নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তিমির রাত্রিতে নিঃসঙ্গ পথিক

নিশি মানব

রাতের আধারে ঘুরে বেড়াই নিরবে নিভৃতে

নিশি মানব › বিস্তারিত পোস্টঃ

ফুলের মালা

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:১২

ফুলের মালা গেঁথেছিলাম

তোমায় দেবো বলে

হয়নি দেয়া সাধের মালা

গিয়েছিলে তুমি চলে



রঙিন স্বপ্ন একেছিলামা

তোমায় ভালবাসবো

হয়নি তোমায় ভালোবাসা

এখন কি নিয়ে বাচবো



তুমি,আমি আর দুটি ধন

এই ছিল আশা

হয়নি পুরন সে স্বপন

স্তদ্ধ আমার ভাষা ......

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:১৪

এম এ কাশেম বলেছেন: সুন্দর..................
শুভ কামনা।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:২৯

নিশি মানব বলেছেন: সুন্দর হয়নিতো!
ভাষাগত গঠনের বেশ দুর্বলতা আছে। কাটিয়ে ওঠার চেষ্টা করতেছি।


আশা করি আপনার শুভ কামনার বদৌলতে সামনে শুভ যাপনের পরিবেশ সৃষ্টি হবে।

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:১৮

নিয়েল হিমু বলেছেন:
হয়নি পুরন সে স্বপন
স্তদ্ধ আমার ভাষা ......

ভাল লাগল বেশ ।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৪৬

নিশি মানব বলেছেন: কন কি ভাই?
আমার সে স্বপ্নটা পুরনো হয়নি দেখে আপনার অনেক ভাল লাগছে!

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৭

নিয়েল হিমু বলেছেন: কাবতা ভাল লেগেছে । হাহাহা কবিরা রসিকও হয় দেখি ।

৩০ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৫৯

নিশি মানব বলেছেন: লজ্জা পেলুমতো...
আমি কবি নই। মাঝে মধ্যে ভুলে ভালে কাব্য চর্চা করি আরকি।

৪| ১১ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৮

এম এ কাশেম বলেছেন: ভুলে ভালে দু'কলম লিখতে লিখতে সবাই কবি হয়ে উঠে...........

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৯

নিশি মানব বলেছেন: ঠিক। মাঝে মধ্যে আমিও তাই হয়ে উঠি। আর লোকে দেখে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.