নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাঙালী, বাংলাদেশি

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।

নিষ্‌কর্মা

সততি লিখলেই মাইনাছ আর বেশী সততি লিখলে মডু স্ট্যাটাস নাবায়া দেয়!

নিষ্‌কর্মা › বিস্তারিত পোস্টঃ

ধর্মের নামে রাজনীতি কি ঠিক কাজ?

২৮ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:১৭



তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না [সূরা বাক্বারা, আয়াত ৪২]



সত্য যদি ইসলাম হয়, এবং মিথ্যা যদি রাজনীতি হয় (বাস্তবিক অর্থেই এগুলো তাইই, এবং আমরাও সাধারণতঃ এইভাবেই দেখে থাকি), তাহলে কি ধর্মের সাথে রাজনীতিকে মিশ্রিত করা ঠিক কাজ?



রাজনীতির সাথে ধর্মকে মিশিয়ে কেউই আজ পর্যন্ত কোন ফায়দা তুলতে পারে নাই। তুরস্কে ইদানিং যে সমস্যা হচ্ছে, তার মূল হচ্ছে ধর্মের সাথে রাজনীতির মিশ্রণ।



মনে রাখবেন, তেল এবং জল কখনো মিশ খায় না। রাজনীতি এবং ধর্মও তেমনি বস্তু যারা কখনোই মিশ্রিত হয় নাই, আগামীতেও মিশ্রিত হবে না।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:০৪

মদন বলেছেন: দুটি শব্দ

ধর্মের নামে রাজনীতি
ধর্ম নিয়ে রাজনীতি

রাজনীতির স্বার্থে যখন ধর্ম ব্যবহার করা হয় তখন হয় ধর্মের নামে রাজনীতি। এটি যে কোনো রাজনৈতিক দলই করে থাকে।

ধর্ম প্রতিষ্ঠার জন্য যে রাজনীতি করা হয় তখন হয় ধর্ম নিয়ে রাজনীতি।

নীতির রাজা ই হলো রাজনীতি। মুসলিমরা বিশ্বাস করে ইসলামই সবচেয়ে সেরা নীতি। সেটি দেশ পরিচালনার জন্য হোক, সমাজ গঠনের জন্য হোক, পরিবারের জন্য হোক অথবা নিজের জন্য হোক।

২৮ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:১৩

নিষ্‌কর্মা বলেছেন: মুসলমানেরা মনে করলেই যে এই দুনিয়াতে ইসলাম শ্রেষ্ঠত্ব অর্জন করতে পেরেছে বা পারবে, তার তো কোন নমুনা দেখা যাচ্ছে না। যতক্ষন না তারা সেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবে, ততক্ষনই ধর্মের নামে রাজনীতি বা ধর্মে নিয়ে রাজনীতি দুটোই বর্জনীয়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.