নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাঙালী, বাংলাদেশি

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।

নিষ্‌কর্মা

সততি লিখলেই মাইনাছ আর বেশী সততি লিখলে মডু স্ট্যাটাস নাবায়া দেয়!

নিষ্‌কর্মা › বিস্তারিত পোস্টঃ

মড়ির সাথে আসলেও দিদির জল এ যাত্রায়ও খসবে না!

৩১ শে মে, ২০১৫ সকাল ১০:৫৩

১৯ ফেবরুআরি ২০১৫ তারিখ। পশ্চিম্বঙ্গের মুখ্যমন্ত্রী মামাটা [MAMATA] এলেন একপাল সাঙ্গপাঙ্গ নিয়ে প্রতিবেশি বাঙলাদেশে। দুই বাঙলা এক করার কথাও বলে গেলেন তার সাথে আসা সাঙ্গপাঙ্গরা। তিনি বলে গেলেন তিস্তার জল নিয়ে বাঙলাদেশের দুশ্চিন্তার কোনই কারণ নেই। তার সেই কথার সাক্ষ্য অনেক আছে এখনো, যেমন view this link কিংবা view this link

কিন্তু এইবারে যখন তিস্তার জল নিয়ে তার বস, প্রধানমন্ত্রী মড়ি (ব্যাখ্যাঃ হিন্দি থেকে বাংলা উচ্চারণের ক্ষেত্রে ইংরেজি 'ডি'-কে তারা বাঙলা 'ড়"-এর মত উচ্চারণ করে বিধায় MODI-কে "মড়ি" লেখাই বাঞ্চনীয়, যেমন TAMILNADU-কে তারা উচ্চারণ করে তামিলনাড়ু) চুক্তি করতে ইচ্ছুক, তখন মামাটা দিদি বাগড়া দিচ্ছেন। সংবাদ সূত্রে জানা যাচ্ছে যে তিনি এখন আর তিস্তার জল চুক্তি করতে ইচ্ছুক নন। [সূত্রঃ view this link এবং view this link]

এর মানেই কি এই সব দিদি ও দাদারা যা যা বলবেন, ঠিক তার উল্টোটা আমাদের ধরে নিতে হবে? এর নাম কি বন্ধুত্ব? এই ভারতের কাছে থেকে আর কি কি আশা করতে হবে আমাদের? অথচ আমাদের দেশের উপর দিয়ে প্রায় কোন কর না দিয়েই তারা মালামাল আর যাত্রী পরিবহন শুরু করে দিয়েছে। এই খাত থেকে আমাদের প্রতি বছর কয়েক শত কোটি টাকা আয় হবার সুযোগ ছিল।

বাঙলাদেশের মানুষ কেন এর বিরুদ্ধে সোচ্চার হচ্ছে না, তাও পরিস্কার না। তবে যা পরিস্কার, তা হল এই যাত্রায়ও তিস্তা দিয়ে দিদির জল খসবে না।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৫ দুপুর ২:২৪

আলীেহােস বলেছেন: খুবই খারাপ।

৩১ শে মে, ২০১৫ রাত ৯:৪১

নিষ্‌কর্মা বলেছেন: কি খুবই খারাপ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.