নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুসূর্যকে লেখা রূপকথা

নির্ঝর নৈঃশব্দ্য

অনুসূর্যকে লেখা রূপকথা

নির্ঝর নৈঃশব্দ্য › বিস্তারিত পোস্টঃ

হোয়াইট নাইট

২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

রবিনাথ বললো, কী বেদনা তুমি জানো, ওগো মিতা? আরিফ মনে মনে ভাবে তার দাড়ির সংখ্যা কতো হতে পারে। আরিফের মাথার ভিতর ঘুরছিলো ব্রহ্মাণ্ড। সে কী যেনো বলেছিলো, ...আমি যদি তার হাত ধরে চলে যাই— তোমার কিছু করার আছে? মনে করো সে গড়িয়ে এসে আমাকে জড়িয়ে ধরলো, আমার ঠোঁটে চুমু খেলো—তোমার কিছু করার আছে?... শহীদ কাদরী বললো, কালো রাতগুলি বৃষ্টিতে হবে শাদা। আমি চিরদিন বেকার থাকবো এইটা ভাবছো কেনো—চাকরি তো একটা হবেই...। বাল হবে। আমি ইনকাম করি, আমি খরচ করবো। পাশের রুমটা সাবলেট দিয়ে দিই, চলো।

দাদা, আমার জীবনটা এমন হলো কেনো? ক্রমশ একা হয়ে যাচ্ছি। আরিফ কথাগুলি বলে শূন্য চোখে গুরু ফরিদের দিকে তাকিয়ে রইলো।
তোর কবিতা যেমন তরল, তোর ভালোবাসাও মনে হইতেছে তরল...

আরিফ বাসায় ফিরে দেখে সে নেই। অফিসের কাজে সে বোধহয় বাহিরে গেছে—ফিরতে লাগবে তেরোদিন। অতঃপর মনে হলো ডিপফ্রিজে ঢুকলে তার ভালোবাসা তরল থেকে কঠিন হবে। এই ভেবে সে ডিপফ্রিজে আইচক্রিম, চিংড়ি, কয়েকপ্যাকেট গরুর কলিজা এবং মুরগির কাঁচামাংসের পাশে বসে ডালাটা টেনে দিলো। খুট করে শব্দ হলো। সে অবশ্য ভাবে নাই এইটা অটো লক হয়ে যাবে। সে মনে মনে দস্তয়ভস্কির হোয়াইট নাইট গল্পটা ভাবতে ভাবতে জমে শাদা হয়ে গেলো।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০১

মাক্স বলেছেন: অণুগল্প???

২৪ শে মার্চ, ২০১৭ রাত ৮:১৬

নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: হুঁ

২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৩

শহিদুল ইসলাম বলেছেন: দাদা, আমার জীবনটা এমন হলো কেনো? ক্রমশ একা হয়ে যাচ্ছি।

কেন এমন হলো , কেন বস ?

এ যে আমার ই কথা ! :(

২৪ শে মার্চ, ২০১৭ রাত ৮:১৭

নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: :(

৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭

হাসান মাহবুব বলেছেন: পছন্দ হৈসে গল্প ফ্রেন্ডো।

২৪ শে মার্চ, ২০১৭ রাত ৮:১৭

নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: :)

৪| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২২

সায়েম মুন বলেছেন: সংক্ষিপ্ত গল্পে প্রসারিত ভাললাগা।

২৪ শে মার্চ, ২০১৭ রাত ৮:১৮

নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: ধন্যবাদ

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৫

ডানাহীন বলেছেন: ঘনীভূত শব্দানুভুতি ..

২৪ শে মার্চ, ২০১৭ রাত ৮:১৮

নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.