নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.
শুক্র বারের এই সময়টাতে রাস্তা প্রায় ফাঁকায় থাকে কিন্তু আজ শহর পুরোপুরি বিহ্মুব্ধ জুম্মার নামাজ শেষে প্রায় সবাই বিহ্মভ মিছিলে যোগ দেবার প্রস্তুতি নিচ্ছে গত ৩দিন ধরে মাইকে ঘোষণা দিয়ে এই মিছিলে যোগদানের আহ্বান করা হয়েছে, এই আসনের সাবেক এমপি মিছিলের নেত্রীত্ব দিচ্ছেন এতে করে দলিয় নেতা কর্মীতে চার দিক ভরে গেছে,এমন কি এলাকার ত্রাস ট্যারা মজিদ ও আজ নামাজে এসেছে|
শহরের অন্য সব মসজিদ থেকে মুসল্লিরা এসে গেলেই মিছিলটা সচল হবার কথা এখন আপাতত মসজিদের গেটের কাছেই স্লোগান সীমাবদ্ধ
নারায়ে তাকবির... আল্লাহু আকবার.... বিশ্ব মুসলিম ঐক্য গড় আমেরিকা নিপাত করো ...... আমেরিকার দালালেরা হুশিয়ার সাবধান.....
সবাই বেশ হ্মুব্ধ আমেরিকা যদি হাতের কাছে হতো তাইলে আর রহ্মে ছিলো না এই জনতা বারাক ওবামার রাতের ঘুম হারাম করে দিতো
কিন্তু দেশের ব্যবসা বানিজ্য রপ্তানী আয় প্রায় সব ই পশ্চিমা মূখী,নির্বাচন হয় দেশে ভোট দেয় দেশের জনগণ অথচ নির্বাচনের আগে নেতা নেত্রীরা ছুটে যান ইউরোপ আমেরিকায় দরবার করতে
তাহলে এই মিছিল মিটিং এর কোন মানে হয়? অন্তত যারা আমেরিকা প্রবাসী বা যাবার কাছাকাছি অবস্থায় আছে তাদের মনের অবস্থা প্রায় এমন ই হবার কথা |
নাহিদ সেই দলের ই একজন,টেক্সাস এর ১টি ভার্সিটিতে তার scholarship নিয়ে সে খুব আশাবাদী এই অবস্থায় তার আমেরিকা বিরধী স্লোগান দেবার প্রশ্ন আসে না |
সে মসজিদের পেছনের গেট দিয়ে বেরিয়ে যাচ্ছিলো মাসুদ তাকে আটকালো|
-এই নাহিদ যাও কই আজ বিহ্মভ মিছিল জান না?
-জানি
-তাহলে?!
-তাহলে আবার কি নামাজ শেষ বাসায় যাচ্ছি
-আরে বল কি!এতো বড় ১টা ব্যাপার আমাদের নবী কে নিয়ে নোংরা ভিডিও তৈরি করছে কতো বড় সাহস কাছে পাইলে শুয়োরের বাচ্চা আমেরিকানদের গুষ্টি... হঠাত্ তার মনে পরলো তারা মসজিদের সীমানার মধ্যেই আছে তাই গালিটা তার সম্পূর্ণ দেয়া হলো না
-ভিডিও তো আমেরিকা govt তৈরি করেনি ওর সব জনগণও এর সাথে জরিত না,করেছে এক US নির্মাতা তবে US বিরধী মিছিল কেন?
-অবাক করলা ওদের ইন্দনেই তো সব হচ্ছে সরকার না চাইলে জনগন কিছু করতে পারে তুমি পারবা এই মসজিদটারে উঠায়দিতে,.. নাওজুবিল্লাহ কি বলতে কি বলে ফেলছি চলো চলো মিছিল শেষে শাপলা চত্বরে বিহ্মভ সমাবেশ আছে সেখানে আমেরিকার পতাকা আর ওবামার কুশপুত্তলিকা ও দাও করা হবে ডিসির বাংলো ঘেরাও এর কথা ও শুনলাম
-আমাদের ডিসি আবার কি করলো ?
-আরে, তুমি তো দেখি আবার অবাক করলা, এ সরকার এখনো রাষ্ট্রীয় ভাবে কোন প্রতিবাদ জানাচ্ছেনা দেখ না?
-আচ্ছা মাসুদ ভাই,এখন যদি আপনাকে us citizenship দেওয়া হয় আপনি কি করবেন আমেরিকা যাবেন, না কি ত্যাগ করবেন?
মাসুদের চোখে মুখে থতমত ভাব
-বিহ্মভ মিছিলে যাবার সাথে US citizenship এর কি সম্পর্ক?
নাহিদ কথা বাড়ালো না
-আচ্ছা ভাই আপনি মিছিলে যান আমি আসি
মাসুদ বিস্মিত, একজন মুসলমন হয়ে কেও এতো বড় ব্যাপারে নির্লিপ্ত থাকে কিভাবে সে বুঝতে পারলো না
২.
জহুরুল হক সাহেব চোখে মুখে তৃপ্তির ছাপ আজ সব তার পরিকল্পনা মাফিক ই হয়েছে শহরের আলেম সমাজ তার বক্তিতাতে খুশি বলা যায় তার পর এ শহরের প্রায় অর্ধেক মানুষের তার নেত্রীত্বে আজ স্বঃফূর্ত যোগদান করা, তার তো খুশি হবার ই কথা |
সামান্যতে এতো কিছু হবে তিনি আশাও করেন নি
জেলা প্রশাসকের সরকারি বাসভবনে হামলা হয়েছে বিহ্মুব্ধ জনগণ প্রশাসনিক পিক আপে আগুন দিয়েছে
সরকার বিরধী স্লোগান ও
কাল পত্রিকাতে এসব ই আসবে সাংবাদিকদের একটু হেন্ডেল করতে হবে এই যা
যাতে তার বক্তব্য মিছিলের নেত্রীত্বের কথা সব ই থাকবে কিন্তু হামলার সাথে তার নাম থাকবে না |
তিনি মনে মনে হাসলেন এদেশে জনগণকে প্রভাবিত করা তার মতো ১জনের জন্য বেশি কশরতের কাজ নয়|
অনেক দিন কোন ইসু পাচ্ছিলেন না দেড় বছর পর নির্বাচণ ঠিক মতো এগোলে মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রীর পদ পাওয়া ও অসম্ভব নয়
তিনি ঠিক পথেই এগোচ্ছেন এদেশে এক দলের পর পর ২বার হ্মমতায় আসার রেওয়াজ নেই,নির্বাচণের সময় প্রার্থীরা বড় বড় স্বপ্ন দেখান জনগণ ও বড় আশা নিয়ে নতুন কাওকে নির্বাচীত করে অল্পতেই তাদের আশা ভঙ্গ হয় তাই পরের বার ভোট পরে ভিন্ন প্রতীকে রাজনীতির মাঠে সবাই টিকে থাকতে পারে না দেওয়াও হয় না তাই বিকল্পের বড্ড অভাব ১বার কেও ভোটে হেরে গেলে হ্মতিনেয় পরের বার যে তিনি জয়মাল্য পড়বেন তা প্রায় নিশ্চিত
৩.
এখন সন্ধ্যা ৬টা ৫ নাহিদ তিতলিদের কলিংবেলে হাত রাখলো রজি বুয়া দরজা খুলেই মুখে কাপড় দিয়ে হেসে ফেললো
এই অভ্যর্থনার সাথে নাহিদ পূর্ব পরিচিত
অনেক বার মনে করেছে সে জিঙ্গাস করে তাকে দেখে হাসার কি আছে,কিন্তু করা হয়নি
এই বাড়িতে তার অনুপস্থিতিতে কি তাকে নিয়ে কোন কথা হয়..
নাহিদের SK সড়কের এই বাসাতে আসার মূল লহ্ম তিতলির সাথে দেখা করা নয় তিতলির বাবার সাথে দেখা করা|
আজকাল সে বন্ধুদের প্রায় পাত্তাই দেয় না,তার প্রায় রুটিন হয়েগেছে সন্ধ্যা ৬টার দিকে এই বাসায় হাজিরা দেওয়া এবং রাত ৮টা ৯টা পর্যন্ত মবিন সাহেবের সাথে গল্প করা এখানে সে গল্প কথক নয় শ্রোতা এর মূল উদ্দেশ্য অবশ্য সুদূর প্রসারী এ ব্যাপারটা সে কারো সাথে share করতে রাজি নয় এমনকি তিতলির সাথেও নয়
খান মুহাম্মদ মুবিনুদ্দীন সাহেব নাহিদের দূর সম্পর্কের খালু
তিনি ১জন সদ্য অবশর প্রাপ্ত সচীব কথা বলতে ভালোবাসেন আসলে তিনি স্রোতা চান যে শুধু শুনে যাবে একাধারে তিনি যদি কোন প্রশ্ন পরেন তাতেও সে উত্তর দেবে না এমন|
এ বিচারে নাহিদ আদর্শ না হলেও চলে নাই মামা থেকে কানা মামা ভালো,তাছারা নাহিদ পড়ালেখায় ভালো শীঘ্রই সে student ভিসায় আমেরিকা যাবে বলে তিনি শুনেছেন|
পাশ্চাত্য বিশ্ব সম্পর্কে তার অতি উচ্চ ধারনা, তার কথা হচ্ছে বাংলাদেশ সভ্য সমাজের বাসযোগ্য নয় পত্রিকা খুললেই ছুরিকাঘাত ডাকাতি ছিনতাই রাজনৈতিক হাঙ্গামা rubbish..
তার মতো কিছু সভ্য এবং যোগ্য লোক যে এদেশে এখনো আছেন তাই এ দেশের সৌভাগ্য|
(to be continued)
©somewhere in net ltd.