![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেসবুকঃ https://www.facebook.com/mohammed.tasnim.39
সামুতে আমি অনেক পোস্ট পড়েছি । যতক্ষণ অনলাইনে থাকি ততোক্ষণ নির্বাচিত অনুসারিত ও সকল পোস্ট সব গুলোই পড়ার চেষ্টা করি। তার মধ্য থেকে অন্যতম ভালোলাগার একটি পোস্ট হলো এটি। আপনিও পড়ুন ভালো লাগবে। আমার এই পোস্টটি পড়া শেষে হলে অবশ্যই ব্লগার সাদাত হোসাইন ভাই এর পোস্টটি পড়বেন। পোস্টটি পড়লে খুব সহজেই বুঝা আমরা বাঙালি জাতি কতটা অভিমানী। কতোটা আবেগী। কতো স্বপ্নবাজ এই জাতি?
২০১২ সালের এশিয়া কাপে বাংলাদেশের অসাধারণ পারফরমেন্স ও ফাইনালে হৃদয় বিদারক হারের দৃশ্য আমরা ভুলিনাই কখনো ভুলবোনা। ব্লগার দিগন্ত পথিক ভাই এর এই পোস্টটির কয়েকটি লাইন দিয়েই আমার এই পোস্টটি শুরু হোক। কারণ তার পোস্টের এই কথা গুলো আমার খুব পছন্দ হয়েছিলো।
" একজন গর্বিত বাংলাদেশীর আত্মকথন:
গত পরশু রাতে একবিন্দু ঘুমাতে পারি নি আমি, কি এক শূন্যতা আর হাহাকারের অন্তর্দহনে প্রতিনিয়ত দগ্ধ হয়েছি। আমি জানি, বাংলাদেশের ঘরে ঘরে আপামর সাধারণ মানুষও তীব্র মনোকষ্টে গত-পরশু রাতে ঠিকমতো ঘুমাতে পারে নি। টিভি স্ক্রিনে সাকিব-মুশফিক-নাসির-আনামুলদের অবুঝ কান্না দেখে আবেগে আপ্লুত হয়ে বাংলাদেশের ঘরে ঘরে মা-বোন, ছেলে-বুড়োরা সবাই অঝোর ধারায় কেঁদেছে। শুনেছি ভালোবাসা নাকি মানুষকে কাঁদায়, দেশের জন্য পবিত্র ভালোবাসায় ব্যাকুল হয়ে কে কবে আমাদেরকে এমন ব্যাথিতভাবে কাঁদতে শিখিয়েছিলো? প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী কারো আমন্ত্রণ ছাড়াই একই স্থানে একই ছাদের নীচে কিসের টানে ছুটে এসেছিলো? সারা বাংলাদেশ সমস্ত ভেদাভেদ, ধর্ম, কর্ম, স্বার্থ সবকিছু ভুলে কায়মনোবাক্যে নিজের অন্তরাত্মার সবটুকু নিংড়ে দিয়ে দেশের জন্য জয় প্রার্থনা করেছে, আমাদের দেশের খেয়ালী মানুষগুলোকে কে বা কারা এর আগে এমন অদৃশ্য বাঁধনে এক সুতোয় বাঁধতে পেরেছিলো?
আর কেঁদো না সাকিব-মুশফিক-নাসির-আনামুলরা, আর দুঃখ করো না বাংলাদেশ। দেখো, সারা বিশ্ব কি করে আজ বাংলাদেশ দলের পিঠ চাপড়ে দিচ্ছে। জয়বঞ্চিত হয়েও বিজয়ীর মতো এমন বিশ্বজুড়ে বন্দনা, সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হওয়ার নজির আজ পর্যন্ত দ্বিতীয়টি কোথায় আছে? ভাগ্য হয়তো তোমাদের জয়ের স্বীকৃতি দেয় নি, কিন্তু তোমাদের বীরত্বের স্বীকৃতি সারা পৃথিবী নুয়ে পড়ে দিচ্ছে। এটা কোন দিক থেকে আমাদের কম পাওয়া? তোমাদের নৈপুণ্য আর সার্থকতায় ঈর্ষান্বিত হয়ে জয়ী দলের অধিনায়ক পর্যন্ত আজ নিজেদের অর্জিত জয়কে হেলা করে তোমাদের নিয়তি প্রদত্ত মহান পরাজয়কে বরণ করে নিতে চায়, ম্যাচের অধরা জয় কি আমাদেরকে এর থেকেও বড় গৌরব এনে দিতে পারতো? আর দুঃখ করো না বাংলাদেশ, এমন বীরত্বখচিত পরাজয়ের সুবাদে সারা বিশ্ব আজ তোমায় বন্দনার আলিঙ্গনে আলিঙ্গনাবদ্ধ করে রেখেছে, পৃথিবীজুড়ে কোটি মানুষের ভালোবাসায় সিক্ত এই তোমার কোথায় কিসে অগৌরব? মাথা উঁচু করো একবার, দেখো কতো অমিত সম্ভাবনার উজ্জ্বল আলোকরশ্মি তোমাকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে, সেই আলোকবন্যায় অবগাহন করে ভাবী সাফল্যের আনন্দধারায় সিক্ত হও তুমি।
জয় বাংলাদেশ।
জয় বাংলাদেশ ক্রিকেট দল।
জয় বাংলাদেশের মানুষ। "
আজকের দিন বাদে এশিয়া কাপ শুরু হতে আর মাত্র একদিন বাকি। এশিয়া কাপের ১ম ম্যাচে টাইগাররা লড়বে ইন্ডিয়ার সাথে। এমনিতেই ভারত আমাদেরকে হিংসা করে ২০২০ সাল পর্যন্ত আমাদের সাথে ক্রিকেট না খেলার ঘোষণা দিয়েছে। তার উপর আমাদের টেস্ট স্ট্যাটাস কেড়ে নেওয়ার জন্য করছে নানা ষড়যন্ত্র। আসল কারণ ওরা টাইগারদের ভয় পায় তাই ক্রিকেট খেলতে চায়না। ভারত যে নিজের দেশ ছাড়া অন্য কোথাও জিততে পারেনা। এরা অবশ্যই এতদিনে বুঝে গেছে ভারতের সাথেবাংলাদেশ মহিলা ক্রিকেট দলও তীব্র প্রতিদ্বন্দ্বিতা করবে।
গত এশিয়া কাপের কথা কি মনে পড়ে? কি বাঁশটা দিয়েছিলাম ইন্ডিয়াকে? ভারত পাকিস্তানের কাছে জিতার পর বাংলাদেশের ফাইনাল খেলা অনিশ্চয়তার মুখে পড়েছিলো। ভারত পাকিস্তানকে হারাতে না পারলে কিন্তু আমাদের জন্য খবর ছিলো তাই বাংলাদেশের জন্য শ্রীলংকাকে হারানোর কোন বিকল্প ছিলোনা। এবং বাংলাদেশ শ্রীলংকাকেও বাঁশ দিয়েছিলো। বাঁশ দিয়েছিলাম শ্রীলংকাকে কিন্তু বেশি ব্যথা পেয়েছে ইন্ডিয়া
এবং ফাইনালে একটা বিতর্কিত আউট দিয়ে পাকিস্তানের কাছে বাংলাদেশকে হারিয়ে দেওয়া হয়। মাত্র দুই রানে হারার সে করুণ স্মৃতি আজো আমাদের কাঁদায়। সেদিন সাকিব তামিম নাসির মাশরাফিদের সাথে কেঁদেছিলো দেশের এবং দেশের বাইরের সকল বাংলাদেশী। ভিডিও টি দেখুনঃ
সুন্দর বর্ণনা রয়েছে ব্লগার মিনহাজ আল হেলাল ভাই এর এই পোস্টে।
তীব্র প্রতিদ্বন্দ্বিতা-পূর্ণ ফাইনালসহ পুরো এশিয়া কাপে বাংলাদেশ ক্রিকেট দলের উন্নত নৈপুণ্য চমকে সারা দিয়েছে সারা বিশ্ব। বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে যারা প্রতিনিয়ত রঙ্গ রসিকতায় লিপ্ত থাকত, তারাই এখন প্রশংসা করছে অকপটে। বিভিন্ন দেশের স্বনামধন্য ক্রিকেটেরতো বটেই, দেশ বিদেশে অগণিত ক্রিকেট প্রেমীর প্রশংসাও জুটছিলো আমাদের।
ক্রিকেটের বরপুত্র নামে খ্যাত ক্যারিবিয়ান ব্যাটসম্যান ব্রায়ান লারা তার ফেইসবুকে লিখেছেন, (আমি খুবই দুঃখ পেয়েছি সাধারণ মানুষ এবং খেলোয়াড়দের কাঁদতে দেখে। ব্যাপারটা অন্যভাবেও হতে পারত। বাংলাদেশ হেরেছে, কিন্তু মিলিয়ন মানুষের হৃদয় জয় করতে সক্ষম হয়েছে, বস্তুত তারা কাপ ছাড়া সবই জিতেছে! সাবধান বিশ্ব, বাংলাদেশ এখন নতুন আতঙ্ক)।
আবার আসলো এশিয়া কাপ কিন্তু দুঃখের বিষয় এবারের এশিয়া কাপ এর ১ম দুইটি ম্যাচ বাংলার বাঘ সাকিব খেলতে পারবেনা। আর বি সি বি তামিমকে খেলতে দিচ্ছেনা। ভারতের বিরুদ্ধে তামিমের গত বারের ৯০ বলে ৭০ রানের ইনিংসে ভারতের পরাজয় এর কারণেই তামিমকে বাদ দেওয়া হয়েছে কিনা সে ব্যাপারে অনেকেই যথেষ্ট সন্দিহান। মাফ চাওয়ার পরও সাকিবকে কেন মাফ করা হলোনা এই প্রশ্নের যুক্তিযুক্ত কোন জবাব এখনো পাইনি আমরা। আরও দুঃখের বিষয় বাংলাদেশের ১ম ম্যাচ ভারতের সাথে। ইনজুরি জনিত সমস্যার কারণে মাশরাফির ও খেলতে না পারার সম্ভাবনা আছে। ৩ জন বাঘা প্লেয়ার ছাড়াই আমাদেরে ক্রিকেটের জাতীয় শত্রুকে বাংলাদেশ আবারও হারাবে এবং গতবারের মত পৃথিবী জুড়ে মিলিয়ন মিলিয়ন মানুষের হৃদয় জয় করবে এটাই প্রত্যাশা।
ভারত দলে নেই শচীন , শেওয়াগ এবং ধণি ২ পাঠান , জহির খান আরো অনেক পুরনো খেলোয়াড় । এরা সহ খেললেও বাংলাদেশের সাথে পারেনা। আর এটা ছাড়া ভারতকে হারানোর জন্য বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলই যথেষ্ট।
এক নজরে বাংলাদেশ স্কুয়াডঃ এনামুল হক , শামসুর রহমান , ইমরুল কায়েস , মোমিনুল হক, জিয়াউর রহমান ,মুশফিক রহিম, নাসির হোসাইন , নাঈম ইসলাম , সোহাগ গাজি , মাশরাফি মর্তুজা, আরাফাত সানি , আব্দুর রাজ্জাক, রোবেল হোসাইন , আল আমিন হোসাইন, সাকিব আল হাসান।
বাংলাদেশের এশিয়া কাপের পরিসংখ্যানঃ
এশিয়া কাপ ২০১৪ এর বাংলাদেশ দলের সিডিউলঃ
২৬ -০২-১৪ বাংলাদেশ বনাম ইন্ডিয়া ( বিকাল ২ টা )
০১-০৩-১৪ বাংলাদেশ বনাম আফগানিস্তান ( বিকাল ২ টা )
০৪- ০৩-১৪ বাংলাদেশ বনাম পাকিস্তান ( বিকাল ২ টা )
০৬-০৩-১৪ বাংলাদেশ বনাম শ্রীলংকা ( বিকাল ২ টা )
সব ম্যাচের সিডিউল:
February 25: Pakistan v Sri Lanka, Fatullah, 2 pm
February 26: Bangladesh v India, Fatullah, 2pm
February 27: Afghanistan v Pakistan, Fatullah, 2pm
February 28: India v Sri Lanka, Fatullah, 2pm
March 1: Bangladesh v Afghanistan, Fatullah, 2pm
March 2: India v Pakistan, Mirpur, 2pm
March 3: Afghanistan v Sri Lanka, Mirpur, 2pm
March 4: Bangladesh v Pakistan, Mirpur, 2pm
March 5: Afghanistan v India, Mirpur, 2pm
March 6: Bangladesh v Sri Lanka, Mirpur, 2pm
আমরা আবেগী বাঙালি। আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি। বাংলার বাঘরা আবারো আমাদেরকে উল্লাসে মাতাবে এটাই প্রত্যাশা এবং একমাত্র স্বপ্ন। আমরা জিতলে হাসি হারলে কাঁদি। আরো একটি স্বপ্ন পূরণের অপেক্ষায় গোটা জাতি।
গুড লাক টাইগার্স ।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৪
নিশাত তাসনিম বলেছেন: ধন্যবাদ সুমন ভাই ।
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪২
প্রবাসী পাঠক বলেছেন: এগিয়ে চলুক বাংলাদেশ ক্রিকেট। সঙ্গী হিসাবে পাশে থাকব আমরা - সকল সাফল্যে আর ব্যর্থতায়।
গুড লাক টাইগার্স।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৫
নিশাত তাসনিম বলেছেন: টাইগারদের সাথে ছিলাম আছি থাকবো।
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৪
ইমরাজ কবির মুন বলেছেন:
আমাদের জন্য শুভকামনা ||
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৫
নিশাত তাসনিম বলেছেন: টাইগাররা ১ম ম্যাচ জিতে ২য় ম্যাচে আফগানিস্তান কে হারাতে পারলেই ৩য় ম্যাচে পাকিস্তান অথবা চতুর্থ ম্যাচে শ্রীলংকাকে হারাতে পারলেই বাংলাদেশ ইনশাআল্লাহ আবার ফাইনাল খেলতে পারবে।
আমাদের জন্য শুভ কামনা।
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:১৫
এম মশিউর বলেছেন: বাংলাদেশ আবারো ফাইনালে খেলবে। বাংলাদেশ দলের প্রতি এই আত্মবিশ্বাস জন্মে গেছে।
আমরা করবো জয় নিশ্চয়।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:২৯
নিশাত তাসনিম বলেছেন: ভারতের মতো বিশ্বের ১ নাম্বার ব্যাটিং লাইন আপ এর একটি দলের সাথে তামিম এর মতো হিটার ব্যাটস ম্যানকে কি করে বাদ দেয় আমার বুঝে আসেনা। তামিম আর সাকিব ছাড়াই বাংলাদেশ জিতবে এটাই আশা রাখি।
৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৩২
স্বপ্নবাজ অভি বলেছেন: গুড লাক টাইগার্স ।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৩৮
নিশাত তাসনিম বলেছেন: গর্জে উঠুক বাংলাদেশ।
৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৪৫
রাফা বলেছেন: না এখন আর হঠাৎ হঠাৎ খুশি হওয়ার জন্য বাংলাদেশ জিতুক সেটা চাইনা।
এখন চাই বাংলাদেশ ধারাবাহিকভাবে জিতুক।আমরা ভুলে যাই বাংলাদেশ উন্নতি করছে ঠিকই কিনতু তার চেয়ে বেশি উন্নতি করছে অন্য দেশ।এখন থেকে একই গতিতে এগোতে হবে আমাদেরকে।
প্রতিটি খেলায় আমাদের এপ্রোচ হওয়া উচিত শুধুই জয়।
জয় হোক টাইগারদের।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৫৮
নিশাত তাসনিম বলেছেন: সুন্দর বলেছেন রাফা ভাই। ক্রিকেটে ধারাবাহিকতা বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ। আসলে সদ্য সমাপ্ত বাংলাদেশ শ্রীলংকা টেস্ট ওয়ান ডে এবং টি-২০ এর ম্যাচ হুলোতে আমরা দেখেছি বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের শট খেলার প্রবণতাই বাংলাদেশের হারার অন্যতম প্রধান কারণ। বাজে বলের জন্য অপেক্ষা করার মতো ধৈর্য্য বাংলাদেশের ব্যাটসম্যান দের মধ্যে খুব কম। এছাড়াও ভালো পার্টনারশিপ গড়ে তুলতে পারেনি। প্রথম ওয়ানডেতে যেখানে নিশ্চিত জিতে সেখানে একাধিক ক্যাচ ছাড়ার কারণে বাংলাদেশ হেরে যায়।
অবশ্যই প্রতিটি খেলায় আমাদের এপ্রোচ হওয়া উচিত শুধুই জয়।
টাইগাররা আবার গর্জে উঠবে এটাই একমাত্র কামনা।
৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৫৫
কোলড বলেছেন: cheap emotion
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:০২
নিশাত তাসনিম বলেছেন: হাউকাউ
৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:১৪
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: কোলড (Cold)ভাইজান দেখি পুরাই কুল(cool).
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:১৮
নিশাত তাসনিম বলেছেন: কোল্ড ভাইজান cool না হয়ে কি পারে ?
৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:০৪
রাসেলহাসান বলেছেন: আগেরবার যেতা হইনি, তবে এবার এশিয়া কাঁপ "ইনশাআল্লাহ" জিতেই ছাড়বো।।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪২
নিশাত তাসনিম বলেছেন: ইনশাআল্লাহ এবারো বাংলাদেশ অসাধারণ খেলবে এটাই প্রত্যাশা। আসলে ১ম ম্যাচটা জিতা বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। ভারতের কাছে জিততে না পারার জন্যই তামিম কে বাদ দেওয়া হয়েছে কিনা এবং সাকিবকে ক্ষমা করা হয়নি কিনা সে ব্যাপারে আমরা খুব সন্দিহান।
১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:১৩
আছিফুর রহমান বলেছেন: এবার আর কাদবো না। ইনশাল্লাহ
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৩
নিশাত তাসনিম বলেছেন: বাংলাদেশ এবার জিতবেই ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ এবারো বাংলাদেশ অসাধারণ খেলবে এটাই প্রত্যাশা। আসলে ১ম ম্যাচটা জিতা বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। ভারতের কাছে জিততে না পারার জন্যই তামিম কে বাদ দেওয়া হয়েছে কিনা এবং সাকিবকে ক্ষমা করা হয়নি কিনা সে ব্যাপারে আমরা খুব সন্দিহান।
১১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৩৪
হাসান কালবৈশাখী বলেছেন:
বাংলাদেশের মুল শক্তিই বিশাল জনগোষ্ঠির বিপুল সমর্থন!
এত বিপুল সমর্থন বিশ্বে কোথাও নেই।
চাই বাংলাদেশ ধারাবাহিকভাবে জিতুক।
বাংলাদেশ খেলায় ব্যাপক ম্যাচুরিটি এসেছে, উন্নতি হয়েছে অনেক। শৃলংকার সাথে হেরেছে ঠিকই, কিন্তু লড়াই হয়েছে, খুব সামান্য ব্যাবধানে হেরেছে।
এখন থেকে আরো বেশী গতিতে এগোতে হবে আমাদেরকে।
আমার এই লেখাটিও পড়বেন, কমেন্টের জবাব সহ -
Click This Link
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫২
নিশাত তাসনিম বলেছেন: হ্যাঁ ঠিক বলেছেন হাসান কালবৈশাখী ভাই । ধারাবাহিক ভাবে জয় লাভ খুব দরকার। বাংলাদেশ অনেক উন্নতি করেছে তাতে কোন সন্দেহ নেই। বাংলাদেশ এখন লড়াই করে হারে। শ্রীলংকার সাথে ৩ টা ম্যাচেই তীব্র প্রতিযোগিতা করেছে।
বাংলাদেশকে এখন বিশ্বের যে কোন দেশ ভয় পেতে বাধ্য। কিন্তু আমার মনে হয় যেখানে সাকিব খেলতে পারছেনা সেখানে তামিমকে বাদ দেওয়া উচিৎ হয়নি ।
ভারতের সাথে তামিম ভালোই খেলে। গতবার বাংলাদেশ দলের অসাধারণ বোলিং এর পাশাপাশি তামিমের ৯০ বলে ৭০ রানের ঝড়ো ইনিংসটি টাইগারদের ভারতের কাছে জিততে সাহায্য করেছিলো।
বিশ্বের ১ নং ব্যাটিং লাইন আপ নামে খ্যাত ভারতের বিরুদ্ধে তামিমের মতো হিটার ব্যাটসম্যানকে কি করে বাদ দেওয়া হয় আমার বুঝে আসেনা।
১২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১০
চিরতার রস বলেছেন: শুভ কামনা টাইগারদের জন্য, যেন তারা দ্রুত খারাপ সময় পার করতে পারে। দেশের ক্রিকেটের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র নিপাত যাক।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০১
নিশাত তাসনিম বলেছেন: ক্রিকেটে ভালো সময় এবং খারাপ সময় দুইটাই থাকে। কিন্তু বিসিবিই তো বাংলাদেশ ক্রিকেটের প্রধান শত্রু মনে হচ্ছে। ওরা কি করছে ওরা নিজেরাও জানেনা।
১৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৫
মামুন রশিদ বলেছেন: গুড লাক টাইগার্স !!
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০২
নিশাত তাসনিম বলেছেন: গুড লাক টাইগার্স
১৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আসলে আমারা সব্বাই দেশকে চরম ভালোবাসি তাই দেশের খারাপ কিছু সহ্য করতে পারিনা।
ধন্যবাদ লেখাটি সুন্দর হয়েছে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৩
নিশাত তাসনিম বলেছেন: একদম ঠিক বলেছেন । অনেক ধন্যবাদ দেশ প্রেমিক বাঙালি ভাই।
১৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৬
সোহানী বলেছেন: গুড লাক টাইগার্স ...... আমরা তোমাদের পাশেই আছি সারাক্ষন....
অনেক ভালো লেগেছে লিখাটা.......
আমরা কি বার বার হেরে যাবো কিছু মীর জাফরের জন্য !!!!!!!!!!!!!!!!!!!!
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১১
নিশাত তাসনিম বলেছেন: ধন্যবাদ সোহানী।
টাইগারদের পাশে ছিলাম আছি এবং থাকবো।
এই সব মীরজাফরদের এখনই রুখতে না পারলে বাংলাদেশ ক্রিকেটের ধ্বংস অনিবার্য।
১৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৭
স্পেলবাইন্ডার বলেছেন: ৩ জন বাঘা প্লেয়ার ছাড়াই আমাদেরে ক্রিকেটের জাতীয় শত্রুকে বাংলাদেশ আবারও হারাবে এবং গতবারের মত পৃথিবী জুড়ে মিলিয়ন মিলিয়ন মানুষের হৃদয় জয় করবে এটাই প্রত্যাশা।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১২
নিশাত তাসনিম বলেছেন: অবশ্যই ।
১৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫০
সেলিম আনোয়ার বলেছেন: বাংলাদেশ ক্রিকেট টিমের জয় দেখার প্রত্যাশায় থাকলাম। সাকিব আল হাসান কে মিস করবো ।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১২
নিশাত তাসনিম বলেছেন: সাকিব এবং তামিম দুই জনকেই মিস করবো।
১৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৩
"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: তবু খারাপ খেললে গালি দেইনা। সান্তনা দেই আর মনে আশা রাখি আগামীতে ভালো খেলবে।
চল বাংলাদেশ বিভেদ ভুলে সকল বাধার আধার ডিঙ্গে নতুন ঠিকানায়...................
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৩
নিশাত তাসনিম বলেছেন:
চল বাংলাদেশ বিভেদ ভুলে সকল বাধার আধার ডিঙ্গে নতুন ঠিকানায়...................
১৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৭
আজ আমি কোথাও যাবো না বলেছেন: টাইগার্স গুড লাক!
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৪
নিশাত তাসনিম বলেছেন: টাইগার্স গুড লাক।
২০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪২
আদনান শাহ্িরয়ার বলেছেন: অনেক শ্রম দিয়েছেন । এমন একটা পোষ্ট লিখা সেইরকম গবেষণার বিষয় । আপনার লিখায় তা উপভোগ্য হয়েছে । আপনার মৌলিক লিখা কেমন হয় দেখার অপেক্ষায় থাকলাম । শুভেচ্ছা জানবেন ।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৭
নিশাত তাসনিম বলেছেন: মৌলিক লিখা বলতে আপনি কি বুঝাতে চাচ্ছেন আদনান ভাই ? গল্প এবং কবিতা ? তাহলে আমাকে দিয়ে হবেনা। কারণ আমি গল্প কবিতা লেখার জন্য কখনো অনুপ্রাণিত হইনি। ভবিষ্যতেও হওয়ার কোন সম্ভাবনা নেই। তবে সমাজ সচেতনতা ও রাজনীতি নিয়ে কিছু মৌলিক পোস্ট লেখার চেষ্টা করছি। অবশ্যই সহব্লগারদের গল্প কবিতার পোস্ট পড়তে ভালোই লাগে।
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
২১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৪
বেকার সব ০০৭ বলেছেন: এম মশিউর বলেছেন: বাংলাদেশ আবারো ফাইনালে খেলবে। বাংলাদেশ দলের প্রতি এই আত্মবিশ্বাস জন্মে গেছে।
আমরা করবো জয় নিশ্চয়।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০২
নিশাত তাসনিম বলেছেন:
২৬ তারিখে দাদাদের বাংলা ওয়াশ দিতে পারলেই বাংলাদেশ তাদের ২য় ম্যাচে আফগানিস্তানকে হারাবে, এর পর পাকিদের অথবা লংকানদের হারাতে পারলেই বাংলাদেশ আবারো ফাইনাল খেলবে।
২২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১৩
জেনারেশন সুপারস্টার বলেছেন: এবার বাংলাদেশ আর শ্রীলংকা সবচেয়ে এগিয়ে থাকবে ফাইনাল খেলার জন্যে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২৮
নিশাত তাসনিম বলেছেন: হ্যাঁ বাংলাদেশের মাঠ সম্পর্কে শ্রীলংকা অলরেডি খুব ভালো অভিজ্ঞতা অর্জন করে ফেলছে আর বাংলাদেশ সব ম্যাচেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছে । তাই এই দুই দল কিছুটা সুবিধা ভোগ করবে।
অন্যদিকে ভারত আম্পায়ারের সাপোর্ট পাওয়ার সম্ভাবনা আছে । তারা ১ম ম্যাচে সাকিব -তামিম - মাশরাফি বিহীন বাংলাদেশকে পেয়েছে।
আর পাকিস্তান সদ্য সমাপ্ত ২০১৩ তে শ্রীলংকা এবং এবং সাউথ আফ্রিকার কাছ থেকে সিরিজ জিতে ফুরফুরে মেজাজে আছে।
এশিয়া কাপের প্রতিটি ম্যাচই তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং উপভোগ্য হবে এটাই প্রত্যাশা।
২৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩০
তাসজিদ বলেছেন:
কি কারণে জানি না ক্রিকেট খেলা আগের মত ভাল লাগে না। সত্যি বলতে কি আগের মত আবেগ সৃষ্টি করে না। অথচ একটা সময় ক্রিকেট খেলা হলেই টিভির সামনে বসে যেতাম।
সময়ের সাথে সাথে মনে হয় আবেগও কমে যায়।
তারপরও প্রতিবারের মত এবারাও স্টেডিয়ামে যাব।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২০
নিশাত তাসনিম বলেছেন: আমি সবসময় ক্রিকেটের পাগল। হয়তো এখনো ছোট তাই । আর একটু বড় হলে হয়তো আবেগ কিছুটা কমবে। বাংলাদেশের খেলার সময় একটা বাড়তি উত্তেজনা কাজ করে। খেলা নিয়ে কত জল্পনা কল্পনা।
২৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪৫
উজবুক ইশতি বলেছেন: গত এশিয়া কাপ এর কথা ভাবলে এখনও খারাপ লাগে।
ইদানীং বাংলাদেশ ক্রিকেট টিম এর খারাপ সময় যাচ্ছে
তারপরো ভালো কিছুর প্রত্যাশায় আছি
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪২
নিশাত তাসনিম বলেছেন: ভালো সময় এবং খারাপ সময় মিলেই তো ক্রিকেট । এশিয়া কাপ বাংলাদেশ ভালো খেলবে এটাই প্রত্যাশা। দুঃখের বিষয় সাকিব তামিম আর মাশরাফি নেই।
গুড লাক বাংলাদেশ।
২৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৫
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: এবারের বাংলাদেশকে দলকে নিয়ে আমি আশাবাদি নই।
তবু তাই বাংলাদেশ চ্যাম্পিয়ন হোক।
ক্রিকেটে অসম্বব বলে কিছু নেই।
শুভকামনা বাংলাদেশ কিক্রেট দলকে।
ভাল খেলার প্রত্যাশায়।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫
নিশাত তাসনিম বলেছেন: বি সি বি খুব বিতর্কিত কাজ করছে অনেক দিন ধরেই। বিশেষ করে খেলোয়াড় নির্বাচন এর ক্ষেত্রে। এসব মীর জাফররা বাংলাদেশ ক্রিকেট এর জন্য খুব বিপদ জনক।
ভালো সময় এবং খারাপ সময় মিলেই তো ক্রিকেট । এশিয়া কাপ বাংলাদেশ ভালো খেলবে এটাই প্রত্যাশা। দুঃখের বিষয় সাকিব তামিম আর মাশরাফি নেই।
গুড লাক বাংলাদেশ।
২৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৩
জেরিফ বলেছেন: আরেকবার অশ্রুসিক্ত হলাম , সে সাথে তীব্র আশা নিয়ে খেলা দেখার প্রত্যয় থাকবে । আরেকবার না হয় কাদাঁর চেষ্টা করেও কাঁদবো না কেননা এবারের জন্য ইন-শা-আল্লাহ আমাদের সুনিশ্চিত ।
পোস্ট টা অসাধরন হয়েছে । প্রিয়তে নিলাম
ভালো থাকুন প্রত্যহ , এবার উল্ল্যাসে মেতে উঠবো সবাই একি সাথে সে আশায়
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫
নিশাত তাসনিম বলেছেন: বি সি বি খুব বিতর্কিত কাজ করছে অনেক দিন ধরেই। বিশেষ করে খেলোয়াড় নির্বাচন এর ক্ষেত্রে। এসব মীর জাফররা বাংলাদেশ ক্রিকেট এর জন্য খুব বিপদ জনক।
ভালো সময় এবং খারাপ সময় মিলেই তো ক্রিকেট । এশিয়া কাপ বাংলাদেশ ভালো খেলবে এটাই প্রত্যাশা। দুঃখের বিষয় সাকিব তামিম আর মাশরাফি নেই।
গুড লাক বাংলাদেশ।
২৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৯
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: সামান্য সময় নিয়ে বসেছিলাম হাতে , এবারে উঠতে হচ্ছে!
তবু একটা চক্কর এই ব্লগে না দিয়ে গেলেই যে নয় ...
মন্তব্যটা পরেরবার রেখে যাবো ...
এবার যে যেতে হয় ...
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৪
নিশাত তাসনিম বলেছেন: ঋণের জালে আবদ্ধ হয়ে যাচ্ছি। অনেক ধন্যবাদ আমায় স্মরণ করার জন্য
আজ জিততে পারলে ২য় ম্যাচে আফগানদের হারাবে। সাকিব তামিম ছাড়াই বাংলাদেশ জিতবে এটাই আশা করছি।
২৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৭
বেলা শেষে বলেছেন: ....Stand up , we shall Play again & again!!!
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩২
নিশাত তাসনিম বলেছেন: অবশ্যই ।
২৯| ০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৬
মোঃ ইসহাক খান বলেছেন: বাংলাদেশ লড়াই করুক, প্রতিকূল অবস্থা মোকাবেলা করতে শিখুক। এবং সফল হোক, সব সামলে উঠে জয়ী হতে শিখুক।
০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৩:৫২
নিশাত তাসনিম বলেছেন: আজকের ম্যাচটি জিতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। আজকে জিতার পর পাকিস্তান যদি আগামীকাল ভারতকে হারাতে পারে এবং এরপর বাংলাদেশ পাকিস্তানের সাথে জিতে শ্রীলংকার সাথে কম রান অথবা কম উইকেটে হারে, অথবা পাকিস্তানের সাথে ২-৩ রান বা ১ -২ উইকেটে হারে আর শ্রীলংকার সাথে জিতে তাহলে বাংলাদেশ আবারও ফাইনাল খেলতে পারবে। আজকে বাংলাদেশের জয় এবং আগামীকাল পাকিস্তানের কাছে ভারতের হারের মধ্যে লুকিয়ে আছে বাংলাদেশ আবারো ফাইনাল খেলার এক উজ্জ্বল সম্ভাবনা।
আশা করছি বাংলাদেশ আজকে সহ পরবর্তী দুইটা ম্যাচ জিতে আবারো ফাইনাল খেলবে।
গুড লাক টাইগার্স।
অনেক ধন্যবাদ ইসহাক ভাই। ভালো থাকুন।
৩০| ০২ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯
অর্থনীতিবিদ বলেছেন: ক্রিকেট বাংলাদেশের এক আবেগের নাম। ১৯৯৭ সালের সেই উদ্বেলিত মুহূর্তগুলি ভুলে যাওয়ার নয়। সমগ্র জাতিকে এক সুতায় গেঁথেছিল তখন ক্রিকেট। বর্তমান প্রজন্ম এখনও ক্রিকেটের উন্মাদনাকে ধরে রেখেছে। ক্রিকেটের জয় এক সময় না এক সময় হবেই।
০৩ রা মার্চ, ২০১৪ রাত ২:২৫
নিশাত তাসনিম বলেছেন: কিন্তু সে ক্রিকেট ও ক্রিকেটারদেরকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আমাদের খেয়ে আমাদের পরে কার হীন-স্বার্থ চরিতার্থ করার জন্য ওরা সাকিব তামিম মাশরাফিদের ক্যারিয়ার নিশ্চিত ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে তা এখনই হিসাব করতে হবে।
৩১| ০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ১:২২
অদৃশ্য বলেছেন:
আগামীকালই আমরা সেই দৃশ্য দেখতে পারবো আশাকরি...
শুভকামনা...
০৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৪৮
নিশাত তাসনিম বলেছেন: জিতেই তো গিয়েছিলাম কিন্তু ভাগ্য আমাদের পক্ষে ছিলোনা। আমাদের যে ৪ জন ব্যাটস ম্যান খেলেছে সবাই ভালো ব্যাটিং ১ জন শত রান পূর্ণ করেছেন বাকিরা ৫০ + করেছে । হাতে আর দুই বল থাকলে সাকিব ও অর্ধশত রান করতো।
পাকিস্তানি শেহজাদ হাফিজ এর পার্টনারশিপ , শেহজাদ -ফুয়াদ এর পার্টনারশিপ, ও সর্বশেষ ফুয়াদ-আফ্রিদির পার্টনারশিপ এর কারণেই আমরা ম্যাচটা হারছি।
৩২| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ২:০১
সচেতনহ্যাপী বলেছেন: আপনার বাড়ীতে এসে পোষ্টগুলি পড়তে পড়তেই এটার প্রতি নজর পড়লো,তাই কিছু বলতেও দেরী হলো। ক্রিকেটে "ব্যাডপ্যাচ" বলে একটা কথা আছে। এর প্যাচে পড়ে বিশ্বের তাবৎ ক্রিকেট দেশগুলি বেশ কিছুদিন মন্দায় অর্থাৎ খারাপ অবস্থায় পড়ে যায়। যা বোলার এবং ব্যাট্সম্যানকেও রেহাই দেয় না। কিছুদিন পর তারা আবার স্বরূপে প্রকাশ পায়।
আমাদেরও বোধহয় তাই চলছে। তবে আমার মনে হয় টিমের উপর অ্ত্যাধিক চাপ পরার কারনে এটা হতে পারে। আবার কিউইদের হারানোর ফলে অতিরিক্ত অহংকারও হতে পারে। তবে বেশী আশা আমি করি না। মোটামুটি ধারাবাহিকতা ধরে রাখতে পারলেই সাফল্য একদিন আসবেই।
উদাহরন তো হাতের কাছেই। শ্রীলংকা।। একসময় আমরা বলতাম রেকর্ড করতে চাও তো শ্রীলংকা টিমের সাথে খেলো। বলাইবাহুল্য সেই টিম ৯৬ থেকে অবিশাস্য ভাবে বদলে গেলো। একদিন হয়তো আমরাও.......।
০১ লা এপ্রিল, ২০১৪ রাত ৩:০৬
নিশাত তাসনিম বলেছেন: দুঃখিত প্রিয় ব্লগার আপনার মন্তব্যের জবাব দেওয়া হয়নি সময়মত।
আসলে দলের জন্য যারা প্লেয়ার নির্বাচনের দায়িত্বে আছেন তারাই বাংলাদেশ দল খারাপ করার পেছনে দায়ী বলে মনে। শ্রীলংকার মত একটি দল এর সাথে কিছু আগেও কিন্তু ওয়ানডে এবং টি-২০ তে বাংলাদেশ খুব ফাইট করছিলো। টি-২০ তে হংকং এর সাথে হারার পর কি এমন হলো আমি বুঝতে পারছিনা।
তবে বাংলাদেশ দল এর আবার ভালো সময় আসবে এটা বিশ্বাস করি।
অনেক ধন্যবাদ আপনাকে।
৩৩| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ২:০৫
সচেতনহ্যাপী বলেছেন: (অপ্রাসংগিক) ভাই আপনার পিকের হাতে কি? এস এল আর,এল এম জি না এস এম জি?? আমি দেখি আর ভয়ে থাকি।।
০১ লা এপ্রিল, ২০১৪ রাত ৩:০৮
নিশাত তাসনিম বলেছেন: Click This Link
৩৪| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৬
সচেতনহ্যাপী বলেছেন: @নিশাত অনেক ধন্যবাদ এক সাহসী শুধুই না বীর মুক্তিযোদ্ধাকে প্রো-পিক বানিয়ে তার কাহিনী তুলে ধরার জন্য। কামনা করি ব্লগবাড়িতেও আপনিও এই সাহস দেখাবেন। ষ্টেনের বদলে হাতে থাকবে কলম স্যরি কম্পিউটার।
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৪
সুমন কর বলেছেন: গুড পোস্ট।