![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় গর্গ, তোমাকে মনে পড়ে। তুমি কি এখন আরো মুটিয়ে গেছো? তুমি মুটিয়ে গেলে তোমার কাছে যেতে ভয় লাগবে। মনে হবে যদি ধরে একটা আছাড় দাও।
তোমাকে একদিন ঐরাবতের পিঠে বিহার করতে দেখে আমি ভয় পেয়েছিলাম। গজগামিনী তুমি মেঘদূতের পৃষ্ঠায় শ্রাবণ হয়ে গেছো ভাবি, খুব মধ্যে মধ্যে।
প্রিয় গর্গ, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তোমাকে মনে পড়লে আমি উইপিং উইলোর দিকে তাকিয়ে থাকি। ডোবার পাড়ে ওরা দাঁড়িয়ে থাকে। তারপর হাঁসেরা প্যাঁক প্যাঁক করে ডোবার পানিতে নামলে আমার ঘোর কেটে যায়। তুমি তা জানো না হাঁসের পালক কেনো পানিতে ভিজে না। তুমি তা জানো না, কচুপাতা কেনো বৃষ্টিতে ভিজে না।
ভালো কথা, উইপিং উইলোর বাঙলা হলো ক্রন্দসী দেবদারু। মানে কান্নারত দেবদারু। পাতাগুলি ঝুলে থাকে বলে ইহাদের ওপর বৃষ্টি নামলে বৃষ্টির জল গড়িয়ে গড়িয়ে পড়ে। তখন মনে হয় এই গাছ পত্রপল্লবসহ কাঁদছে। এর নামে ক্রন্দসী না হয়ে হওয়া উচিত ছিলো কান্নাবতী। কারণ ক্রন্দসী মানে আমার মনে হয় ক্রন্দনরত নয়, এর মানে স্বর্গ-পাতাল-মর্ত্য টাইপের কিছু। যাইহোক অভিধান দেখে পরে তোমাকে বলবো।
আরো যাই হোক, ছাই হোক, প্রিয় গর্গ কথা হলো তোমাকে মনে পড়ে। কিন্তু তোমার কাছে যাই না।
২| ২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:২১
খায়রুল আহসান বলেছেন: অল্প কথায় খুব সুন্দর লিখেছেন!
"তোমাকে মনে পড়লে উইপিং উইলোর দিকে তাকিয়ে থাকি" - চমৎকার, এক্সপ্রেসিভ উক্তি!
৩| ২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩১
রাজীব নুর বলেছেন: আমরা এখন সবাই এত আলোকিত যে নিজের অন্ধকারগুলি দেখতেই পারছি না।
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:১২
শায়মা বলেছেন: হা হা গর্গ মনে হয় আছাড় দেবে না ভাইয়া।
লেখাটা অনেক মজা লাগলো। কচুপাতা, হাঁসের পালক আর দেবদারূদের কথাও অনেক সুন্দর।