![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিদিন ভাবি কাল থেকে হয়ে যাবো পুরোপুরি বাস্তববাদী,
মেপে মেপে পা ফেলবো সব রাস্তায়
একটু ও এলোমেলো নয় |
ছলাকলা শিখে ফেলবো ঠিক মত,
ঠোঁটে ঠোঁট রেখে মুখ ভরে বিষ টেনে নেবো
নিঃশ্বাসে নিকোটিন |
অথচ আজো পা ফেলি অনিশ্চিত এলোমেলো,
উত্ভ্রান্তের মত চেয়ে দেখি বিস্মিত চোখে চার পাশের পৃথিবী |
দরজাতে কড়া নাড়লেই ভয়ার্ত কন্ঠে আগন্তুক কে প্রশ্ন করি, কে?
মৃত্যু ভয়ে শঙ্কিত নই,
শুধু তোমাকে হারাবার ভয়....
©somewhere in net ltd.