![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি আর একবার হত শেষ কথা,
হৃদয় খুঁড়ে দেখাতাম সব অব্যক্ত ব্যাথা
ভালোবাসার ঋণ কিভাবে করছে দহন,
দাবানলে পুড়ে যাওয়া কি বিশাল অরণ্য করছি বহণ |
ভুলের অসুখে ভুলে গেছি সব,
তবু এখনো হ্মত গুলোর জান্তব চিত্কারে
আজন্ম বিষাদ দীর্ঘ দিবস দীর্ঘ রজনী করছে বধ.....
©somewhere in net ltd.