![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"ক তে কাদের মোল্লা, তুই রাজাকার! তুই রাজাকার!!
ফাসি ফাসি ফাসি চাই,কাদের মোল্লার ফাসি চাই!"
অন্ধকারের রাস্তা দিয়ে হাটতেছি আর বিড় বিড় করে প্রজন্ম চত্বরের জ্বালাময়ী স্লোগানগুলো আউড়াইতেছি। পথে পাড়ার এক ভাগ্নীর সাথে দেখা।
'বিড় বিড় করে কি কইতেছেন,মামা?'
'এইত্তো কাদের মোল্লার ফাসির মন্ত্র পড়তেছি।'
'ফাসির মন্ত্র! এইটা আবার কি?'
'যে মন্ত্র পড়লে মনো যন্ত্রনা কাইট্টা যায়। আলিফ লায়লাতে দেখ নাই,মালিকা হামেদা আকড়া আকড়া কইরা মন্ত্র পড়তো, আর তার শত্রুরা পুইড়া কয়লা হইয়া যাইতো। এই কাদের মোল্লায় অনেক যন্ত্রনা দিছে আমারে। তাই তার লাইগা ফাসির মন্ত্র পড়তেছি।'
'আপনি কাদের মোল্লার ব্যাপারে ফাসির মন্ত্র পড়তেছেন!? ছিঃ,মামা! আপনি অনেক খারাপ!'
'ওমা খারাপ হবো কেন? তুমি কি চাওনা কাদের মোল্লার ফাসি হউক?'
ভাগ্নী কিছুই কয়না। নখে আচড় খুটতে খুটতে মাটিতে তাকায় থাকে। কতক্ষন পরে কয়,'না মামা মানে লোকটা বুড়া হয়ে গেছে তো! তাই একটু মায়া লাগতেছে।'
কথাটি শুনে যতটা না টাশকি খাইলাম তার চেয়ে বেশী ভয় পাইলাম।
আমার ঘরে আমারই আশেপাশে ছাগুদের প্রেতাত্মারা ঘুরে বেড়াইতেছে অথচ আমি জানিনা।
ভাগ্যিছ এখনই তাকে চিনে ফেলেছি। নইলে দেখা যেতো কোন এক সুযোগে ব্লেড দিয়ে আমার রগটা কেটে ফেলছে। কিংবা কাটা চামচ দিয়ে পুরো শরীরটা কিমা বানায় ফেলছে। ৭১এ এই পরিচিত-প্রতিবেশীরাই মুক্তিযোদ্ধাদের ধরিয়ে দিয়েছিল রাজাকারদের হাতে।
এই মেয়েটি কি জানেনা, আজ সে কাদের মোল্লার প্রতি সহানুভুতি দেখাচ্ছে। গতকালই তার মত হাজার মেয়েরা কাদের মোল্লারও কাছে সেই সহানুভুতির জন্য অনেক কাকুতি মিনতি করেছিল।
১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৫৪
নিশি মানব বলেছেন: কিতা হইছে? টাশকি খাইয়া ঝিমাইয়া গেলেন যে....
২| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৩
পাগলা বস বলেছেন: এইডা কোন কথা হইলো! !!! :o হেড লাইনটা ফাসির. মন্ত্র না দিয়ে ছাগু চেনার সহজ মন্ত্র দিতেন
১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৫৫
নিশি মানব বলেছেন: ছাগু চেনার পোষ্ট হইলেত তাই দিতাম। তাইনা!
৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৯
চলতি নিয়ম বলেছেন: জয় বাংলা।
কসাই কাদের এইবার ঠেলা সামলা।
+
১০ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:১৫
নিশি মানব বলেছেন: সে ঢের এখনো অনেক দেরী আছে। যতক্ষন না তাকে ফাসিতে ঝুলিয়ে দেওয়া হয়।
দেখা গেল রাজনীতির মার প্যাচে কসাই কাদের বলতেছে,
বীর বাংগালী,ঠেলা এবার কিভাবে সামলাবি?
৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৫
আজ আমি কোথাও যাবো না বলেছেন: জয় বাংলা!
১০ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:১৮
নিশি মানব বলেছেন: ঠ্যালা সামলা....
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
+++++