর বিন মহসিন সাহেব রচিত \"জাল হাদিসের কবলে রাসুলুল্লাহ সল্লল্লহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাত বইয়ের দলিল ভিত্তিক পর্যালোচনাঃ

আবদুর রহমান মাসুম

আবদুর রহমান মাসুম হানাফি

আবদুর রহমান মাসুম › বিস্তারিত পোস্টঃ

ভুল নং-৯ঃ ফজরের ছালাতের ওয়াক্ত

২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১৬

শাইখ আবদুল গফফার (হাঃফি)
.
লেখক এরপর লিখেছেন, ‘আউয়াল
ওয়াক্তে ছালাত আদায় করা
সর্বোত্তম হিসাবে রাসূল (ছাঃ) খুব
ভোরে ছালাত আদায় করতেন। পূর্ব
আকাশ ফর্সা হওয়ার পর ছালাত শুরু
করতে হবে মর্মে কোন ছহীহ দলীল
নেই।’ বোঝা যাচ্ছে, লেখক ফজরের
মুস্তাহাব বা পছন্দনীয় ওয়াক্ত
কোনটি তা নিয়ে আলোচনা করতে
চাচ্ছেন। সে ক্ষেত্রে লেখকের উচিত
ছিল এই কথা লেখা ‘পূর্ব আকাশ
ফর্সা হওয়ার পর ছালাত শুরু করা
মুস্তাহাব এই মর্মে কোনো সহীহ
দলীল নেই’ । কারণ, ‘করতে হবে’ আর
‘করা মুস্তাহাব’ কথা দুইটির মধ্যে
আকাশ পাতাল পার্থক্য রয়েছে।
প্রথমটি অপরিহার্যতা বোঝায় আর
দ্বিতীয়টি পছন্দনীয়তা বোঝায়।
করতে হবে মর্মে কোন সহীহ দলীল
নেই কথাটি শতভাগ সত্য। এই কারণে
আমাদের জানামতে পৃথিবীর কেউ
বলেন না যে, পূর্ব আকাশ ফর্সা
হওয়ার পর ছালাত শুরু করতে হবে।
লেখক দাবি করতে চাচ্ছেন, পূর্ব
আকাশ ফর্সা হওয়ার পর ছালাত শুরু
করা মুস্তাহাব মর্মে কোন সহীহ
দলীল নেই অথচ বাক্য ব্যবহার
করলেন, ‘করতে হবে মর্মে কোন
সহীহ দলীল নেই।’ এতে পাঠককে
বিভ্রান্ত করার একটা প্রয়াস
লক্ষ্য করা যায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.