![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়কে সাময়িক রস উপাদানে পরিনত করতে আমাদের মতো কূপমন্ডপ জনগনের তুলনা নেই । অবশ্য আমাদেরই’বা কী দোষ? দেশের দর্পন (ইলেকট্রনিক আর প্রিন্ট মিডিয়া) যেখানে আশ্চর্যতীত অবাক কান্ডকারখানা দ্বারা আমাদের মতো আমজনতার চক্ষু সম্মুখে রসমুলা ঝুলিয়ে কেলকেলিয়ে ব্যক্তিক স্বাধিকারের রাষ্ট্রীয় রস উপাখ্যান উৎপাদন করে তখন আমাদের বেহুশ আমজনতা ক্ষনিকে রঙ্গরস নিয়ে ঠাট্টা করবে এ খুব বেশী অমূলক নয় । আমরা স্বভাব রসিক জাতি । রঙ্গরস করতে করতে আমরা মানুষের বুকে গুলিও করতে পারি, আবার দাঁত কেলিয়ে জঙ্গি দমনের মহান কর্মযজ্ঞের ফিরিস্তিও দিতে পারি । আমাদের মতো মহান করিৎকর্মারা যে দেশে যুগে যুগে অতি সাবলীলভাবে টিকে থাকে সে দেশে রঙ্গরসের অভাব পড়বে এমনটা ভাবা নেহায়েত বোকামী । তাছাড়া আমরা রঙ্গরসের আকালে পড়লেই দেশ মুখগম্ভীর ভারী হয়ে উঠবে এমনটা ভাবারও অবকাশ নেই । দেশের কর্তা ব্যক্তিরা আছেন না ! তারাওতো রঙ্গরসে কম যান না । সুতরাং রঙ্গরস নিয়ে আতংকিত হবার কিছু নেই ।
বলছিলাম রঙ্গরসের কথা । এবার আসল কথায় ফিরি । ক্রিকেট বিশ্বকাপ চলে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে । বোলিং করে বাংলাদেশের রুবেল । পেপার পত্রিকা আর সামাজিক মাধ্যমে চলে আসে হ্যাপি । কি অসম্ভব রসিকতা ! সামাজিক মাধ্যম নিয়ে আমার আফসোস থাকলেও বলার নেই কিছুই । অতি অসম্ভব আমজনতার রসকস যদি বিবেকের ধারদেনায় উগড়াইয়া পড়ে তবে বাহির হইবার একটা পথ’তো থাকা উচিত । আমার আক্ষেপ পেপার পত্রিকা নিয়ে । রুবেলের ভালমন্দ খেলা নিয়ে আলোচনা সমালোচনার জন্য কোন ক্রিকেট বিশেষজ্ঞ পাওয়া গেল না । তাই তাদেরকে হ্যাপীরই দ্বারস্হ হতে হলো । এতটা দেউলিয়া হবার কি আবশ্যকতা ছিল । রুবেল হ্যাপীর ব্যাপারটা একান্তই তাদের ব্যক্তিগত । এবং আদালত বিচার্য । সেখানে আমাদের এতটা বাড়াবাড়ি আমাকে বরাবরের মতোই বিভ্রান্তিতে ফেলে । হ্যাপী যদি নিজেকে জাতে তোলার জন্য দু’চারটা কথা বলেই থাকে তাতে মিডিয়ার কি এমন আহাজারী পড়ে যে কলকলিয়ে সব উজাড় করে দিতে হবে পত্রিকার পাতায় ।
ইদানীং রুবেলকে নিয়ে হ্যাপী আর মৌসুমী হামিদ নামের কোন এক অ আ মডেল না নায়িকার ফেসবুক তর্কযুদ্ধও পত্রিকায় আসা শুরু করছে । হঠাৎ করে দেশে সংবাদের এমনই আকাল পড়েছে যে এইসব তৃতীয় চতুর্থ সারির তথাকথিত মডেল, নায়িকাদের দ্বারস্হ হতে হলো সাংবাদিক ভাইদের ।
সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ, ভাইরে প্রয়োজনে পত্রিকার চিপাচাপা বিজ্ঞাপন দিয়া পুরা । আর বিজ্ঞাপন না পাইলে খালি রাখ । তবু অমন আমার্কা কুমার্কা সংবাদ ছাপাইস না । তাতে জনগনের রঙ্গরসের যেমন সীমা অতিক্রম হয়, তেমনি ব্যক্তিক স্বাধিকারেরও বারোটা বাজে ।
…………….নিঃশব্দ নাগরিক ।
©somewhere in net ltd.