![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সততি লিখলেই মাইনাছ আর বেশী সততি লিখলে মডু স্ট্যাটাস নাবায়া দেয়!
আমি ভারতীয়দের বাংলা উচ্চারণ নিয়ে একটু ঝামেলায় আছি। যে সময়ে আমরা বলতাম বিড়ি, সে সময়ে তারা বলত bidi, মানে বিডি। আমরা বলতাম মহাত্মা গান্ধী, ওরা লিখত মাহাতমা গাঁধী। একই ভাবে ইন্দিরা বা রাজিব গাঁধী। ইংরেজিতে লিখলে হয় Gandhi!
শিক্ষা এই যে ইংরেজি ডি (D)-কে তারা উচ্চারণ করে আমাদের ড়-এর মত। আর বাংলায় যেটা দন্ত-ন বা ইংরেজী (N), সেইটা আসলে চন্দ্রবিন্দুর মত হবে।
সেই হিসাবে MODI-র উচ্চারণ হতে হবে মড়ি আর HINDUSTAN-এর উচ্চারণ হতে হবে হিঁদুস্তান!
২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৪
নিষ্কর্মা বলেছেন: বাঙলাদেশের বাঙলা ভাষা যা, তাই টিকে থাকবে বাঙলা ভাষা হিসাবে। ভারতের বাঙলা ভাষা প্রাদেশিক ভাষা হিসাবে এক সময়ে মৃত হয়ে যাবে। তাই তাদের ভাষার প্রভাব যাতে আমাদের ভাষায় না পড়ে, সেই ব্যাপারে আমাদের সাবধান থাকা লাগবে।
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২০
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভাই, হঠাৎ ভারতীয়দেরটা নিয়ে পড়লেন কেন? নিজেদেরটাই আগে ঠিক করে সবাই শিখি , সেটাই যথেষ্ট।