![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানি না আজো আছো কি নেই..
ঠিকানাটা ও জানা নেই, তবু লিখছি তোমাকেই |
জানি কেউ প্রতীহ্মাই নেই, আজ আর চিঠি না গেলে কোন আকাশ জুড়ে বসে না মেঘ,
লন্ড ভন্ড হয়ে যায় না কাল বৈশাখীর ধূলি ঝড়ে কারো নিয়মিত সময়,
নামে না নির্ঘুম অখন্ড রাত,
তবু লিখছি তোমাকেই লিখছি ভালো নেই অসম্ভব নিরবতা আমাকে ঘিরেই |
রোজ ভার্সিটিতে যাই কতো জনের সাথে পথে দেখা হয় বলি, ভালো আছি !
ভালো থাকাই যেন একমাত্র কথা !
অথচ ভালো নেই
সবার সঙ্গ অসহ্য লাগে,
অখন্ড বিরক্তি,
টিভি খুলেই দেখি প্রেমের নাম ভাঙ্গিয়ে চলছে ভাঁরামী,
মনে হয় সব আঁছড়ে ভাঙ্গি,
আর....
আর ছাদে গেলেই দেখি নিরবিচ্ছিন্ন জ্যোচ্ছনা,
বাতাসে অচেনা সব ফুলের গন্ধ.......
আর কি লেখা যায় তোমাকে ?
কেনই বা লিখছি ?
এই চিঠি টা তো ভালোবাসা নিয়ে উড়ে যাবে তোমার কাছে
কষ্ট গুলো তো আর যাবে না ওরা সব রবে আমার ই সাথে....
০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৫:০৯
এন ইসলাম রনি বলেছেন: চিঠি লেখা এবং পাওয়ার ভিতর একটা আলাদা অনুভূতি আছে, ডিজিটাল যুগের একটা কুফল যে আমরা এই অনুভূতির স্বাদ টা পেলাম না
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৪
ঘুড্ডির পাইলট বলেছেন: বেয়ারিং চিঠি । কতোদিন পরে নামটা শুনলাম
বর্তমানের ছেলে মেয়েরা অনেকেই এই নামটা জানে না। ফেসবুকের প্রাক্তন ভার্ষনটি ছিলো পত্রমিতালী সেটাও অনেকে জানে না।