নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃস্বপ্ন দেখি প্রায়, তুমি কোথাও নেই কোন আরক্ত সন্ধ্যায় |
পূজার ফুল শুকিয়ে গেছে,
সন্ধ্যা প্রদীপ আজ আর জ্বলে নি;
এতোদিন বৃথায় সলতে জ্বলে জ্বলে হয়েছে হ্ময় |
মন্ত্র ভূলেছি, ঠোঁটের কাছে উচ্চারিত শব্দ থেমেগেছে অস্পষ্টতায় |
বিস্তৃত আলোকে দেখি আমার কোন এক ভূল অন্ধকারে বিচরন,
শিরা উপশিরা বন্ধ হয়ে হৃদপিন্ড আজ পরিনত হয়েছে একখন্ড শুকনো পাতায়,
আধ খাওয়া পোড়া সিগরেটেও যাতে আগুন লাগার ভয় |
বুক চেপে ধরি ঘুমের মাঝেও এখন আমি;
যেন সব হারিয়েছি, এমন কোন ব্যাথায় |
©somewhere in net ltd.
১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৬
সর্বহারা:৭১ বলেছেন: ভালো লিহাছেন ব্নধু।++++