![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মঞ্জুভাইটা মরে গেলো। চরম খারাপ কাজ করলো।
মঞ্জুভাই মানে বিদ্যুতের বাগানের অধিপতি কবি দেলোয়ার হোসেন মঞ্জু। তার অন্য নাম গেওর্গে আব্বাস।
মাঝখানে বেশ কয়েকমাস মঞ্জুভাই ফোন-টোন দেন নাই। আমি ফেসবুকও চালাই না। ভাবলাম বোধহয় কোনো কাজেটাজে ব্যস্ত। গতমাসের শেষে দিকে হঠাৎ আসমা অধরার কাছে খবর পেলাম উনার ক্যান্সার। আমি মিলটন রহমানের কাছে জিজ্ঞেস করলাম। তিনি বলনেন, না ক্যান্সার না। আমার সন্দেহ হলো। ওই রাতেই মানে ১৯ অক্টোবর ২০১৮ মঞ্জুভাইকে ইমেইল লিখলাম—
‘মঞ্জুভাই, শুনতেছি আপনি মারা যাচ্ছেন, আপনার কঠিন ক্যান্সার? আপনিও দেখি আত্মবিধ্বংসী কবির তালিকায় চলে গেলেন। যাই হোক, হ্যাপি জার্নি টু ইটারনিটি। মানুষ তো মৃত্যুর পরই কবিতা লিখে, তাই না? আপনাকে মিস করবো।’
পরদিন মঞ্জুভাই আমাকে ‘বিষুববৃক্ষ অথবা শাদামাছি’ নামে তার নতুন বইয়ের প্রচ্ছদ করতে দিলেন। আমি তাকে প্রচ্ছদ করে দিলাম। পরদিন মানে ২১ অক্টোবর আমাকে ফোন দিলেন। বললেন এতদিন হাসপাতালে ছিলেন, চেতন-অবচেতনের মধ্যে ছিলেন। তাই ফোনটোন দিতে পারেন নাই। তবে এর মধ্যে চেতন-অবচেতনের মধ্যে যে ঘোর সেই ঘোরের মধ্যে বসে তিনি একটা কবিতার বই লিখে ফেলেছেন। সেই বইয়ের নামই ‘বিষুববৃক্ষ অথবা শাদামাছি।’ বইটা প্রকাশ করবে অনন্যা। উনার কণ্ঠস্বর খুব দুর্বল মনে হলো। তারপরও সেদিন শেষবারের মতো আমার সঙ্গে প্রায় ১৫ মিনিট কথা বললেন। কতো কথা! শেষে উনাকে বললাম, ‘মঞ্জুভাই এইভাবে চলে গেলে হবে না। আপনাকে মৃত্যুর সঙ্গে ষড়যন্ত্র করে বাঁচতে হবে।’
উনার সঙ্গে আমি অনেক রসিকতা করতাম। মজা করতাম। সেইদিন উনার মনখারাপ ছিলো বলে মনে হলো। আমি ভাবলাম উনাকে হাসাতে পারি কিনা দেখি। আমি বললাম, মঞ্জুভাই, ‘যখন আজরাইল এসে আপনার পৈথানে দাঁড়িয়ে সালাম দিবে, অাপনি অবশ্যই তার সালামের উত্তর দিবেন না। তাহলে সে ফিরে যাবে। সম্ভব হলে তাকে ধাক্কা দিয়ে বের করে দিবেন।’
মঞ্জুভাই হো হো করে হাসলেন দুর্বল শরীর নিয়ে। বললেন, ‘কী বললন, আজরাইলের সালামের উত্তর দিব না?’
বললাম, ‘ হ্যাঁ, মঞ্জুভাই। আমার বাবা সালামের উত্তর দেয়ার কয়েক মিনিটের মধ্যে মারা গিয়েছিলেন।’
তিনি বললেন, ‘ঠিক আছে, তাহলে এইভাবে তাকে ফাঁকি দিয়ে, স্রষ্টার সঙ্গে ষড়যন্ত্র করে বাঁচতে হবে।’
‘হ্যাঁ, মঞ্জুভাই আপনাকে আরো কিছুদিন বাঁচতে হবে। অাপনি অবশ্যই আজরাইলের সালামের উত্তর দিবেন না।’ এটা ছিলো তার সঙ্গে বলা আমার শেষ বাক্য। এরপর পরে আবার ফোন দিবেন বলে কেটে দিলেন। মনে হচ্ছিলো হাঁপাচ্ছিলেন। তারপর আর তার ফোনে কথার বলার অবস্থা মনে হয় তেমন ছিলো না। তবে কয়েকদিন পর ৩১ তারিখ উনার ‘অনবদ্য ইতর’ উপন্যাসের প্রচ্ছদ করতে বললেন। ওটাও করে দিলাম।
আমি অবশ্য আরো ২/৩ বছর আগেই অনুমান করেছিলাম উনার এমন কিছু হয়েছে, যখন তিনি তার ‘ক্যান্সার আক্রান্ত কবিতা’ নামের একটা পাণ্ডুলিপির প্রচ্ছদ করতে দিলেন। কবিতা পড়ে উনাকে জিজ্ঞেস করলাম, ‘মঞ্জুভাই, আপনারও কি ক্যান্সার হয়ে গেলো নাকি?’ তিনি বললেন, ‘ওইরকম কিছু না। ডাক্তার দেখাচ্ছি।’ বলার সময় কেমন লজ্জা পাচ্ছিলেন মনে হলো।
(খসড়া)
২| ১৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪০
চাঁদগাজী বলেছেন:
অনেক কষ্টের কথা, অনেক কষ্টের খবর; অদেখা ব্লগারের জন্য চোখের পানি ঝরলো
৩| ১৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০
নতুন নকিব বলেছেন:
তার রূহের মাগফিরাত কামনা করছি। না ফেরার দেশে চলে যাওয়া ব্লগার স্মরনে দেয়া পোস্টে +++
৪| ১৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: হৃদয় মন সব আর্দ্র করে দিলেন ভায়া!
আপনার আন্তরিক চেষ্টায় যে গভীর ভালবাসা লুকানো ছিল -
সেই ভালবাসা হারানোর জ্বালা যেন সবাইকে ছুঁয়ে গেল !
উনার বিদেহী আত্মার শান্তি ও শুক্তি কামনা করছি।
৫| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০১
রাজীব নুর বলেছেন: যেমন ময়ুরের আছে ময়ুরী - তেমন
এমন কোনও পক্ষি প্রজাতি আছে কি ?
যার পক্ষিনী নেই !
৬| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫১
অন্তরন্তর বলেছেন: এমন হৃদয়স্পর্শী লিখায় মন্তব্য করা যায় না। কবি যেখানে আছেন সেখানে ভাল থাকুক।
৭| ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:৩৯
ল বলেছেন: কা্ঁদলাম আপনার লেখায়।
৮| ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৯
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: লেখাটা পড়ার সময় কেমন যেন মনটা খারাপ হতে গভীর খারাপ হয়ে গেল --- আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন বেহেস্তবাসী হন---
৯| ১৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৩
কিরমানী লিটন বলেছেন: এমন হৃদয়স্পর্শী লিখায় মন্তব্য করা যায় ?- যায় না, কাঁদলাম- অনেক্ষন আপনার লেখায়...। আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন বেহেস্তবাসী হন।
১০| ১৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:১০
হাসান মাহবুব বলেছেন: ...
১১| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:১০
সেলিম আনোয়ার বলেছেন: তার বিদেহী আত্নার মাগফিরাত কামনা করি।।।
১২| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০৫
সকাল রয় বলেছেন: কবির কোন মৃত্যু নেই।
কবির কোন মৃত্যু নেই।
কবির কোন মৃত্যু নেই।
কবির কোন মৃত্যু নেই।
কবির কোন মৃত্যু নেই।
কবির কোন মৃত্যু নেই।
কবির কোন মৃত্যু নেই।
কবির কোন মৃত্যু নেই।
কবির কোন মৃত্যু নেই।
কবির কোন মৃত্যু নেই।
কবির কোন মৃত্যু নেই।
কবির কোন মৃত্যু নেই।
কবির কোন মৃত্যু নেই।
কবির কোন মৃত্যু নেই।
কবির কোন মৃত্যু নেই।
কবির কোন মৃত্যু নেই।
কবির কোন মৃত্যু নেই।
কবির কোন মৃত্যু নেই।
কবির কোন মৃত্যু নেই।
কবির কোন মৃত্যু নেই।
কবির কোন মৃত্যু নেই।
কবির কোন মৃত্যু নেই।
কবির কোন মৃত্যু নেই।
কবির কোন মৃত্যু নেই।
কবির কোন মৃত্যু নেই।
কবির কোন মৃত্যু নেই।
কবির কোন মৃত্যু নেই।
কবির কোন মৃত্যু নেই।
কবির কোন মৃত্যু নেই।
কবির কোন মৃত্যু নেই।
কবির কোন মৃত্যু নেই।
কবির কোন মৃত্যু নেই।
কবির কোন মৃত্যু নেই।
কবির কোন মৃত্যু নেই।
কবির কোন মৃত্যু নেই।
কবির কোন মৃত্যু নেই।
কবির কোন মৃত্যু নেই।
কবির কোন মৃত্যু নেই।
কবির কোন মৃত্যু নেই।
কবির কোন মৃত্যু নেই।
কবির কোন মৃত্যু নেই।
কবির কোন মৃত্যু নেই।
কবির কোন মৃত্যু নেই।
কবির কোন মৃত্যু নেই।
কবির কোন মৃত্যু নেই।
কবির কোন মৃত্যু নেই।
কবির কোন মৃত্যু নেই।
কবির কোন মৃত্যু নেই।
কবির কোন মৃত্যু নেই।
কবির কোন মৃত্যু নেই।
কবির কোন মৃত্যু নেই।
কবির কোন মৃত্যু নেই।
কবির কোন মৃত্যু নেই।
কবির কোন মৃত্যু নেই।
কবির কোন মৃত্যু নেই।
কবির কোন মৃত্যু নেই।
কবির কোন মৃত্যু নেই।
কবির কোন মৃত্যু নেই।
কবির কোন মৃত্যু নেই।
কবির কোন মৃত্যু নেই।
১৩| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:১১
লাবণ্য প্রভা গল্পকার বলেছেন: খুব বাজে কাজ করেছেন তিনি।
'মহাকালে কান্না করে মৌলিক ময়ূর'
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪
স্বপ্ন নীর বলেছেন: কিছু মৃত্যু অনেক বেশি নাড়া দেয়।