নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাঙালী, বাংলাদেশি

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।

নিষ্‌কর্মা

সততি লিখলেই মাইনাছ আর বেশী সততি লিখলে মডু স্ট্যাটাস নাবায়া দেয়!

নিষ্‌কর্মা › বিস্তারিত পোস্টঃ

রবির মোবাইল ইন্টারনেটঃ এতো পচা আগে ঝানতাম না

০৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৫

আগেকার নাম AKTel, এখনকার নাম রবি Axiata। বাঙলাদেশে গ্রামীনের পরেই স্থাপিত এবং অন্যতম পুরাতন মোবাইল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। এদের অনেক সেবার ভেতরে একটি হল মোবাইল ব্যবহারকারীদের জন্য বিভিন্ন মেগাবাইট-গিগাবাইটের মোবাইল প্যাকেজ বিক্রয়। তেমনি একটা প্যাকেজ হল এক সপ্তাহের জন্য ২০ মেগাবাইটের ২০ টাকার প্যাকেজ।



আমিও কিনেছি। কেনা হয়েছে গেল ৫ নভেম্বর তারিখে। মাশাল্লাহ, এতো সুন্দর টাউট-টাইপের ইন্টারনেট সার্ভিস আমি এ যাবত কালের ভেতরে পাই নাই। বোঝার কোন উপায় নাই যে কত মেগা খরচ হয়েছে, কিংবা আদৌ কিছু খরচ হয়েছে কি না! কিংবা কিছু নাই কি না।



প্যাকেজে যাবার জন্য যে কোড দিতে হয়, তা দেবার পরে কোন কনফারমেশন মেসেজ আসে নাই। কিংবা কোথাও খুঁজেও কি ভাবে ডাটার পরিমাণ জানা যাবে, তাও পেলাম না।



উত্তরার চার নাম্বার সেক্টরের খেলার মাঠের পাশের জায়গাতেও এদের নেটওয়ার্কের সাথে আমার মোবাইলের কোন ডাটা সংযোগ হয় না! zero facebook-ও দেখায় না! টাকা না থাকলে ডাটা কানেকশন না পেলে তো কোন ভাবে ব্যালেনস থেকে টাকা কাটবে। তাও তো হয় না।



এর আগেও একবার এদের কি একটা প্যাকেজ কিনে ভালোই ফ্যাসাদে পড়েছিলাম। এতো যন্ত্রণা করে কি আর মোবাইল ব্যবহার করা যায়? গ্রামীন যেভাবে সেবা দেয়, তার সাথে এদের তুলনা করাটাই বোকামী।



রবি Axiata তোমায় দিলেম ছুটি। তোমায় বদলে নিয়ে নেব এয়ার(?)টেল কিংবা বাংলা(বে-)লিংক কিংবা টেলিঠক।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৮

বেকার সব ০০৭ বলেছেন: রবির ফ্রি ইন্টারনেট ব্যবহার করুন এখানে দেখুন

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১১

নিষ্‌কর্মা বলেছেন: ভাইজান, ঐটা তো উইন্ডোজের জন্য, মুবাইলের জন্য প্রযোজ্য নহে!!

২| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৬

আমি অসাধু বলেছেন: টেলিটক নিন!

১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৫

নিষ্‌কর্মা বলেছেন: ভাই, সেও তো ঠগে ভরপুর! =p~ !:#P :-0 B:-/ :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.