নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাঙালী, বাংলাদেশি

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।

নিষ্‌কর্মা

সততি লিখলেই মাইনাছ আর বেশী সততি লিখলে মডু স্ট্যাটাস নাবায়া দেয়!

নিষ্‌কর্মা › বিস্তারিত পোস্টঃ

নির্বাচন হচ্ছে, তবে একটু কেমন যেন!

০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৫

২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন হচ্ছে। সরকার দৃঢ় প্রতিজ্ঞ। যেমন প্রতিজ্ঞা করেছিলেন ১৯৯৬ সালে মিসেস জিয়া। শেখা হাসিনা ওয়াজেদ এখন মিসেস জিয়ার সেই দেখানো পথেই আগ্রসরমান আছেন। আর মিসেস জিয়া কঠোর ভাবে অনুসরণ করছেন শেখ হাসিনা ওয়াজেদের রচিত ১৯৯৫-৯৬ সালের আন্দোলনের সিলেবাস।



যদি এইটাই হয়ে থাকে দুই মহিলার নিয়ত, তা হলে আসুন এক পলকে দেখে নেই ১৯৯৬ সালের নির্বাচন কেমন হয়েছিল?



১। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচনে মোট ৪৮ আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

২। অঙ্কের হিসাবে এটি মোট আসনের প্রায় এক-ষষ্ঠাংশ

৩। এখন পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর দেখা যাচ্ছে, ৩৩টি আসনে ক্ষমতাসীন দলের প্রার্থীদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই। [ধারণা করা হচ্ছে, এ সংখ্যাটি আগামী ১৩ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত আরো বেড়ে ১০০ ছাড়িয়ে যেতে পারে।]



আরো কিছু মজার তথ্যঃ

কমিশন সচিবালয়ের তথ্য অনুসারে ১৭ বছর আগের ওই নির্বাচনে আদালতের নিষেধাজ্ঞার কারণে গাইবান্ধা-১ আসনে ভোট নেওয়া হয়নি। যশোর-২ আসনে নির্বাচন হয়নি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যুর কারণে।



নির্বাচনে সম্পূর্ণ ফল পাওয়া যায় ৯১টি আসনের। ভোটগ্রহণ বন্ধ হয়ে গেলেও ফল নির্ধারণ করা সম্ভব হয় আরো ৭৪টি আসনের। আরো ৭৪টি আসনে ভোটগ্রহণ বন্ধ হওয়ার কারণে ফলাফল নির্ধারণ করা যায়নি। আর ১১টি আসনে ভোটগ্রহণেই সক্ষম হয়নি নির্বাচন কমিশন।



ওই নির্বাচনে ১০টি আসনে বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী আর একটি আসন লাভ করে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএ। বাকি আসনগুলো লাভ করে বিএনপি।



ওই নির্বাচনে গঠিত ষষ্ঠ জাতীয় সংসদের মেয়াদ ছিল মাত্র ১২ দিন।



নির্বাচনের পর পদত্যাগ করতে হয় তৎকালীন নির্বাচন কমিশনার বিচারপতি এ কে এম সাদেককে।



তিনি পদত্যাগের আগে যে বক্তব্য দিয়ে যান, তাতে নির্বাচন নিয়ে সংঘাত, জনগণের কারফিউ- এসব ঘটনা স্মরণ করে বলেন, 'মেঘে মেঘে বেলা হয়ে যায়। আমার বেলা হয়ে গেল ষষ্ঠ সংসদ নির্বাচন। কিন্তু সংবিধান ও আইনের বাধ্যবাধকতা এড়ানোর উপায় ছিল না।'



এইবারে, যদি বেশী সংখ্যায় একক প্রার্থী থাকেন, তা হলে ১৯৯৬ সালের নির্বাচনের পরিসংখ্যান দেখে একজন নির্বাচন কমিশনারের মন্তব্যঃ "সংঘাতময় পরিস্থিতিতে যত কম আসনে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নেওয়া যায়, ততই মঙ্গল।



সূত্র এখানে

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: :(

২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩০

নিষ্‌কর্মা বলেছেন: :-&

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.