![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বছরের পর বছর ধরে বুর্জোয়া রাজনীতির ঘৃণ্য ঘানিতে পিষ্ট হয়ে যে ছাত্রদের চরিত্র নষ্ট হচ্ছিলো, দুর্গন্ধে ভারি হয়ে গিয়েছিলো দেশের আলো হাওয়া অক্সিজেন— তা পরিশুদ্ধ হচ্ছে প্রজন্ম চত্বরে। এই প্রজন্ম চত্বর কেবল শাহবাগে নয়, সারা দেশে প্রেস ক্লাবের সামনে, শহীদ মিনারে অগণিত রাজপথে।
গতকাল দুপুরের পর আমরা লক্ষ লক্ষ মানুষের সমাবেশে লক্ষ লক্ষ কণ্ঠে একযোগে ‘আমার সোনার বাঙলা আমি তোমায় ভালোবসি...’ গাইতে গাইতে কেঁদে ফেলেছিলাম। আমরা কারা? শিশু-বালক-কিশোর-তরুণ-যুবক-পৌঢ়-আবালবৃদ্ধবণিতা সকলে। এই গণজোয়ারের উত্থান কোথা থেকে? অশুভ-অসত্য-অসুন্দর-অন্যায়ের প্রতি ঘৃণা থেকে।
কাল দেশের অনেক দূর থেকে আমার অনেক বন্ধুরাও এসেছিলো এই শাহবাগ চত্বরে। তাদের. তোমাদের বন্ধুরাও এসেছিলো, এ কীসের টানে?
কবীর সুমন গাইছেন, ‘সীমানা চিনি না, আছি শাহবাগে, আমার গিটারও আছে/ বসন্ত আজ বন্ধুরা দেখো গণদাবী হয়ে বাঁচে?’...
কেবল সারা দেশ নয় সারাপৃথিবীতে ক্রমে ছড়িয়ে পড়ছে এই দাবীর গণসংক্রমন। এ সুন্দরের পক্ষে, আর মানুষ মাত্রই সুন্দরের প্রতি আরোহী। আমার মায়ের কথা মনে পড়ে, আমার জননী জাহানারা ইমামের কথা মনে পড়ে। বন্ধুরা এসো হাতে হাত রেখে এই বেরিক্যাড দিকচক্রবালের মতো দীর্ঘ দীর্ঘতর করি। আমাদের স্লোগানের আগুনে পুড়ে মরে যাক সব অন্যায়, অবিচার, সকল আলবদর, আলশামস্ আর রাজাকার।
সূর্যের গান বন্ধু তোমার হাতে
জ্বালাও স্লোগান তুমি অন্ধ এই রাতে
...
আগুনের চোখ মেলে দাঁড়াও প্রভাতে
...
ঘুম ঘুম চোখে দাও সূর্যস্নান
ভবঘুরে পায়ে দাও মুক্তির শান
প্রতিঘাত জেনে নাও প্রতিটা আঘাতে
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১১
শায়মা বলেছেন: ভাইয়া অনেক অনেক শুভকামনা!
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৪
রেজোওয়ানা বলেছেন: এত মানুষের সাথে এক সংগে জাতীয় সংগীত গাইবার অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না।
সূর্যের গান বন্ধু তোমার হাতে
জ্বালাও স্লোগান তুমি অন্ধ এই রাতে
.......আন্দোলন চলেব।
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
দাবী আদায়ের আগ পর্যন্ত দাবী চলবেই।
জয় বাংলা।
৫| ২০ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৩৩
আদনান০৫০৫ বলেছেন: সূর্যের গান বন্ধু তোমার হাতে
জ্বালাও স্লোগান তুমি অন্ধ এই রাতে...
দেশের বাইরে থাকি বলে এই আহবান আমার মুখে মানায়না... নিজেরই মনে হয় আমিতো নিজে খাচ্ছি-দাচ্ছি, কম্বলের নিচে আয়েশি ঘুম দিচ্ছি... পাশে আছি বলা ছাড়া এ মূহূর্তে কিছুই করার নেই...
নিজের প্রজন্মের কাছে ঋণের বোঝা আমার কাঁধে চেপে বসেছে... কিছুই ভাবতে পারিনা ঠিকমত আর।
৬| ২১ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:১৫
রুদ্র জাহেদ বলেছেন: সূর্যের গান বন্ধু তোমার হাতে
জ্বালাও স্লোগান তুমি অন্ধ এই রাতে
...
আগুনের চোখ মেলে দাঁড়াও প্রভাতে
...
ঘুম ঘুম চোখে দাও সূর্যস্নান
ভবঘুরে পায়ে দাও মুক্তির শান
প্রতিঘাত জেনে নাও প্রতিটা আঘাতে
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১১
চৈতী আহমেদ বলেছেন: প্রজন্ম চত্বরে দাঁড়িয়ে যতবারই - শ্লোগানে মেলাই আমার কণ্ঠ -আমি কে তুমি কে বাঙালী বাঙালী, ততবারই কি এক আবেগ হৃদয় মথিত করে উথাল পাথাল করে উঠে বুকের ভেতর, এখানে আমরা প্রজন্মের কণ্ঠ ধারণ করছি একটি মাত্র আবেগ, কোথাও কারো কম পড়ছে না সবাই বইছি এই আবেগের ভার -আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি
প্রজন্ম চত্বরের শুভেচ্ছা নির্ঝর নৈঃশব্দ। জয় বাংলা .... আমার শ্লোগান সার্বজনীনতা পাক এখান থেকেই