নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য বলো
ভুলেছো কি প্রতিঙ্গা
আত্মাকে করেছো কি কুলশে কুলোশিত,
তপ্ত খর রৌদ্র শহরে পায়ে পায়ে ধূলি টেনে
গড়েছো কি ইট পাথরের অসুখী ইমারত |
সত্য বলো
হারিয়েছো কি বোধ
জীবিকার তাগিদে
ধরেছে কি আত্মস্থ করা স্বপ্ন গুলোকে এড়িয়ে চলার মিথ্যা অজুহাতের রোগ |
সত্য বলো
পাশবিক আঘাতে তোমার মনুষ্যত্ব পেয়েছে কি লোপ,
ফুঁসছে কি নিশ্চুপে দুমড়ে মুচড়ে যাওয়া বৃথা প্রতিশোধ |
সত্য বলো
ফুরিয়ে যাওয়া নিপের তলায়
ভালোবাসা যদিও বিধেছে অদৃশ্য বাঁধায়
তবু আজো কি শুকিয়ে যাওয়া শ্রাবণ ফিরে ফিরে আসে না বসন্তের অপেহ্মায় তোমার জানালায়
সত্য বলো.......
©somewhere in net ltd.