নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক না বলা কথা ই থাকে বলার,
দেখা হলেও মনে করা দায়,
তখন ওরা হারিয়ে যায় যেন বৃহত্ কোন উপন্যাসের পাতায় |
জীবন তখন অর্থহীন মনে হয়
অতৃপ্তিতে কাক ভেজা শরীর
ক্লান্তি চুইয়ে পড়া জ্যোত্স্না নিয়ে স্থবির বাতাসে ফেলি দীর্ঘশ্বাস,
জানি এ সব শুধু ই তোমাকে কথা গুলো বলতে না পারার অনুশোচনার বহিঃপ্রকাশ |
তার পর ও একসময় সন্ধ্যা প্রদীপ জ্বালি
ঈশ্বর কে বিশ্বাস করি তাই,
তাঁর কাছে সরল স্বীকারোক্তি-
শুধু তোমাকে
শুধু তোমাকেই কথা গুলো বলতে চাই,
অনাদৃত সবুজের কাছে পাশাপাশি বসে যে কথা গুলো বলার আমৃত্যু বাসনা পুশেছি প্রতিটি ধমনী শিরায়.....
©somewhere in net ltd.