নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাঙালী, বাংলাদেশি

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।

নিষ্‌কর্মা

সততি লিখলেই মাইনাছ আর বেশী সততি লিখলে মডু স্ট্যাটাস নাবায়া দেয়!

নিষ্‌কর্মা › বিস্তারিত পোস্টঃ

খেজুর দিয়ে কেন ইফতারি করি আমরা? এর পেছনে ইসলামের শিক্ষাটা কি?

০৩ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

রাসুল (সঃ) ইফতারি করতেন খেজুর ও পানি দিয়ে। এখন খেজুর আমদানি হয় বলে আমরাও ছুন্নাত পালনের মওকা পাই।



কেউ কি বলবেন খেজুর দিয়ে ইফতার করার পেছনে কারন কি?



আমি এটুকু জানি যে, আরব দেশে খেজুর ছিল সে সময়ের সবচেয়ে সস্তা খাদ্য। খেজুরের চেয়ে দামী ছিল রুটি। সে কারনে যুদ্ধবন্দীদের সাথে ভাল ব্যবহার কর হত এবং তাদের রুটি খেতে দেওয়া হত।



ইফতারিতে খেজুর আর পানি খাওয়ার এই ছুন্নাতের অর্থ কি দামী এবং আয়োজন করে অনেক খাদ্য প্রস্তুত করে ইফতার করা? হাদিস বা অন্য কোন কিতাবের উদ্ধৃতি না [সেগুলো মোটামুটি ভাবে অনেক বার আলোচিত হয়েছে], আপনার মনে কি আসে তাই বলুন।



যদি খেজুর খেয়ে ইফতার করার অর্থ হয় খুব সাধারণ খাবার খেয়ে ইফতার করা, তা হলে আমাদের হাল আমলের এই ইফতারি কি ইসলামের শিক্ষার সাথে সাযুজ্যপূর্ণ? যদি না হয়, তা হলে কেন আমাদের এই ইসলাম বিরোধী কাজ দিনে দিনে বাড়ছেই? কেন কোন আলেম জোর গলায় প্রতিবাদ করেছেন না?



ইসলামের নামে ন্যায় বিচার কায়েম চাইবেন আর এই বে-ইনসাফের এইসব বিষয় উপেক্ষা করবেন, এবং গরীব মানুষ অভুক্ত থাকবে -- কিসের ইসলামি আন্দোলন করেন আমাদের চাইদি-গুয়া-চুরমুনাই-লোল্লামা শোফি লোলবাবারা?

মন্তব্য ৪০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

অগ্নি সারথি বলেছেন: চাইদি-গুয়া-চুরমুনাই-লোল্লামা শোফি তেতুল খায়।

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৯:০১

নিষ্‌কর্মা বলেছেন: সেই জন্যই তো ঠিক মত কাইজ-কামে মন দিবার পারে না! B:-/ B:-) :-B =p~ !:#P

২| ০৩ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

খাটাস বলেছেন: আপনার বক্তব্য টা অনেক কুন্সেপচুয়াল, এবং সত্যি ই চিন্তার বিষয়। নিজে এভাবে চিন্তা করি নি কখন ও। ভাল লাগল। প্লাস। ভাল থাকবেন।

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৯:০৫

নিষ্‌কর্মা বলেছেন: আমার কথাগুলো মোটেও কনসেপচুয়াল না। বরঞ্চ আমাদের ইসলামি শিক্ষার ত্রুটির কারণেই আমরা এ ভাবে ভাবতে শিখি নাই। ইসলাম মানে কয়েকটা সুরা মুখস্থ, কিছু দান খয়রাত আর মানুষ দেখানো যাকাত দেওয়া না। ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আংশিক পালন করতেই আমাদের উদ্ধুদ্ধ করা হয়। সে জন্যই তো আমাদের অথাকথিত আলেমদের মত আমরাও পথভ্রষ্ট।

ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

৩| ০৩ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

অবুঝ পাঠক বলেছেন: ভাই ইসলামের সুন্দর সুন্দর কথা বলতে এসে কেনো অন্য কে টেনে আবার আজে বাজে কথা বলতেছেন ?

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৯:০০

নিষ্‌কর্মা বলেছেন: কাউকে খারাপ কথা বলি নি। যাদের নাম উল্লেখ করেছি, তারা এই দেশের ইসলাম ধর্মের স্বঘোষিত রক্ষাকর্তা সেজে বসে আছেন কি না!! তা, ব্যর্থ লোকদের সমালোচনা করলে আপনার এতো গায়ে লাগে কেন?

৪| ০৩ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

সাঈফ শেরিফ বলেছেন: অগ্নি সারথি কি সাকুরার মদ গিলে?

৫| ০৩ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

আহলান বলেছেন: এত ব্যাখ্যা বিশ্লেশন করার কি দরকার?

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৯:০৮

নিষ্‌কর্মা বলেছেন: ব্যাখ্যার দরকার আছে। না হলে ইসলামের স্বঘোষিত রক্ষকরা আমাদের চরম ভুল পথে টেনে নিয়ে যাবে। ইসলাম না বুঝে পালন করলে ধ্বংস হবো আমরা। ওরা তো শয়তানের দোসর, ওদের তো পাপের ভয় নাই।

৬| ০৩ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

মোমেরমানুষ৭১ বলেছেন: ভাই ইসলামের সুন্দর সুন্দর কথা বলতে এসে কেনো অন্য কে টেনে আবার আজে বাজে কথা বলতেছেন ? আপনের মতলব তো ভাল না,
এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, আপনার নাস্তিক্য এলার্জীর কারনে মানতে সমস্যা হলে মানবেন না, তাই বলে কটাক্ষ?

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৯:০৫

নিষ্‌কর্মা বলেছেন: কাউকে খারাপ কথা বলি নি। যাদের নাম উল্লেখ করেছি, তারা এই দেশের ইসলাম ধর্মের স্বঘোষিত রক্ষাকর্তা সেজে বসে আছেন কি না!! তা, ব্যর্থ লোকদের সমালোচনা করলে আপনার এতো গায়ে লাগে কেন?

৭| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৮:০৯

মেকগাইভার বলেছেন: নাস্তিক্য এলার্জী

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৯:০৬

নিষ্‌কর্মা বলেছেন: ব্যর্থ লোকদের সমালোচনা করলে আপনার এতো গায়ে লাগে কেন?

আপ্নেও কি উনাদের তালেবা না কি? =p~ B:-/ :-B

৮| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৯:২৭

গোলক ধাঁধা বলেছেন: নারে ভাইডি সুন্নত না মানলে নাই কিন্তু খাজুরের অনেক গুনাগুনও যে আছে এই কারনেও ইফতারে খাজুর খাওয়া যায়। Click This Link
নাস্তিক্য এলার্জী থাকলে দূরে গিয়া মরেন।

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৯:৪৩

নিষ্‌কর্মা বলেছেন:
ভালো কথা, খেজুরের গুণাগুণ কোন মুসলমান বিজ্ঞানী বের করতে পারেন নাই কেন? নাস্তিক্য এলারজি কি জিনিষ রে ভাই? এইটা কি আমার দ্বেষ পত্রিকার মহামধুরের দেওয়া সঙাঃ যারা জামাতের ইসলামকে সাপোর্ট করে না তারাই নাস্তিক!

মনেকরি ইসলামের শেষ নবী বঙ্গদেশে জন্মাইলেন। তিনি কি দিয়া ইফতার করতেন? উনি যাহা দিয়া ইফতারি করিতেন, সেই সব ফলের ভেষজ গুণাগুণ অ-মুসলমান আধুনিক বিজ্ঞানীরা বাইর করতেন। এক কালে খেজুর আমদানী করা হত না এই দেশে। তখন কি দিয়া এখানকার মুসলমানেরা ছুন্নাত পালন করত? সেইটাও ভেবে দেখেবেন আশা করি।

সেই যুগে এই সব খাদ্যের এতো গুণাগুণ কেউ জানতো না। উনি সবচেয়ে সস্তার খাবার দিয়ে ইফতারি করেছেন, যাতে করে পরবর্তীকালে উনার উম্মতের উপরে দামী ও অনেক খাবারের "ছুন্নাত" চেপে না বসে।

যাদের চোখে ঠুলি পরানো আছে মৌচুদির চশমার, তাদের পক্ষে কোন কিছুই বোঝা সম্ভব না। =p~ B:-/ :-B

৯| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৯:৫৮

গোলক ধাঁধা বলেছেন: ভাইডি সবই আল্লাহর ইচ্ছা,তিনি মেহেরবান,সবই তার কেরামতি,বুজে আইছে কিছু।নবিজী সঃ কোন বিজ্ঞানী ছিলেন না,তারপরেও তার সবকিছুতেই বরকত।আর এই কারনেই আমরা মুসলমানেরা উনার অনুসরন করতে চাই চক্ষু বন্ধ কইরা।এখন যারা মুসলমান না তারাইতো এইসব ব্যাপার নিয়া গভেষনা করব তাই না। আর একজন মুসলমান সাধারনত এইসব ব্যাপার নিয়া ক্যাচাল করে না তাই আমার যা মনে হইল তা বলছি আর কি। আর আপনি অন্য কোন ধর্মেরও হতে পারেন নিষ্‌কর্মা

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ২:১০

নিষ্‌কর্মা বলেছেন: যারা মুসলমান না তারা গবেষণা কৈরা অনেক কিছুই কৈরা ফালাইতাছে, আর আমরা সেই অন্ধকারেই আছি। মুসলমানদের কি গবেষণা করা নিষেধ না কি? পবিত্র কুর'আনের প্রথম আবতীর্ণ আয়াতে কি শিক্ষার কথা বলা হয় নাই?

সে জন্য অন্ধ অনুকরনের পাশাপাশি একটু ভাবনা চিন্তা করাটা মুসলমানদের কাজের ভিত্র পড়ে বৈলাই আমার মনে হৈছে।

১০| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১২:০০

নতুন বলেছেন: রাসুল তো ইফতারিতে পানিও খাইতেন.... তাই আমরা যদি পানি দিয়া ইফতার শুরু করি তবেও তো সুন্নত পালন হইলো তাইনা??

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ২:০৭

নিষ্‌কর্মা বলেছেন: আগে তো তাই হৈতো। এখন না অনেক মাসালা আইসা সব জটিল বানায়া ফালায়ছে। ছুন্নাতের নামে আমরা অনেক সুন্নাত নামাজ বাদ দেই, আবার সুন্নাতের নামে অনেক বাড়াবাড়িও করতেছি। ব্যাপারগুলা অনেক ভাবনার কিন্তুক!

১১| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ২:৩৪

*কুনোব্যাঙ* বলেছেন: নবিজী খাইতেন সেইজন্যে খায় মনেহয়। আর খেজুর খেতে তো খারাপ না। আমি খেজুর আর বিফ দিয়ে ভালো একটা ডিস রাঁধতে পারি। আর বাঙ্গালীর ইফতারিতে তো খেজুর অপশনাল। কেউ খায় কেউ খায়না। কম্পলচারি তো দেখি ছোলা মুড়ি পেঁয়াজু বেগুনী এইগুলা। বরং ঐতিহ্য বিষয়ক প্রশ্ন হইতে পারে, ছোলা মুড়ি দিয়ে কেন ইফতার করি আমরা? এর পেছনে ইতিহাসটা কি?

০৪ ঠা আগস্ট, ২০১৩ ভোর ৫:৫৫

নিষ্‌কর্মা বলেছেন: হে হে হে . . . প্রশ্ন হচ্ছে, ইসলামের এইসব ব্যাপারগুলো আমরা মেনে চলি, কিন্তু মূল ভাবটা ধরার চেষ্টা করি না। সহজ ইসলামকে আমরা জটিল করে তুলছি।

ধন্যবাদ আপনাকে।

১২| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৩:০৪

সুপান্থ সুরাহী বলেছেন:
ইফতার করায় খেজুর সুন্নাত হিসেবেই আছে। প্রশ্নটা যদি হয় দামের তাইলে বলবো এর চেয়ে দামি জিনিস দিয়েও আমাদের দেশে খাওয়া দাওয়া হয়। আর খেজুর এমন একটা খাবার যা কম খেলেও পেটের ক্ষুধা নিবারণ হয়।


আর শেষ বাক্যে যা বলছেন তাতে অনেকই আহত হবেন। এখানে আহমাদ শফী সাহেব সুদীর্ঘকাল থেকে শিক্ষক তার ছাত্র আছেন অনেকেই। আদর্শ আর চিন্তার ভিন্নতার কারণে তর্ক বিতর্ক হতে পারে কিন্তু কোন মানুষের প্রতি খেদ প্রকাশে তাকে তুচ্ছ-তাচ্ছিল্য বা নাম বিকৃত করাটা অন্যায়।

আবার যদি বলেন ইসলাম হেফাজতের কথা তাহলে বলবো ভুল পথে হোক রাইট পথে হোক। ইসলামের জন্য যদি কিছু করে বা ইসলাম কে যদি ভালবেসে মানে, তবে সেটা আহমদ শফী সাহেবরাই করে থাকেন এদেশে। আর বাদ বাকি সবাই আছে বিজনেসের তালে...

আশা করি আমার কথাটা আপনাকে জানাতে পেরেছি...

ভাল থাকবেন সবসময়...

০৪ ঠা আগস্ট, ২০১৩ ভোর ৫:৫৮

নিষ্‌কর্মা বলেছেন: এখন শফি সাহেবরাও বিজনেসের তালে আছে, সেজন্য তারা বিজনেসে যারা হাত মোকশো করছে আগে, তাদের দলে যোগ দিতে যাচ্ছেন। ইসলামকে রাজনীতির হাতিয়ার করছেন -- জেনেশুনে। এইটাই খারাপ। এইটাই নিন্দার। কিন্তু কেউ না কেউ মনেপ্রাণে তা চান না। দুর্ভাগ্য আমাদের, ইসলামকে রাজনীতির সাথে মিলিয়ে ও গুলিয়ে ফেলায় এখন না ধর্ম আছে, না আছে রাজনীতি

১৩| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৩:৫৬

ডাব্বা বলেছেন: নবীজি(সঃ) যেটা নিজে থেকে নিয়মিত করতেন এবং অন্যদের করতে উৎসাহ দিয়েছেন সেটা সুন্নত। আর আল্লাহ যেটা করতে আদেশ করেছেন সেটা ফরজ।

নবীজি(সঃ) উটে চড়তেন, তাই বলে এখন আমরা কি উট আমদানী/রপ্তানী করতে শুরু করব? বাস, গাড়ী, সাইকেল, প্লেন, ট্রেন বাদ দিব? নবীজি(সঃ) তাবুতে থেকেছেন, সত্যি কথা বলেছেন, সৎ ব্যবসা করেছেন। আমরা এটার কোনটা করি? নবীজি(সঃ) ভাষন দিতেন খালি গলায়, মাইক ছাড়া ভাষন এখন কে দেয়? নবীজি(সঃ) দাঁত পরিস্কার রাখতেন; মিসওয়াক করতেন, খিলাল করতেন পেস্ট ব্যবহার করতেন না। আমরা কি করি? নবীজি(সঃ) ইটালিয়ান পিৎযা খান নাই, মেক্সিকান টাকো খান নাই, বাংলাদেশি খিচুরী খান নাই তিনি খেয়েছেন রুটি, খেজুর ইত্যাদি। নবীজি(সঃ) প্রথম বিয়ে করেছিলেন তাঁর থেকে ১৫ বছর বেশী বয়সী একজন বিধবা মহিলা কে।

এই ব্লগের কোন জেহাদী মুসলিম ভাই জেনেশুনে স্বেচ্ছায় ২৫ বছর বয়সে ৪০ এর কোন মহিলাকে বিয়ে করেছেন, জানতে মনটা আঁকুপাকু করছে। আরো জানতে মন চায় কে কোন বিগত যৌবনা, স্বামী পরিত্যক্তা, বিধবা, অসহায় নারীকে বিয়ে করেছেন, সম্মান দিয়েছেন।

আছেন কোন দ্বীনদার ভাই? কোন আলেম? কোন ব্লগ মুজাহিদ? থাকলে আওয়াজ দিন।

আমরা যখন কাউকে ভালবাসি তাকে ভালবেসে তার কিছু ব্যবহার নিজের জীবনেও প্রতিফলিত করে তাকে সম্মান দেখাতে ভালবাসি। এটার প্রাপক হতে পারে আমাদের মা, বাবা বা অন্য যে কেউ। কোন নেতা, কোন শিল্পী, টিচার বা অন্য কেউ।

নবীজি(সঃ) রোজা শেষ হবার সাথে সাথে 'কিছু খেয়েছেন' ... এটাই মুখ্য। তিনি বাহনে চড়ে যাতায়াত করেছেন ... এই যাতায়াতের পদ্ধতিটাই আসল। তিনি দাঁত পরিস্কার রাখতেন ... আপনি মিসওয়াক দিয়েও করতে পারেন বা ব্রাশ দিয়ে। পরিস্কার রাখাটাই কথা। তিনি বিয়ে করেছেন [অধিকাংশই অসহায় নারী] ... এখানে মেসেজ টা হচ্ছে, বিয়ে করুন লিভ টুগেদার না।

আমার কাছে এগুলোই সুন্নত মনে হয়। ইসলামিক চিন্তাবিদরা ভালো বলতে পারবেন। আটা মোল্লারা না।

ইসলাম এডুকেটেড মানুষের জন্যে যারা আলোকিত হতে পছন্দ করেন। তর্ক মানুষকে ইসলামের কাছে নিয়ে আসে, দূরে ঠেলে দেয় না।

০৪ ঠা আগস্ট, ২০১৩ ভোর ৫:৫৩

নিষ্‌কর্মা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর ব্যাখা দেওয়া জন্য।

১৪| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ৮:১৯

জুন বলেছেন: যদি খেজুর খেয়ে ইফতার করার অর্থ হয় খুব সাধারণ খাবার খেয়ে ইফতার করা, তা হলে আমাদের হাল আমলের এই ইফতারি কি ইসলামের শিক্ষার সাথে সাযুজ্যপূর্ণ?
এযুগে ইফতারের টেবল উপচে না পরা পর্যন্ত আমাদের তৃপ্তি হয় না ভাই।
ভালো লিখেছেন।

০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১১

নিষ্‌কর্মা বলেছেন: ইসলামের শিক্ষা থেকে দূরে সরিয়ে নেওয়া হচ্ছে। ইসলামের স্বঘোষিত রক্ষকরা নিশ্চুপ। তারা তেঁতুল আর নাস্তিক খোঁজার কাজেই ব্যস্ত।

সহমত এবংমন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

১৫| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৪

অগ্নি সারথি বলেছেন: @সাঈফ শেরিফ, খালি সাকুরা না, এরাম, শেল, গ্যালাক্সি সব গুলাতেই খাই। তাও কপাল ভাল নিজে গু খায়া অন্যদের গু না খাওয়ার পরামর্শ দেইনা লোল্লামা দের মত।
বাইজান দোয়া করতাসি বিম্পি ক্ষমতায় আসুক, আর সেই সময় যদি আপনার লোল্লামায় চুদুর বুদুর করছে তাহলে শালারে উলঙ্গ করে দেয়া হবে।

১৬| ০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩০

মুহাম্মাদ মাহফুজুর রহমান শরীফ বলেছেন: @লেখক নিষ্‌কর্মা:

ইসলামের নামে ন্যায় বিচার কায়েম চাইবেন আর এই বে-ইনসাফের এইসব বিষয় উপেক্ষা করবেন, এবং গরীব মানুষ অভুক্ত থাকবে

আপনি কি নিজে গরীব মানুষদের খাওয়ানোর ব্যাপারে কিছু করেছেন নাকি এখানেও নিষ্‌কর্মা ?

০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

নিষ্‌কর্মা বলেছেন: অন্যকে প্রশ্ন করার আগে নিজে করে থাকলে বলুন।

১৭| ০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৩

মামুন রশিদ বলেছেন: যদি খেজুর খেয়ে ইফতার করার অর্থ হয় খুব সাধারণ খাবার খেয়ে ইফতার করা, তা হলে আমাদের হাল আমলের এই ইফতারি কি ইসলামের শিক্ষার সাথে সাযুজ্যপূর্ণ? যদি না হয়, তা হলে কেন আমাদের এই ইসলাম বিরোধী কাজ দিনে দিনে বাড়ছেই? কেন কোন আলেম জোর গলায় প্রতিবাদ করেছেন না?


লেখক এখানে সুন্দর একটা বিষয়ের অবতারনা করেছেন । হযরত মুহম্মদ (সাঃ) এর সময়ে যুদ্ধবন্দীদের সম্মানিত মনে করা হত এবং তাদের দামী খাবার রুটি পরিবেশন করা হত । আর নিজেরা ইফতার করতেন সবচেয়ে সস্তা খেজুর দিয়ে ।

অনেকেই পোস্টের ভিন্ন অর্থ বের করছেন । অনেকে আস্তিক-নাস্তিক ইস্যু নিয়ে আসছেন । কেন রে ভাই ?? সহজ কথাটি তো সহজেই বলা হয়েছে ।

০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

নিষ্‌কর্মা বলেছেন: বস, হক্কলেই যদি আফনের লাহান সুজা সুজি সব বুঝত, তাইলে কি আর আমারে নাস্তিক বানাইতো?

যারা মৌ-**দির কিতাব পড়ে, তাদের চোখে [তাদের গুরুপের বাইরে] সবই তেঁতুল আর নাস্তিক।

১৮| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: যদি খেজুর খেয়ে ইফতার করার অর্থ হয় খুব সাধারণ খাবার খেয়ে ইফতার করা, তা হলে আমাদের হাল আমলের এই ইফতারি কি ইসলামের শিক্ষার সাথে সাযুজ্যপূর্ণ? যদি না হয়, তা হলে কেন আমাদের এই ইসলাম বিরোধী কাজ দিনে দিনে বাড়ছেই? কেন কোন আলেম জোর গলায় প্রতিবাদ করেছেন না? ++++

এই সত্যকে যেদিন আলেম সমাজ উপলদ্ধি করবেন, এবং তার আলোকে সমাজ গড়ার চেস্টা করবেন সেদিন সকলেই ইসলাম ভালবাসবে।

০৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫২

নিষ্‌কর্মা বলেছেন: একদম সত্য কথা। অনেক ভালো লাগল।

ভালো থাকবেন সবসময়ে।

১৯| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

উদাসী স্বপ্ন বলেছেন: ওয়াজে শুনছিলাম বীর্যের অভাবে নাকি পোলা হয় না আজকালকার পোলাপানের। কিন্তু কুত্তা শফীর চার মাইয়া তার মধ্যে একটা ঠ্যাং খোড়া আর সেই ঠ্যাং খোড়ারে বিয়া দেওনের জন্য তার মসলা দিতে হয়

যে এই পঙ্গু মেয়েকে বিয়ে করবে তারে বিনা বিচারে হাশরের ময়দানে জান্নাত দেয়া হবে!



এরম একজন সাইকো পলিগ্যামিস্ট লোক যখন ইসলামের রক্ষাকর্তা হয় তখন আর কি বলবো!

অবশ্য এগো দোষ দিয়া লাভ কি বাংলাদেশে ইসলামী আন্দোলন যাগো হাতে তাগো মধ্যে সাঈদী সাবের লইট্যা মাছের রেসিপি, গো.আ এর একাত্তরের সেই প্লেবয় স্মৃতি, মুজার মানুষের মুজা নিয়া কাহিনী এরাই হইলো আমাগো ধর্মের প্রথিতযশা আলেম আর এগো জন্য মানুষজনের কত ভক্তি!

০৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৩

নিষ্‌কর্মা বলেছেন: উই আর আনলাকি। এর বেশি বলার কিছু নাই।

২০| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩৭

মুহাম্মাদ মাহফুজুর রহমান শরীফ বলেছেন: @লেখক নিষ্‌কর্মা:
আপনি গরীব মানুষদের খাওয়ানোর ব্যাপারে এত বেশী চিন্তিত, আপনাকে আগে প্রশ্ন করব না তো কাকে করব?
আমরা যেটা করবো সেটা হলো আপনাকে অনুসরণ করে গরীবদের খাওয়ানোর ব্যাপারে আরও বেশী কাজ করা।

০৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৭

নিষ্‌কর্মা বলেছেন: ভালো কাজ করতে কারুকে অনুসরণ করা লাগে না। নিজের কাছে যেটা ভালো কাজ বলে মনেহয়, তা করুন। সে জন্য সোয়াবও নির্ধারিত করে দেওয়া আছে।

আর যদি কারুকে অনুসরন করেই ভালো কাজ করতে চান [যেটা উল্লেখ করেছেন], তা হলে আর দেরী না করে আজই তা শুরু করে দিন

২১| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫৩

কসমিক রোহান বলেছেন: আমি সোজা বলব আপনি একজন ভণ্ড অথবা জ্ঞান পাপী তাও যদি না হয়ে থাকেন তবে অবশ্যই মূর্খ।

আপনি "খেজুর খাওয়া সুন্নাত" এর বিরোধিতা করছেন। ইসলামের প্রতিটি সুন্নাতই পরিপূর্ণ বিজ্ঞানসম্মত। তন্মধ্যে "ইফতারে খেজুর খাওয়া"ও তেমনি একটা সুন্নাত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (মাগরিবের) সলাতের পুর্বে তাজা খেজুর দ্বারা ইফতার করতেন। যদি তাজা খেজুর পাওয়া না যেত তবে শুকনো খেজুর দ্বারা ইফতার করতেন। আর যদি শুকনা খেজুর পাওয়া না যেত তাহলে কয়েক ঢোক পানি দ্বারা ইফতার করতেন। (আহমাদ)
View this link খেজুরের গুণাগুণ সমূহঃ ইসলাম কে গোড়া বা রুট লেভেল থেকেজানতে হবে, মাঝখান থেকে ইসলাম কে বোঝা যাবেনা।
আলিফ , বা , তা, ছা থেকে শুরু করা যেতে পারে, বুঝতে পারবেন।
মাঝখান থেকে বুঝা যাবেনা কিছুই।
ইসলাম কে শিখতে হবে এমন কারো কাছে থেকে যার ইসলামী ইলম এসেছে উর্দ্ধক্রমে স্বয়ং রাসুলাল্লাহ (সাঃ) কাছ থেকে।
আপনি কওমি মাদ্রাসায় ভর্তি হয়ে যেতে পারেন। একদম রুট লেভেল থেকেশিখতে পারবেন।
অন্যথায় একজন আলেম এর কাছে যান, যিনি রুট থেকে ইসলাম জেনেছেন।
আমরা যারা জেনারেল সাবজেক্ট এর স্টুডেন্ট তাদের মেন্টালিক সেটাপ এবং লজিক তৈরী হয়েছে আলাদাভাবে যা আমাদেরকে আমাদের নিজেদের পছন্দমত লজিক গ্রহণে কার্যকর ভূমিকা রাখে। আমাদের সুবিধা অনুযায়ী লজিক আমরা মানি।
কোন কিছুর উপর ভাসা ভাসা জ্ঞান নিয়ে অনুমান করে লজিক স্থাপন করলে সেটা অধিকাংশ সময়েই ভুল হয়।
একটা ছোট্ট ভুলেই অনেক বড় ক্ষতি হতে পারে।
তাই সাবধানী থাকা শ্রেয়।

১৩ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৪৫

নিষ্‌কর্মা বলেছেন: সহজ ভাষায় মূল কথাটি ব্লগের মূল অংশে বলা আছে। এই সহজ কথাটি তাদেরই গায়ে লাগবে যারা ধর্ম বেপারী এবং সেই বেপারীদের অনুসারী। এই বেপারীদের চোখেই ইস্লামকে গোড়া থেকে জানার প্রসঙ্গ নিয়ে নসিহতের চেষ্টা করা যায়, যেন ইসলাম তাদের বাপ-দাদার সম্পত্তিইস্লামকে ভিত্তি করে তারা বেপারীগিরি করে, আলিশান বাড়ী বানায়, বাচ্চাদের ইংলিশ মিডিয়ামে পড়ায়

ইসলামকে যত নিজেদের সম্পত্তি ভাববেন, তত ইসলামের অপব্যাখ্যা করবেন। সে দিকে হুঁশিয়ার থাকবেন। নিশ্চয়ই আল্লাহ পথভ্রষ্ট [মৌ-চুদি অনুসারী]দের হেদায়েত করেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.