![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সততি লিখলেই মাইনাছ আর বেশী সততি লিখলে মডু স্ট্যাটাস নাবায়া দেয়!
গেল ২২ অক্টোবর ২০১৩ তারিখের প্রথম আলো পত্রিকার পড়াশোনার পাতায় একটা সৃজনশীল প্রশ্নের দিকে চোখ আটকে গেল। সেখানে ৬ষ্ঠ শ্রেণির জন্য সৃজনশীল প্রশ্ন করেছেন ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ মাহাবুবুর রহমান।
সেখানে একটি ছোট্ট প্যারাগ্রাফ দেওয়া হয়েছে, যার টাইটেল খুব সম্ভবত "মুজিব"। নীচের ছবিতে তা দেখুন।
এই ছোট্ট প্যারাগ্রাফ পড়ে ক্লাস সিক্সের একজন শিক্ষার্থী কি বুঝতে পারবে? যা বুঝতে পারবে, তা অতি সাধারণ কিছু কথাবার্তা। সৃজনশীল প্রশ্ন এরপরে আসবে। এই প্যারাগ্রাফ পড়ে শিক্ষার্থীকে মুজিব সমন্ধে কিছু প্রশ্নের জবাব দিতে হবে।
আসুন দেখা যাক শিক্ষক মাহাবুবুর রহমান কি কি প্রশ্ন করেছেন এই প্যারাগ্রাফ থেকে।
এই প্রশ্নগুলো থেকে খুব সহজ ভাষায় কালস সিক্সের শিক্ষার্থীরা কি লিখবে? তারা প্রশ্ন পড়ে তাই লিখবে যা এই প্যারাগ্রাফের ভেতরে বলা আছে। কিন্তু শিক্ষক মাহাবুবুর রহমানের মত এমএ পাশ না-হওয়ার কারনে ক্লাস সিক্সের এই শিক্ষার্থীরা বানিয়ে বানিয়ে লিখতে পারবে না অনেক কিছুই।
যেমন প্রথম প্রশ্নের জবাবে শিক্ষক মাহাবুবুর রহমান কি লিখেছেন, তা নীচে দেখুনঃ
খেয়াল করে দেখুন, প্রদত্ত প্যারাগ্রাফ এবং শিক্ষক কর্তৃক দেওয়া উত্তর -- এ দুয়ের ভেতরেই আছে বিশাল ফারাক। প্যারাগ্রাফের কোথাও বলা নেই বাঙালি জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, এবং শেখ মুজিবর রহমান -- এই শব্দ বা শব্দসমষ্টি।
আমার সন্তান ক্লাস সিক্সে পড়লে সে কি করে এই ছোট্ট একটা প্যারাগ্রাফ থেকে জাতির পিতাকে মহিমাণ্বিত করে এমন একটা লেখা লিখতে পারবে? আমার ধারণা চরম দলবাজ না হলে কেউ প্রদত্ত প্যারাগ্রাফ থেকে এতো বড় কিছু আবিস্কার করতে পারবে!
এই যদি হয় সৃজনশীল প্রশ্ন এবং উত্তরের হাল, তা হলে আমার ধারণা আমাদের কপালে অনেক দুঃখ আছে। এই রকমের সৃজনশীলতা আমাদের কোন অভিভাবকই চান না। সরকারের কেউ কি এই ব্যাপারে কিছু করবেন?
যারা পুরো লেখাটি পড়তে চান, তাদের সুবিধার জন্য নিচে তা উঠিয়ে দিলাম। ক্লিক করলে বোধহয় বড় করে দেখতে পারবেন। আর সম্ভব না হলে দয়া করে এইখানে ক্লিক করে সরাসরি দেখুন।
২| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২০
প্রবাসী১২ বলেছেন: আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় অশিক্ষার বীজ বপন করা হয়েছে। কারন এ ধরনের সৃজনশীল প্রশ্ন আর উত্তর ছেলে-মেয়েদের স্কুল বিমুখ করবে। ক্লাস সিক্স এর বাংলা বই-এ আমি কবি হ্রমায়ুন আজাদের একটি কবিতা আর এর সাথে যুক্ত সৃজনশীল প্রশ্নের উত্তর দেখে খুব কষ্ট পেয়েছি।আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী কোন দেশের শিক্ষাক্রম দেখে এ ধরনের অন্ধকারে কোমল ছেলে-মেয়েদর ঠেলে দিলেন বুঝে আসেনা। এ ব্যবস্থা অতিঅবশ্যই পরিবর্তন করা প্রয়োজন।
৩| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২৬
মামুন রশিদ বলেছেন: আমাদের স্কুল শিক্ষা ব্যবস্থায় একটার পর একটা এক্সপেরিমেন্ট চলছে । যখন যা খুশি তা এই কোমলমতি ছাত্রদের উপর চাপিয়ে দেয়া হচ্ছে । চল্লিশ বছরেও আমরা একটা সমন্বিত স্কুল কারিকুলাম দাড় করাতে পারিনি । এর চেয়ে দুঃখজনক, হতাশাজনক আর কি হতে পারে!
৪| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২৯
গৃহ বন্দিনী বলেছেন: সৃজনশীল পদ্ধতি আমার কাছে একটা ফালতু সিস্টেম মনে হয়। বাচ্চাদের এক্সট্রা পেইন দেয়া ছাড়া আর কিছু না। যেসব উদ্দিপক দেয়া হয় সেটা আলোকে সৃজনশীল উত্তর দেয়া অধিকাংশ বাচ্চাদের ক্ষেত্রেই সম্ভব হয় না । আগের মত টিচারদের নোট কিংবা গাইড বইয়ের সাহায্য নিতে হচ্ছে। ওই গুলাই কম বেশি সবাই মুখস্ত করছে । আর মুখস্তই যখন করতে হচ্ছে তাইলে আর এইসব আজাইরা সৃজনশীল পদ্ধতি চালু করে লাভ কি ?
সৃজনশীল পদ্ধতি দিয়ে ,প্রশ্ন পদ্ধতি বদলেছে ঠিক তবে যে উদ্দেশে বদলানো হয়েছে সেটা পুরাই মাঠে মাইর ।
৫| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪১
মোঃ আব্দুস সালাম বলেছেন: বুঝলাম না যে উনি ১৯৭১ সালের পর পাকিস্থানিদের বিরুদ্ধে কি সংগ্রাম করেছেন?
৬| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৪
আগন্তুক কাক বলেছেন: লিখলেই নাম্বার। কি লিখেছে দেখার প্রয়োজন নাই।
৭| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৭
প্রবাসী১২ বলেছেন: এ ব্যবস্থা পরিবর্তনের জন্য কিছু একটা করা দরকার। আপাতত এ পোষ্টটি ষ্টিকি করার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করছি।
৮| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৯
নিকষ বলেছেন: সেইরাম সৃজনশীল!
৯| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০৩
ঢাকাবাসী বলেছেন: দুনিয়াতে সবচাইতে নিকৃষ্ট শিক্ষামন্ত্রী আর তারা আমলারা এদেশে শিক্ষা প্ল্যান করে, ব্যাবসা করে, ঘুষ খায় আর ছাত্রদের শিক্ষার বারোটা বাজায়।
১০| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৩
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আজিব তো!!! আপনার কি ধারণা প্রশ্নের উত্তর হুবহু উদ্দীপকে দেইয়া থাকবে নাকি? উদ্দীপকে শুধু একটি বিষয়ের অবতারণা করা হবে......
©somewhere in net ltd.
১|
২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:১১
বিদ্রোহী ভৃগু বলেছেন: এই যদি হয় সৃজনশীল প্রশ্ন এবং উত্তরের হাল, তা হলে আমার ধারণা আমাদের কপালে অনেক দুঃখ আছে। এই রকমের সৃজনশীলতা আমাদের কোন অভিভাবকই চান না। সরকারের কেউ কি এই ব্যাপারে কিছু করবেন?
শিক্ষকদের না-বোজা বা অতি বোঝার দায়ে পড়ে কচি শিক্ষার্থীদের বারোটা বাজছে... বেজেই চলছে...........