নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

শেষ প্রহরের বন্ধু

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২২

আধ খানি চাঁদ নিয়ে এক মুঠো জ্যোত্‍স্না

নেমে আসে নিঃসঙ্গ সব রাতে

সাঁতরে মহাশূন্য আকাশের বাধা|

আমি তখন হয়তো বন্ধ ঘরে

আজন্ম আতঙ্কের সাথে করছি সমঝোতা,

আওড়াচ্ছি বিষে ভরা সন্ধি পত্রের সহস্র পাতা |



তখন ই সে ছুঁয়ে আসে বেলকনি,

পেরিয়ে অরন্য নদী

পা রাখে মেঝেতে আমার পায়ের পাশে ডিঙ্গিয়ে জানালা,

জাগাতে ঘুমন্ত চেতনা |



ইচ্ছে করে শরীর ডুবিয়ে তার মাঝে হারিয়ে যায়

কোন ঝড়া পাতার পূর্ণিমায়,

পেছনে ফেলে অষ্ট প্রহরের গ্লানি |



তবু সে এত কাছাকাছি এসেও যেন আসে না,

ঘুমের ভেতর ডুকরে কেঁদে উঠি

জানি তার দূরত্ব আমার থেকে অনেক খানি,

তবু এও ঠিক তার মত পরম বন্ধু আমার আর কখনো ছিলো না.....

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৩

আশিক মাসুম বলেছেন: শুদ্ধ কবিতা। খুব ভালো লেগেছে।

২| ১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৯

লিখে বলেছেন: ++++++ :-) । উমম্, দাড়ি দিতে 'shift+G' try করে দেখেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.