নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃশব্দ নাগরিক

সম্ভব অসম্বব একজন ।

নিঃশব্দ নাগরিক

সম্ভব অসম্ভব একজন ।

নিঃশব্দ নাগরিক › বিস্তারিত পোস্টঃ

ভাব আবেগ অথবা নির্বোধ হাপিত্যেশ ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০১

এই বিশাল বাংলা, উন্মুক্ত আকাশ আর আমার ১৫ ফুট *১২ ফুট রুম এর কিছুতেই আজকাল মন স্হির রয় না । হৃদয়ের কোথায় কি একটা শূন্যতা প্রচন্ডভাবে অনুভব করি । আমার মস্ত জীবনের সমস্ত পাঠ পরিচ্ছদ উদ্ধার করেও তার রহস্য কিছুতেই উন্মুক্ত করতে পারি না । আমি জানি আমার ফেলে আসা অতীত আর বর্তমান বাস্তবতার কোথাও কোন শূন্যস্হান নেই । এক জীবনের সমস্ত অলিগলি আমার কাছে এত চেনা যে কোথাও নিজেকে নতুনভাবে আবিষ্কার করার আর সুযোগ রাখি না । তথাপি আজিকার সকল সত্য নিজের কাছে নিজেকে দূর্ভেদ্য করে তুলেছে । আমি জানি আমার পেছন ফিরে তাকানোর সুযোগ নেই, আবার অগ্রে দেখারও অবকাশ নেই । তবু নিত্য হাপিত্যেশ বড়ই বেমানান । এই জীবন এই ভব সংসার আমার উপর আমাকে এতটা কৃতজ্ঞ করে রেখেছে যে, নিজের মতো অকৃতজ্ঞ হওয়ারও সুযোগ হারিয়েছি । একটা সময় ছিল যখন সমস্ত পৃথিবীর উপর সকল ভাবনার দায়ভার চাপিয়ে আমি অনাহূতের মতো সমস্ত সুখ নিজের করে নিয়েছিলাম । আজ সময়ের টিপ্পনী, এমনকি করুনার হাসিও আমি প্রত্যক্ষ করি নির্বোধ বালকের মতো দাঁড়িয়ে । কেননা সময়ের এমন রূপান্তরে আমি বুঝে গেছি সময়কে নিয়ে আমার সত্য-মিথ্যে আস্ফালন আজ কারো কাছেই কোন করুনা পাবে না ।
আমি জাত-বেজাত অন্ধ । সর্ব মূর্খ । তাই জ্ঞানী-বিজ্ঞানী হওয়ার সাহস রাখি না । সে যোগ্যতাও আমার নেই । আমি অন্তরের সর্বনাশ বাহিরে আনি না আবার বাহিরের সুখ অন্তরে টানি না । ভিতরের কাছে বাহিরকে রাখি উন্মুক্ত আর বাহিরের কাছে ভিতরকে রাখি বদ্ধ । ফলে অন্তরের সর্বনাশের সাক্ষাত কেউ পায় না । বাহিরের সুখটুকুই সবাই দেখে । বৃষ্টির জলে সমস্ত ভিজে আর চোখের জলে ভিজে রুমাল । মানুষ বৃষ্টির জলটাই দেখে পকেটে মোড়া রুমাল দেখে না । তাই জলে ভেজা কাব্যে স্হান হয় আমার, অশ্রসিক্ত রুমাল আশ্রয় পায় ধোপার দোকানে ।
…………..নিঃশব্দ নাগরিক ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.